নমষ্কার/আদাব।আশা করি সবাই ভাল আছেন।আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ ক্লাস হল লেভেল ফোর এর ক্লাস।এই ক্লাসেই আমরা আর্থিক লেনদেন এর বিষয়ে শিখেছি।আমাদের কষ্টের উপার্জিত অর্থ নিরাপদে লেনদেন করা শিখেছি আমরা লেভেল ফোর এ।এবার লিখিত পরীক্ষা শুরু করিঃ
১.p2p কি?
উত্তরঃp2p হলো পেয়ার টু পেয়ার ট্রান্সফার অথবা বলা যায় পার্সন টু পার্সন ট্রান্সফার।
আমার বাংলা ব্লগে ক্রয়,বিক্রয়ের উদ্দেশ্যে p2p করা নিষিদ্ধ।
২.p2p এর মাধ্যমে @level4test অ্যাকাউন্ট এ 0.001SBD সেন্ড করুন ও স্ক্রিনশট শেয়ার করুন
উত্তরঃপ্রথমে স্টিম ওয়ালেটে লগইন করতে হবে।এরপর SBD এর পাশে ড্রপডাউন মেনু সিলেক্ট করতে হবে।তারপর সেখান থেকে ট্রান্সফার সিলেক্ট করতে হবে।এরপর যে অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাই সেই অ্যাকাউন্ট এর নাম,এরপর যত SBD ট্রান্সফার করতে চাই তার পরিমান দেব।মেমো তে ট্রান্সফার এর কারন লিখব।তারপর নেক্সট করার পর সব ভালভাবে চেক করে ওকে করে দেব।
প্রথম ধাপের স্ক্রিনশটঃ
দ্বিতীয় ধাপের স্ক্রিনশটঃ
৩.p2p এর মাধ্যমে @level4test অ্যাকাউন্ট এ 0.001steem সেন্ড করুন ও স্ক্রিনশট শেয়ার করুন
উত্তরঃপ্রথমে স্টিম ওয়ালেটে লগইন করতে হবে।এরপর steem এর পাশে ড্রপডাউন মেনু সিলেক্ট করতে হবে।তারপর সেখান থেকে ট্রান্সফার সিলেক্ট করতে হবে।এরপর যে অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাই সেই অ্যাকাউন্ট এর নাম,এরপর যত steem ট্রান্সফার করতে চাই তার পরিমান দেব।মেমো তে ট্রান্সফার এর কারন লিখব।তারপর নেক্সট করার পর সব ভালভাবে চেক করে ওকে করে দেব।
প্রথম ধাপের স্ক্রিনশটঃ
দ্বিতীয় ধাপের স্ক্রিনশটঃ
৪.p2p এর মাধ্যমে @level4test অ্যাকাউন্ট এ 0.001trx সেন্ড করুন ও স্ক্রিনশট শেয়ার করুন
উত্তরঃপ্রথমে স্টিম ওয়ালেটে লগইন করতে হবে।এরপর trx এর পাশে ড্রপডাউন মেনু সিলেক্ট করতে হবে।তারপর সেখান থেকে ট্রান্সফার সিলেক্ট করতে হবে।এরপর যে অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাই সেই অ্যাকাউন্ট এর নাম,এরপর যত trxট্রান্সফার করতে চাই তার পরিমান দেব।মেমো না লিখলেও চলে।তারপর নেক্সট করার পর সব ভালভাবে চেক করে ওকে করে দেব।এরপর পাসওয়ার্ড এর জায়গায় ট্রন প্রাইভেট কি বসিয়ে ট্রান্সফার করব।
প্রথম ধাপের স্ক্রিনশটঃ
দ্বিতীয় ধাপের স্ক্রিনশটঃ
তৃতীয় ধাপের স্ক্রিনশটঃ
৫.Internal Market এ 0.1 SBD কে steem এ convert করুন এবং তার স্ক্রিনশট শেয়ার করুনঃ
প্রথমে ওয়ালেটে লগিন করব।তারপর থ্রিবার এ ক্লিক করে মেনু ওপেন করব এবং কারেন্সি মার্কেট এ যাব।এরপর প্রাইস এর ঘরে প্রাইস বসাবো।সব থেকে ভালো হয় লোয়েস্ট আস্ক থেকে প্রাইস বসালে। এরপর কত SBD দিয়ে steem কিনব তা total এর ঘরে বসাবো।এরপর বাই স্টিম এ ক্লিক করব।এরপর ভালভাবে চেক করে ওকে করে দেব।
প্রথম ধাপের স্ক্রিনশটঃ
দ্বিতীয় ধাপের স্ক্রিনশটঃ
তৃতীয় ধাপের স্ক্রিনশটঃ
৬.Poloniex exchange site এ একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করুন
উত্তরঃপ্রথমে poloniex এর ওয়েব সাইটে গিয়ে সাইন আপ এ ক্লিক করতে হবে।এরপর ই-মেইল দিয়ে হবে ও আট সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে।পাসওয়ার্ড টি মনে রাখতে হবে।এরপর ক্যাপচা ভেরিফাই করে টার্ম এবং কন্ডিশনে এগ্রি করতে হবে।তারপর সাইন আপ করলে একটি ভেরিফাই মেইল আসবে।মেইলে গিয়ে ভেরিফাই এ ক্লিক করলেই ভেরিফাই হয়ে যাবে।
##প্রথম ধাপঃ
দ্বিতীয় ধাপঃ
৭.আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন
উত্তরঃপ্রথমে Poloniex এ লগইন করতে হবে।এরপর ডিপোজিট সিলেক্ট করে সার্চ বক্সে স্টিম লিখতে হবে।এরপর স্টিম সিলেক্ট করলে এখানে একটি মেমো ও অ্যাড্রেস পাওয়া যাবে।এই মেমো ও অ্যাড্রেস কপি করতে হবে।এরপর স্টিম ওয়ালেটে লগিন করতে হবে।তারপর স্টিম এর পাশের ড্রপডাউন মেনু থেকে ট্রান্সফার সিলেক্ট করতে হবে।এরপর অ্যাড্রেস ও মেমোর জায়গায় কপি করা অ্যাড্রেস ও মেমো পেস্ট করে দিতে হবে।এরপর নেক্সট করতে হবে।তারপর সব ঠিক থাকলে ওকে করে দিতে হবে।অ্যাক্টিভিটি পেজে আমরা স্টিম গুলো দেখতে পাব।
প্রথম ধাপের স্ক্রিনশটঃঃ
দ্বিতীয় ধাপের স্ক্রিনশটঃ
তৃতীয় ধাপের স্ক্রিনশটঃ
চতুর্থ ধাপের স্ক্রিনশটঃ
পঞ্চম ধাপের স্ক্রিনশটঃ
আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Trx Transfer করুন
উত্তরঃপ্রথমে Poloniex এ লগইন করতে হবে।এরপর ডিপোজিট সিলেক্ট করে সার্চ বক্সে trx লিখতে হবে।এরপর trx সিলেক্ট করলে এখানে নেটওয়ার্ক এ TRC20 সিলেক্ট করতে হবে। এরপর একটি অ্যাড্রেস পাওয়া যাবে।এই অ্যাড্রেস কপি করতে হবে।এরপর স্টিম ওয়ালেটে লগিন করতে হবে।তারপর Trx এর পাশের ড্রপডাউন মেনু থেকে ট্রান্সফার সিলেক্ট করতে হবে।এরপর সুইচ টু ট্রন অ্যাকাউন্ট করতে হবে। এরপর অ্যাড্রেস এর জায়গায় কপি করা অ্যাড্রেস পেস্ট করে দিতে হবে।মেমো না দিলেও চলে।এরপর নেক্সট করতে হবে।তারপর সব ঠিক থাকলে ওকে করে দিতে হবে।এরপর ট্রন প্রাইভেট কি দিয়ে ট্রান্সফার এ ক্লিক করতে হবে। এরপর activity পেজে আমরা Trx গুলো দেখতে পাব।
প্রথম ধাপের স্ক্রিনশটঃ
দ্বিতীয় ধাপের স্ক্রিনশটঃ
তৃতীয় ধাপের স্ক্রিনশটঃ
চতুর্থ ধাপের স্ক্রিনশটঃ
পঞ্চম ধাপের স্ক্রিনশটঃ
ষষ্ঠ ধাপের স্ক্রিনশটঃ
Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
steeemএর ক্ষেত্রেঃ
প্রথম ধাপঃ
দ্বিতীয় ধাপঃ
তৃতীয় ধাপঃ
Trx এর ক্ষেত্রে
প্রথম ধাপঃ
দ্বিতীয় ধাপের স্ক্রিনশটঃ
তৃতীয় ধাপের স্ক্রিনশটঃ
আমাদের প্রফেসর ও সহকারী প্রফেসর দের ধন্যবাদ অনেক ধৈর্য সহকারে এসব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের শেখানোর জন্য। @Nowrin আপু দয়া করে পোস্টে কোন ভুল থাকলে জানাবেন।অগ্রীম ধন্যবাদ।
অনেক সুন্দর উপস্থাপনা প্রতিটা বিষয় নিখুঁতভাবে তুলে ধরেছেন। এ পোস্ট থেকে বোঝা যাচ্ছে আপনি লেভেল ফোর এর প্রতিটা বিষয় ভালোভাবে বুঝতে পেরেছেন পরবর্তী লেভেলের জন্য অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ ভাইয়া।আপনার জন্যও অনেক শুভ কামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এইতো ভাইয়া আর একটা স্টেপ পার হলেই আপনি ভেরিফাইড মেম্বার হয়ে যাবেন।।
আপনার জন্য অসংখ্য শুভকামনা রইল।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া।আপনার জন্যও শুভ কামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুবই দক্ষতার সাথে লেভেল ৪ অতিক্রম করেছেন যা দেখে আসলে খুবই ভালো লাগছে। দোয়া রইল আপনার জন্য খুব তাড়াতাড়ি যেন আপনি আমাদের মাঝে ভেরিফাইড মেম্বার হয়ে ফিরে আসেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া।আপনার জন্যও শুভ কামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সাজিয়ে গুছিয়ে লেভেল ফোরের বিষয়ে আপনি তুলে ধরেছেন দেখে বোঝা যাচ্ছে আপনি এবিবি স্কুল থেকে অনেক দক্ষতার সাথে সব বিষয়ে বুঝে নিয়েছেন। ধন্যবাদ শুভকামনা রইল সামনের দিনগুলো সুন্দরভাবে পাড়ি দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া।আপনার জন্যও শুভ কামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লেভেল -০৪ আপনাকে স্বাগতম।পরবর্তীতে লেভেল জন্য অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে।আপনার জন্যও শুভ কামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখে ভালো লাগলো দেখতে দেখতে লেভেল ফোর পর্যন্ত এসে পড়েছেন এবং লেবেল ফোরের পোস্ট শেয়ার করেছেন। আপনিতো লেবেল ফোরের সবগুলো বিষয় খুব সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। লেভেল ফোর থেকে অনেক কিছু শিখতে পেরেছেন দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাই দোয়া করি অতি দ্রুত ভেরিফাইড মেম্বার হোন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া।দোয়া রাখবেন।আপনার জন্যও অনেক শুভ কামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো। সত্যিই খুব ভালো এক্সাম দিয়েছেন। এখন থেকে অবশ্যই লেভেল 4 এর সকল নিয়ম কানুন মেনে চলবেন এবং একটিভ থাকার চেষ্টা করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু।অবশ্যই নিয়ম মেনে চলব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit