আমাদের অনুষ্ঠানের আগে যথেষ্ট সময় আমরা পাইনি। প্রথমে আমাদের যে প্ল্যান ছিল তাতে আয়োজনে বেশি সময় লাগত না।কিন্তু মেয়র সাহেব আমাদের টোটাল প্ল্যান যেহেতু পালটে দিলেন তাই আমরা খুব কম সময় হাতে পেলাম। তাই জলদি জলদি সব কাজ শুরু করে দিলাম। অতিথিদের দাওয়াত করা,বিতর্কের বিষয় সিলেক্ট করা,প্রশ্ন তৈরি করা আবার স্কুলে স্কুলে গিয়ে প্রতিযোগীতার বিষয় জানানো।
কাজ অনেক সময় কম,তাই সব জলদি জলদি সারতে হল। অতিথিরা আমাদের উদ্যোগের অনেক প্রশংসা করলেন। তবে আমাদের কাজের সমন্বয়ে একটু সমস্যাও দেখা দিতে শুরু হল।কুরবানি ঈদের আগে সবারই ব্যস্ততা। তারপরেও কোনভাবে সব কাজ সম্পন্ন করা হল।
এরপর আসল অনুষ্ঠানের দিন। সকাল সকাল ঘুম থেকে উঠেই রওনা দিলাম।আগের দিনই ডেকোরেটর কে চেয়ার এবং অন্যান্য জিনিস এর কথা জানানো ছিল,ওরা সকাল সকালই ডেলিভারি দিয়ে গেছে।সবাই মিলে সেগুলো সাজিয়ে নেওয়া হল। তারপর খাবার চলে আসল সেগুলো আবার প্যাকেট করা।আমি ছোটদের নিয়ে হাত লাগালাম এই কাজে।
এর মাঝেই একজন দুইজন করে প্রতিযোগীরা আসা শুরু করল। আমাদের প্রতিযোগীতা শুরু হবার কথা ছিল ১০টা থেকে।তিনটি গ্রুপ, প্রথম গ্রুপ ক্লাস থ্রি থেকে ক্লাস ফাইভ,ক্লাস সিক্স থেকে ক্লাস এইট দ্বিতীয় গ্রুপ,আর ক্লাস নাইন থেকে দ্বাদশ পর্যন্ত তৃতীয় গ্রুপ। প্রথম গ্রুপ যেহেতু বাচ্চাদের তাই আমরা ভেবেছিলাম বেশি শিক্ষার্থী হয়ত আসবে না।কারন স্কুল ঈদের ছুটি,সবাই হয়ত ঘুরতে গেছে।
কিন্তু অবাক হয়ে দেখলাম,আস্তে আস্তে শিক্ষার্থীর ঢল নামল। আমার কাজ শুরু হল,আমার দায়িত্ব ছিল ক্রাউড কন্ট্রোল আর সিকিউরিটি। যারা এই কাজ কখনো করেনি তারা বুঝবেন না এট কতটা কঠিন কাজ। আমার এই কাজের অভিজ্ঞতা প্রচুর। তাই আমি সবসময়ই পাবলিক এর সাথে ডিল করা মানুষদের প্রচুর সম্মান করি। আমরা বাঙালিরা নিয়মের প্রতি বড্ড উদাসীন,আর প্রায় অধিকাংশই ভাবি যে আইন অন্যদের জন্য আমার জন্য নয়।
হল দোতালায় হওয়ায় সিড়িতে যাতে ভিড় না হয় সেজন্য আমরা ঠিক করেছিলাম কোন অভিভাবক উপরে যাবে না। অভিভাবক দের বাইরে বসার ব্যবস্থা বাইরে।কিন্তু অধিকাংশ মানুষ উপরে যাবেই। অথচ আমাদের স্বেচ্ছাসেবকরা বাচ্চাদের নিয়ে গিয়ে বসিয়ে দিচ্ছিল।জানলে অবাক হবেন এদের অধিকাংশই শিক্ষিত মানুষ।ছয়জন মিলে সামলাতে পারছিলাম না।
এরপর আরেক বিপত্তি,শুরু হবার কথা ১০টায়। মেয়র সাহেবকে সেভাবেই বলা ছিল,কিন্তু বাংলাদেশ এর রাজনীতীবিদ জীবনেও সময়ানুবর্তিতা শিখবে না। উনার আসার নাম নেই।আধাঘন্টা অপেক্ষার পর সবাই সিদ্ধান্ত নিলাম মেয়র সাহেব কে ছাড়াই শুরু করা হবে।কারন ছোটদের এতসময় বসিয়ে রাখা মোটেই উচিৎ হচ্ছে না।
এরপর শুরু হল প্রথম গ্রুপের কুইজ।....
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit