[সোর্স](মিডিয়া প্লেয়ার)
সংক্ষিপ্ত তথ্য
সিরিজের নাম | ফারজি |
---|---|
জনরা | ক্রাইম,থ্রিলার |
ইন্ডাস্ট্রি | বলিউড |
ott | অ্যামাজন প্রাইম |
ভাষা | হিন্দি |
অভিনয়ে | শাহেদ কাপুর,বিজয় সেতুপতি,কে কে মেনন |
রিলিজ ডেট | ১০-২-২০২৩ |
রেটিং | ৯/১০ |
দ্বিতীয় পর্বের প্লট (স্পয়লার যুক্ত)
আমাদের এই পর্বে সানির ছোট বেলা দেখানো হয়। সানি তার মাকে ছোট বেলাতেই হারায়। তার বাবা তাকে বড় করে৷ কিন্তু তার বাবা ছিল অনেকটা ভবঘুরে টাইপের। তিনি ব্যবসার নাম করে মানুষের থেকে টাকা ধার নিতেন। তারপর পাওনাদার রা বেশি চাপ দিলে সানিকে নিয়ে অন্যত্র পালিয়ে যেতেন।এটাকে তারা খেলা নাম দিয়েছিল।
[সোর্স](মিডিয়া প্লেয়ার)
সানিও এটাকে স্বাভাবিক ভাবেই নিয়েছিল।এভাবে ভালই চলছিল,একবার এভাবেই পালানোর সময় সানির বাবা তাকে বলে,চল এবার খেলাটা অন্যরকম করি। আমরা তোর নানুকে খুজে বের করি। যে আগে খুজে বের করবে সেই জিতবে। সানিও রাজি হয়।তারা একটি ট্রেনে চড়ে খুজতে বের হয়।একসময় সানি যখন ঘুমিয়ে পড়ে,তার বাবা তাকে ট্রেনে রেখেই নেমে যায়।
[সোর্স](মিডিয়া প্লেয়ার)
সানি ঘুম থেকে উঠে বাবাকে দেখতে না পেয়ে ভাবে,তারা এখনো খেলছে।একদিন তার বাবাই তাকে খুজে বের করবে।এজন্য সে প্লাটফর্মেই থাকা শুরু করে।সেখানে সে আর্ট করত যাতে তার বাবা ট্রেনে যেতে যেতে আর্ট দেখে বুঝতে পারে সানি এখানেই আছে।ছোট বাচ্চারা যেমন ভাবে আরকি।
[সোর্স](মিডিয়া প্লেয়ার)
তার সুন্দর আর্ট দেখে মানুষ দুই চার টাকা দিত।সেটা দিয়েই তার পেট চলত।সেখানেই তার সাথে ফিরোজের পরিচয়।ফিরোজ তাকে বলে তোর বাও জীবনের আর আসবে না। আমার বাবাও আমাকে এভাবে ফেলে রেখে চলে গিয়েছিল। তাই বাবার অপেক্ষা করা বাদে চল ব্যবসা করি। তুই আর্ট করবি আর আমি টাকা কালেকশন করব।টাকা না দিয়ে কাউকে যেতে দেব না।ইনকাম অর্ধেক অর্ধেক ভাগ হবে। সানি রাজি হয়ে যায়।
[সোর্স](মিডিয়া প্লেয়ার)
এভাবে ফিরোজ আর সানির দিন ভালভাবে কাটতে পারে। এর মাঝেই সানির নানু সানিকে খুজে বের করে। আর নিজের সাথে নিয়ে যেতে চায়,তখন সানি বলে আমাদের সাথে ফিরোজ কেও নিতে হবে।নইলে আমি যাব না। তখন নানু ফিরোজকে জিজ্ঞেস করলে ফিরোজও যেতে রাজি হয়।এখানে থেকেই ফিরোজ আর সানির বন্ধুত্ব শুরু।
[সোর্স](মিডিয়া প্লেয়ার)
আমরা আগের পর্বেই দেখেছি মাইকেল মন্ত্রীকে একটি টিম দিতে বলেছিল,কিন্তু সামনে নির্বাচন দেখে মন্ত্রী রাজি হয়না। এবার নেশা করে মাইকেল মন্ত্রীকে ফোন দিয়ে গালাগালি করে,আর মন্ত্রীর গোপনীয় কিছু ছবি মন্ত্রীকে পাঠিয়ে ব্ল্যাকমেইল করে। এতে মন্ত্রী রেগে যান।
[সোর্স](মিডিয়া প্লেয়ার)
এরপর তিনি মাইকেল কে ডেকে নেন। তিনি তার থেকে কৈফিয়ত চান।তখন মাইকেল বলে সে এগুলোর কিছুই জানে না।হয়ত ভুলে কল চলে এসেছে।তখন মন্ত্রী বলে তাইলে ছবি গুলোও কি ভুলে চলে এসেছে? তখন মাইকেল আর কিছু বলতে পারে না।।সে মন্ত্রীকে বুঝাতে থাকে তাকে একটি টিম দিলে সে ভাল করে জাল টাকার বিরুদ্ধে লড়াই করতে পারবে। আর যার ক্রেডিট সম্পূর্ণ মন্ত্রী মশাই পাবে। ফলে তার নির্বাচনে জয় অবশ্যম্ভাবী।
[সোর্স](মিডিয়া প্লেয়ার)
এর মাঝে সানিরা জাল টাকা বানানোর অপারেশন বাড়াতে চায়। কিন্তু তারা দুইজন আর সেই পুরোনো মেশিন গুলো দিয়ে তা করা সম্ভব না। তাই তারা সানির কাকা কে নিজেদের দলে টেনে নেয়। তখন
তারা হিসেব করে দেখে তারা যে অর্ডার পেয়েছে তা পূরণ করা এই মেশিন দিয়ে করা সম্ভব না।তাই তারা আরো মেশিন কিনতে চায়। কিন্তু তারা এত কিছু করছে তো টাকার জন্যই।
[সোর্স](মিডিয়া প্লেয়ার)
তাই তারা আবার সেই ঋণদাতার কাছে যায়।আবার টাকা ধার চায়। কিন্তু তারা রাজি হয়না প্রথমে,ঋণদাতার ছেলে নতুন করে ঋণ দিতে অস্বিকৃতী জানায়। তখন সানি আবারো বুঝাতে থাকে।তারপর সেই ঋণদাতা তাদের আবার ঋণদিতে চায়,কিন্তু সময় একমাস।শতকরা ২৪%সুদ দিতে হবে।আর টাকা শোধ করতে না পারলে তাদের বাড়িটাও দখল করে নেবে।
[সোর্স](মিডিয়া প্লেয়ার)
সানি তাতেই রাজি।তখন তারা ঋণ নিয়ে মেশিনপত্র কেনে।কিন্তু এখন সমস্যা হল কাগজ নিয়ে।কারন টাকা তৈরির কাগজ আলাদা। তারা কাগজের খোজ করতে থাকে,কিন্তু কোন কাগজ কোম্পানীই তাকে সেই কাগজ দেবে না।তাই সানি প্ল্যান করে কাগজ চুরি করবে।তাই তারা একদল নিয়ে কাগজ চুরি করতে যায় এবং একপর্যায়ে তারা সফল হয়।
[সোর্স](মিডিয়া প্লেয়ার)
যাতে কেউ সন্দেহ করতে না পারে,তাই সে আরো অন্যরকম কাগজ চুরি করে।এরপর সে, ফিরোজ আর কাকা মিলে নোট ছাপানো শুরু করে।আর সেই নোট ডেলিভারি দিয়ে প্রেসের ঋণ শোধ করে।
[সোর্স](মিডিয়া প্লেয়ার)
এরমাঝে দেখি সানি তার গার্লফ্রেন্ড এর সাথে ডেটে যায়। সেখানে তার বড়লোক গার্লফ্রেন্ড তাকে বলে তার বিয়ে ঠিক হয়েছে।তার খাবারের বিল তার জিএফ দিতে চাইলে সানি বিল পরিশোধ করে।আর বিল পরিশোধ করে সেই জালনোট দিয়ে।
[সোর্স](মিডিয়া প্লেয়ার)
এবং সেখানে তখন চলে আসে মেঘা। মেঘাকে পাত্র দেখতে আসে। কিন্তু মেঘা সেই পাত্রকে পছন্দ করে না। ফলে বিল পরিশোধ করে যাবার সময় ওয়েটার এর ফেরত দেওয়া টাকা টা দেখে অবাক হয়ে যায়। সেটা জাল। সে তৎক্ষণাৎ অফিসে নিয়ে গিয়ে চেক করে দেখে আসলেই সেটা জাল।আর এটাও বুঝতে পারে এটা নতুন কোন গ্যাংয়ের কাজ৷ যারা প্রিন্টিং প্রেসে কাজ করেছে,ফলে সে প্রিন্টিং প্রেসে তল্লাসী চালাতে চায়।আর এদিকে সানিরাও লোভে পড়ে আবার দ্বিতীয় ব্যাচ টাকা বানানোর প্রস্তুতি নিচ্ছে।
তবে কি এবারই সানির খেলা শেষ? সানি কি ধরা পড়ে যাবে?
[সোর্স](মিডিয়া প্লেয়ার)
ব্যক্তিগত মতামত
এই পর্বটা বেশ মজার।অনেকটা কমিক রিলিফের মত। মানুষের ভাগ্য সহায় হলে যেমন একের পর এক অপরাধ করলেও যেমন পার পেয়ে যায়,তেমনি এই পর্বে আমরা সানির চরম উন্নতি লক্ষ করেছি।এক পর্বে তে ১৮+ কিছু নেই। তবে প্রচুর গালাগালি রয়েছে।তাই ফ্যামিলি নিয়ে দেখার আগে সাবধান।কমেডির পাশাপাশি প্রচুর সাসপেন্স ও আছে।যা আপনাকে পর্দায় আটকিয়ে রাখবে।আমার অনেক ভাল লেগেছে। আমি ব্যক্তিগত ভাবে ৯/১০ দেব দ্বিতীয় পর্ব কে।
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফারজি ওয়েব সিরিজ আজকের পর্ব দেখে খুব ভালো লাগলো। আসলে কর্মব্যস্ততার কারণে এখন তেমন একটা নাটক ওয়েব সিরিজ এবং মুভি দেখা হয় না। আজকের পর্ব উপস্থাপন বেশ দুর্দান্ত হয়েছে। ওয়েব সিরিজ রিভিউ এত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রশংসামূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব চমৎকার একটি ওয়েব সিরিজ রিভিউ দিয়েছেন ভাই। আসলে এর আগে এটা দেখা হয়নি তবে আপনার রিভিউ দেখে মনে হচ্ছে দেখতে ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে আগ্রহ জাগিয়ে তোলার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সময় পেলে দেখে নিয়েন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit