কুংফু পান্ডা-১||মুভি রিভিউ

in hive-129948 •  2 years ago  (edited)
হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব একটি মুভি রিভিউ।তবে এটি একটি অ্যানিমেশন মুভি

Screenshot_2023-04-19-12-43-49-358_org.videolan.vlc.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

মুভির সংক্ষিপ্ত বর্ণনা

মুভির নামকুংফু পান্ডা
জনরাঅ্যানিমেটেড,কমেডি
প্রোডাকশন হাউজড্রিম ওয়ার্কস
ডিরেক্টরইথান রেইফ,সাইরাস বরিস
রিলিজ ডেট৬জুন ২০০৮
রেটিং১০/১০
মুভির প্লট(অল্প স্পয়লার)

গল্পটি পিস ভ্যালি নামক একটি উপত্যকার। সেখানে বাস করত একটি পান্ডা।তার নাম পো তার বাবা একটি হাঁস।পান্ডার স্বপ্ন সে একজন কুংফু মাস্টার হবে। কিন্তু তার বাবার একটি নুডলস এর দোকান।তাদের নুডলস পিস উপত্যকায় অনেক বিখ্যাত।পোর বাবা একটি স্পেশাল নুডলস বানায়, যার রেসিপি গোপনীয়।

Screenshot_2023-04-19-12-48-43-770_org.videolan.vlc.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

পিস ভ্যালিতেই পৃথিবীর সব থেকে বিখ্যাত কুংফু স্কুল জেড প্যালেস অবস্থিত।এই স্কুলের শিক্ষক মাস্টার শিফু আর মাস্টার শিফুর মেন্টর মাস্টার উগওয়ে।মাস্টার উগওয়ে যদিও এখন শেখায় না।

Screenshot_2023-04-19-12-49-13-445_org.videolan.vlc.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

এই স্কুলের ছাত্র ৫জন টাইগ্রেস,ম্যান্টিস,মাংকি,ক্রেন,স্নেক। এদের প্রধান উদ্দেশ্য ড্রাগন ওয়ারিওর হওয়া। ড্রাগন ওয়ারিওর এর একটি উদ্দ্যেশ্য আছে।ড্রাগন ওয়ারির হলে তাদের একটি স্ক্রল দেওয়া হবে।সেই স্ক্রলে রয়েছে গোপন মন্ত্র।যা জানলে যে কেউ অসীম ক্ষমতার অধিকারি হবে। তবে ড্রাগন ওয়ারিওর হতে পারবে যে কোন একজন।

Screenshot_2023-04-19-12-51-14-149_org.videolan.vlc.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

এখন প্রধান ভিলেন এর ব্যাপারে বলি। প্রধান ভিলেনের নাম টাই লং।সে মাস্টার শিফুর প্রথম ছাত্র ছিল। মাস্টার শিফু তাকে একদম বাচ্চা অবস্থায় কুড়িয়ে পায়৷ তারপর তাকে আস্তে আস্তে সব কুংফুর জ্ঞান দেয় এবং ড্রাগন ওয়ারিওর হিসেবে তাকে গড়ে তুলতে থাকে।কিন্তু যেদিন তাকে ড্রাগন ওয়ারিওর হিসেবে নির্বাচিত করার দিন আসে তখন মাস্টার উগওয়ে বলেন যে টাই লং এর ক্ষমতার লোভ আছে।সে এই ক্ষমতার অপব্যবহার করবে।তাই উনি টাই লংকে নির্বাচিত করে নি।

Screenshot_2023-04-19-13-26-51-164_org.videolan.vlc.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

এতে টাইলং রেগে যায় এবং ভ্যালিতে আক্রমন করে।ভ্যালি ধ্বংস করার পর সে জেড প্যালাসে গিয়ে শিফুকে আক্রমন করে। শিফু তাই লংকে পুত্রের মত স্নেহ করত তাই শিফু তার বিরুদ্ধে কিছু করতে পারে নি। শেষে মাস্টার উগওয়ে তাইলং কে বন্দি করে একটি দুর্ভেদ্য জেলে বন্দী করে।

Screenshot_2023-04-19-13-17-23-189_org.videolan.vlc.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

আবার বর্তমানে আসি,একদিন মাস্টার উগওয়ে স্বপ্নে দেখেন টাইলং মুক্ত হয়ে গেছে। তাই তিনি চান তারাতারি ড্রাগন ওয়ারিওর নির্বাচন করে তাকে অসীম ক্ষমতাধর সেই স্ক্রল দিয়ে যেতে। যাতে সেই ড্রাগন ওয়ারিওর টাইলং কে রুখতে পারে।এজন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পো যায় সেই অনুষ্ঠান দেখতে। কিন্তু পো বেশ মোটাসোটা ও অলস।আর জেড প্যালেস বিশাল এক পাহাড়ের মাথায়।সেখানে পৌছাতে পৌছাতে প্যালেস এর গেট বন্ধ হয়ে যায়।

Screenshot_2023-04-19-12-57-15-469_org.videolan.vlc.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

ফলে পো প্যালেসে ঢুকতে পারে না।সে প্যালেসে ঢোকার নানা চেষ্টা করতে থাকে, একপর্যায়ে সে চেয়ারের সাথে রকেট পটকা বেধে প্যালেসে ঢোকার চেষ্টা করে এবং সফল হয়।তখনই উগওয়ে ড্রাগন ওয়ারিওর নির্বাচণ করছিলেন।আর পো তার সামনে গিয়ে পড়ে।ফলে তিনি পো কেই নির্বাচন করেন।
Screenshot_2023-04-19-12-58-50-231_org.videolan.vlc.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

কিন্তু পো একেবারেই কুংফু জানে না তাই উগওয়ে বাদে সবাই তাকে অপছন্দ করে,তাকে নানা কারনে অপদস্ত করতে শুরু করে। মাস্টার শিফুও তাকে তাড়ানোর চেষ্টা করতে থাকেন।ফলে তাকে কঠিন কঠিন কাজ দিতে থাকে।এবং পো ব্যার্থ হয়।

Screenshot_2023-04-19-13-16-31-050_org.videolan.vlc.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

এরফলে পো মন খারাপ করে এক জায়গায় বসে থাকে। তখন মাস্টার উগওয়ে সেখানে এসে পোর মন খারাপের কথা জিজ্ঞেস করে।তখন পো তাকে বলে, আমার দ্বারা এগুলো সম্ভব নয়।আমি কখনোই হয়ত ড্রাগন ওয়ারিওর হতে পারবে না।তখন মাস্টার উগওয়ে তাকে বুঝায় কি হবে বা কি হয়েছে তাতে আমাদের নিয়ন্ত্রণ নেই।তবে আমরা বর্তমান টা উপভোগ করতে পারি। তুমিও তাই করো।

Screenshot_2023-04-19-13-31-26-278_org.videolan.vlc.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

এদিকে একদিন খবর আসে টাই লং জেল থেকে পালিয়েছে।তখন মাস্টার শিফু ব্যস্ত হয়ে মাস্টার উগওয়ের কাছে যায়।কারন পো টাইলং কে আটকানোর জন্য উপযুক্ত নয়।তখন মাস্টার উগওয়ে শিফুকে বলেন,"আমার যাওয়ার সময় এসে গেছে,এখন সব দায়িত্ব তোমার। আমি ভুল কাউকে নির্বাচন করি নি। আমার সিদ্ধান্তে ভরসা রেখো।আর ছাত্রের উপর থেকে আস্থা হারিও না"।এই বলে মাস্টার উগওয়ে অদৃশ্য হয়ে যান।

এদিকে শিফু ভাবতে থাকেন কিভাবে পো কে ড্রাগন ওয়ারির বানানো যায়।অন্যদের যেভাবে শিখিয়েছেন পো কে সেভাবে শেখানো যাবে না।তাইলে পো কে কিভাবে শেখানো যায়।তখন একদিন দেখেন পো খাবার এর লোভে ১০ফুট উচু জায়গায় আপনার আপনি উঠে গেছে এবং খুব ভালভাবে ব্যালেন্স করে বসে আছে।তখন তাকে শিফু জিজ্ঞেস, "করে তুমি কিভাবে উপরে উঠলে?"

Screenshot_2023-04-19-13-39-10-804_org.videolan.vlc.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

তখন পো বলে জানিনা,খাবারের লোভে আমি এখানে এসেছি,কিভাবে এসেছি নিজেও জানিনা। তখন মাস্টার শিফু বুঝতে পারে পো কে কিভাবে শেখাতে হবে এবং পো কে ট্রেনিং দিতে শুরু করেন।

Screenshot_2023-04-19-13-42-45-876_org.videolan.vlc.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

শিফু কি পারবে পো কে ড্রাগন ওয়ারিওর বানাতে? পো কি পারবে টাই লং কে আটকাতে? কি আছে সেই স্ক্রলে? জানতে হলে দেখে ফেলুন দারুন এই মুভিটি।

নিজের মতামত

অনেকেই অ্যানিমেশন ফিল্ম ভেবে নাক সিটকাতে পারেন।কিন্তু বিশ্বাস করতে পারবেন না মুভিটি এত সুন্দর।মুভিটি মোটিভেশনে ভরা। এখানে টাই লং কে দেখানো হয়েছে বিদ্বান কিন্তু দুর্জন ব্যক্তি হিসেবে,যে তার জ্ঞান খারাপ কাজে ব্যবহার করে।পো হচ্ছে বোকা একজন ছাত্র,যাকে আর দশজনের মত করে শেখানো যায়না। শিফু যে স্নেহে অন্ধ থাকায় টাইলং এর মনের অন্ধকার দিক দেখতে পারে নি।মুভিতে শিক্ষার পাশাপাশি রয়েছে দারুন কমেডি। পো এর কর্মকান্ড দেখে আপনার যত মন খারাপই থাক হাসতে বাধ্য হবেনই।হাতে সময় থাকলে দেখে ফেলুন মুভিটি।

Screenshot_2023-04-19-12-45-40-371_org.videolan.vlc.jpg

স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

হ্যাপি ওয়াচিং😎

ট্রেইলার

আজকের মুভি রিভিউ এপর্যন্তই। কেমন লাগল রিভিউটি অবশ্যই জানাবেন ভুল ত্রুটি মার্জনীয়। সম্পুর্ন পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png