পরীক্ষার জন্য অনেকদিন কোন মুভি দেখা হয়নি। তাই মুভি দেখার জন্য মন ছটফট করছিল।কিন্তু নিজের পড়াশোনা আর টিউশনের ফাকে সময় হয়ে উঠছিল না। আজ শুক্রবার হওয়ায় মনে মনে ঠিক করে নিলাম আজ দেখবই মুভি। আমি আবার অ্যাকশন মুভির বিশাল ভক্ত,তাই খুজতে থাকলাম একশন মুভি তখন এই মুভিটির সাজেশন পাই। তখনই ডাউনলোড করে দেখতে থাকলাম।
মুভির সংক্ষিপ্ত বর্ণনা
মুভির নাম | সিসু(SiSu) |
---|---|
ভাষা | ফিনিশ(ফিনল্যান্ডের ভাষা,ইংরেজি |
ডিরেক্টর | জালমারি হেলেন্ডার |
অভিনয়ে | জোরমা তমিলা,আকসেল হেনি,জ্যাক ডোলান |
রিলিজ ডেট | ২৮/৪/২০২৩(আমেরিকা) |
জনরা | অ্যাকশন |
রেটিং | ১০/১০ |
গল্প সংক্ষেপ
গল্পের প্রেক্ষাপট দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে। তখন জার্মানির হার প্রায় নিশ্চিত।এখন আপনারা তো জানেন যে জার্মান রা দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে।তাই তারা যুদ্ধের শেষের দিকে ফ্রন্ট লাইন থেকে পালিয়ে যেতে থাকে। কারন আত্মসমর্পণ করলে তাদের যুদ্ধাপরাধী হিসেবে বিচার করা হবে,সেখানে নানা রকম শাস্তির ব্যবস্থা করা হবে। ফলে জার্মান সৈন্যরা পালাতে থাকে।
কিন্তু চুপচাপ পালালে তাও হয়,তারা পালানোর সময় সামনে যাকেই পাচ্ছিল তাকেই নিষ্ঠুর ভাবে হত্যা করছিল,বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছিল,মেয়েদের কিডন্যাপ করছিল।
এভাবেই পালানোর সময় তাদের সাথে দেখা হয় আমাদের মুভির নায়কের।যার নাম আতামি কর্পি।এখন আমাদের নায়কের ব্যাপারে কিছু বলে নেই।আমাদের নায়ক অবসর প্রাপ্ত ফিনিশ কমান্ডো। বর্তমানে তার একমাত্র কাজ স্বর্নের খোজে ঘুরে বেড়ানো এবং নদীর বালি থেকে স্বর্ণের টুকরা সংগ্রহ।তার একমাত্র সঙ্গী একটি কুকুর ও তার ঘোড়া।যুদ্ধ তার পরিবার কে কেড়ে নিয়েছে।ফলে তার আর হারানোর কিছু নেই।
এভাবে একদিন সে অনেক স্বর্ণ নিয়ে বাড়ি ফিরছিল,তখনই সে মুখোমুখি হয় একদল জার্মান সেনার।তাও যে সে জার্মান সেনা নয় একদম SS সেনা। এরা জার্মানির সব থেকে হিংস্র বাহিনী ছিল। এদের যুদ্ধের কোন নীতী ছিল না,জার্মান সেনাবাহিনীর লোকেরা পর্যন্ত এদের ঘৃণা করত।তাইলে আপনারাই ভাবুন। তো প্রথম দলটা তাকে বৃদ্ধ মনে করে ছেড়ে দেয়,কিন্তু তারপরেই আমরা বুঝতে পারি, তারা ছেড়ে দিয়েছে যাতে তাদের দলপতি (যে একজন ক্যাপ্টেন) নিজে সেই বৃদ্ধ কে শায়েস্তা করতে পারে।
এরপর হিরো সেই ক্যাপ্টেন এর কাছে গেলে প্রথমে তাকে সার্চ করা হয়। তখন তার কাছে সেই স্বর্ণ গুলো জার্মান সেনারা লোভে পড়ে যায়।তারা একজন সৈনিক সহ নায়ক কে সাইডে পাঠায় আর নায়ক কে বলে একটি গর্ত খুড়তে। এখানেই মারার পর তাকে কবর দেবে। কিন্তু তারা ভেবেছিল এটা বুঝি কোন সাধারণ বুড়ো মানুষ।তাদের সেই ভুল খুব দ্রুতই ভাঙ্গে নায়ক তাদের কয়েকজন কে হত্যা করে সেখান থেকে পালায়। এতে তার কুকুরটি কে সে নিতে পারে নি,আর তার ঘোড়াটিও মারা যায়।
তারা যখন হতভম্ভ তখন তাদের কিডন্যাপ করা একটি মেয়ে বলে তোমরা যাকে বুড়ো বলছ সে দুর্দন্ত একজন সৈনিক।সে এতটাই মারাত্মক যে যুদ্ধে তার নিক নেম হয়ে যায় "যে মরে না"। জার্মান সৈন্যরাও এই সৈনিকের গল্প শুনেছে,কিন্তু জানত না এটাই সেই ব্যক্তি।তখন সেই ক্যাপ্টেন এর ইগোতে আঘাত লাগে,সে বলে আমি তাকে খুন করবই। ফলে সে তার সর্বশক্তি নিয়ে নায়কের পিছু নেই।
একজন এর পেছনে অস্ত্রশস্ত্র সজ্জিত ৫০-৬০ জনের হিংস্র জার্মান বাহিনির দল।নায়ক কে খুজতে তারা নায়কের কুকুর কেই ব্যবহার করে। কুকুরটিকে ছেড়ে দিলে সে গন্ধ শুকে মালিকের কাছে যায় আর তার পিছে পিছে যায় জার্মান সেনা দল। একপর্যায়ে তারা নায়ক কে আটক করে ফাসিতে ঝুলিয়ে দেয় আর তাকে সেই অবস্থাতেই গালাগালি করে জার্মান সেনারা চলে যায়। কিন্তু একি নায়ক তো জীবীত।আপনারা হয়ত অবাক হচ্ছেন ফাসি তে ঝুলানোর পরেও একজন কিভাবে বেচে থাকে?
এই রহস্যা জানার জন্যই আপনাকে দেখতে হবে মুভিটি৷ কেন তাকে বলা হয় " যে মরে না"?কিভাবে নায়ক এতজনের বিপক্ষে একা হয়ে বদলা নেবে?
ব্যক্তিগত মতামত
মুভিটা নিয়ে যদি এক কথায় কিছু বলতেই হয় তাইলে বলব মুভিটি দুর্বল হার্টের কারো জন্য নয়৷ অ্যাকশন দৃশ্য গুলো একদম বাস্তবের মত।আর কত যে খুনোখুনি রয়েছে তা আন্দাজ করতে পারবেন না।আর সেই খুনের পদ্ধতিগুলোও নারকীয়,মুভি দেখার পর দুস্বপ্ন ও দেখতে পারেন।।আর ১৮+দৃশ্য নেই কোন তাই পরিবার নিয়ে দেখতে পারেন। মুভিটা আপনাকে স্ক্রিনে আটকে রাখবে,মনের মাঝে চলতে থাকবে কি হবে এরপর।তাই হাতে সময় থাকলে দেখে ফেলতে পারেন দুর্দান্ত এই অ্যাকশন মুভিটি।
ট্রেইলার
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর মুভি রিভিউ করছে আপনি। আপনার সিসু মুভি রিভিউ খুবই দুর্দান্ত হয়েছে। চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে বর্তমান সময়ের কারণে মুভি এবং নাটক দেখা হয় না। আগে অনেক মুভি এবং নাটক দেখতাম। মুভিটি দেখে মনে হচ্ছে খুবই সুন্দর মুভি সময় পেলে নিশ্চয় দেখে নেব। এত চমৎকার মুভি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit