"নবান্ন"র মেলায়||প্রথম পর্ব

in hive-129948 •  2 years ago 

হ্যালো আমার বাংলা ব্লগ বাসী।আশা করি সবাই ভাল আছেন।আমিও বেশ ভাল আছি।অনেকেই হয়ত জানেন গতদিন নবান্ন উৎসব।

IMG_20221118_075009.jpg

ছোট বেলায় সন্ধি করতে গিয়ে আমরা সবাই নবান্ন পড়েছি। সেই যে, নব+অন্ন=নবান্ন।অনেকেই শুধু এতটুকুই জানে,আবার অনেকে জানে নতুন ধান ঘরে তোলার উৎসব কে নবান্ন বলে।এর বাইরে অনেকেই জানেনা।আবার অনেকে জানে।আজ নবান্ন নিয়ে আপনাদের বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব।

আমাদের বাংলাদেশ কৃষি প্রধাণ দেশ।সেই প্রাচীন কাল থেকেই আমাদের অর্থনীতি ছিল কৃষি নির্ভর।নবান্নর মূল রয়েছে এই কৃষিভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা তেই।আমরা বাংগালীরা স্বভাবতই আমোদ প্রিয়।আর আমোদের জন্য প্রয়োজন টাকা।আর যখন নতুন ফসল আসবে তখনই কৃষকের হাতে টাকা আসবে।

IMG_20221118_075632.jpg

অগ্রহায়ণ মাসের প্রথম দিন পালন করা হয় নবান্ন।অনেক জায়গায় পালিত হয় না।কিন্তু আমাদের এখানে এখনো খুবই ধুমধামের সাথে পালন করা হয়।নবান্ন পালন করা হয় পুরো ফ্যামিলির সাথে।একা একা নবান্ন কেউ করেনা। নবান্নর দিন সকালে উঠে সবাই মিলে বাজারে গিয়ে নতুন শাকসব্জী অর্থাৎ এই মৌসুমের নতুন শাকসব্জী,মাছ,চাল কিনে আনা হয়।

আগের রাতেই বাড়িতে দই পাতা হয়।সকাল সকাল চিড়ে ভেজানো হয়,খই ভাজা হয়।তারপর সবাই বাজার থেকে আসলে স্নান করে প্রথমে নতুন জিনিস(চাল) ইশ্বরের কাছে নিবেদন করে সবার মাঝে বিতরণ করা হয় এবং একসাথে সেই নিবেদন করা চাল গ্রহণ করা হয়।তবে বাড়ির সব থেকে সিনিয়র ব্যক্তি আগে গ্রহণ করে। এরপর বাসায় পাতানো দই,চিড়া,খই, মিষ্টি খাওয়া হয়।তারপর রাতের বেলা অথবা দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করা হয়।
এই হলো নবান্নের ব্যাসিক ধারণা।এখন আমার নবান্ন কিভাবে কাটল সেই বর্ণনা দেই।

IMG_20221118_075526.jpg

সকালে ঘুম থেকে উঠেই আমি গিয়েছিলাম আমাদের এলাকার বিখ্যাত নবান্নের মেলায়।প্রতিবছর নবান্নের দিন সকালে এখানে মেলা বসে। এই মেলা অনেক ঐতিহ্যবাহী।মেলায় প্রচুর লোকের সমাগম হয়।

আমি মেলায় গিয়েছিলাম মূলত নতুন চাল নেওয়ার জন্য আর একটা ভ্লগ বানানোর জন্য।বেশি বাজার আমি করি না।কারন সেগুলো করার দায়িত্ব বাবা কাকাদের।আমি গেলাম গিয়ে তো অবাক।কারন প্রায় জনসমুদ্র না হলেও জন নদী বলা যেতে পারে। এত মানুষের সমাগম হয়েছে।

শুধু শাকসব্জীর দোকান বসে নি এবার,সেই সাথে বিভিন্ন ধরনের দোকান বসেছে।প্রথমেই দেখলাম খেলনার দোকান ও কসমেটিক এর দোকান।সেখানে স্বভাবতই বাচ্চা আর মেয়েদের ভিড় বেশি।

IMG_20221118_075347.jpg

এরপর একটু সামনে যেতেই বিভিন্ন মিষ্টি ও তেলভাজার দোকান।এগুলো পার হলেও মাছের বাজার।বিভিন্ন এলাকা থেকে প্রচুর মাছ আসে আর বড় বড় মাছ আসে।আর ভিড়ে দাড়ানোই যায়না।আমি ভেবেছিলাম বড় মাছের ছবি তুলবো,কিন্তু ভিড়ের জন্য পারি নি।তাই ছোট ছোট মাছের ছবি তুলেই বেড়িয়ে আসি।

IMG_20221118_074247.jpg
এরপর সামনেই শাকসব্জীর দোকান।প্রচুর টাটকা শাকসব্জীর আগমন হয়েছে।তবে এখানে থেকে কেনার জন্য আপনাকে ব্যাংক লোন নিতে হবে।সব জিনিসেরই প্রায় ২-৩ গুণ দাম। নতুন আলুর এক কেজির দাম প্রায় ২০০ টাকা।তাই এখানে থেকে অল্প পরিমাণেই কেনে।
সব্জীর বাজার থেকে বের হয়েই দেখি পাপড় ভাজছে।পাপড় দেখেই ছোট বেলার কথা মনে পড়ে গেলো।আগে মেলায় গিয়ে বাড়ি ফেরার সময় এই পাপড় খেতে খেতে বাড়ি ফিরতাম।তাই কিনেই নিলাম একটা পাপড়,সাথে জিলাপী।

IMG_20221118_075756.jpg

আজকের পর্ব এপর্যন্তই। বাকি পর্ব ভ্লগ আকারে আসবে।ব্লগটি কেমন লাগল জানাবেন।কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ
ফটোগ্রাফারবৃত্ত
ডিভাইপোকো এক্স ২
লোকেশনপুরাতন গোবিন্দগঞ্জ

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

banner-NEW.png
break2.jpg
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
break2.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক দিন পর নবান্ন মেলার ফটোগ্রাফি দেখতে পেলাম ভাইয়া। মেলায় ঘুরতে যেতে আমার অনেক ভালো লাগে। মেলার মধ্যে খাবার গুলো দেখে অনেক লোভনীয় লাগছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর মেলার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল

image.png

আপনি নাবান্ন উৎসব নিয়ে অনেক ধারণা দিয়েছেন পড়ে খুব ভালো লাগলো।আগেকার দিনে প্রতিটি ঘরে ঘরে নবান্ন উৎসবে মেতে উঠত কিন্তু এখন আর পালন করা হয় না তেমন।তবে কিছু কিছু জায়গায় নবান্ন উৎসব এখনো দেখা যায়।আপনি নবান্ন উৎসবের অনেক কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো।

হ্যা আপু আমাদের এখানে এখনো বেশ ভালভাবে নবান্ন পালন করা হয়।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

নবান্ন উৎসব নিয়ে বাংলার লোক সাহিত্যে আছে নানা কাব্য। নবান্ন বাঙালির চিরায়ত প্রথা। নতুন ধানের চালের ভাত খাওয়া। তবে আগের মত আর নেই। অগ্রহায়নণ এলেই বাংলার জনপদ নতুন ধানের ম ম গন্ধে ভরে উঠে। হাসি
কৃষকের ফুটে চোখে-মুখে।
নবান্ন নিয়ে ভাল লিখেছেন।শুভ কামনা।

এবার যাইতে পারলাম না ভাই☹️এক্সাম না থাকলে তাও যাওয়ার চেষ্টা করতাম কিন্তু এক্সাম থাকায় তা আর হলোই না।
প্রতিবারই যেতাম।এবারো দেখি খুব একটা ভিন্নতা আসেনি।নব্বান সম্পর্কে প্রথমে ভালোই জানতে পেরেছি।
ধন্যবাদ ভাইয়া😊 ভালো থাকবেন।

বাংলার ঐতিহ্য হচ্ছে নবান্ন উৎসব। আর এই নবান্ন উৎসবকে সামনে রেখে বিভিন্ন জায়গায় মেলা অনুষ্ঠিত হয়। নবান্নর মেলায় ঘুরে ঘুরে আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন, সেই সাথে সুন্দর বর্ণনা করেছেন। এরকম মেলায় ঘুরে বেড়াতে আমার কাছে বেশ ভালই লাগে। তবে আমাদের এদিকে এখনো এই মেলার দেখা পাইনি। তাই আপনার পোস্টে মেলা দেখে, মেলায় অংশ গ্রহণ করার ভীষণ ইচ্ছা হচ্ছে। ধন্যবাদ ভাই, নবান্নর মেলায় প্রথম পর্বটি শেয়ার করার জন্য। এবং পরবর্তী পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম।

আমিও তো শুধু এটুকুই জানি যে নতুন ধান ঘরে উঠলে তখন নবান্ন উৎসব পালন করা হয়। কিন্তু কিভাবে পালন করা হয় তা একদমই জানা ছিল না। আজকে আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম। নবান্নর মেলায় তো বেশ জিনিস উঠেছে। মেলার আচারগুলো দেখেই তো লোভ লাগছে। তাছাড়া পাপড় দেখে আপনার মত আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেল। শুধু অবাক লেখে লেগেছে যে নতুন আলুর দাম ২০০ টাকা কেজি এও কি সম্ভব।

খালি সম্ভব না,কাল খবরে দেখলাম ঢাকায় ৪০০ টাকা কেজি।কি অবস্থা বলেন।তবে আস্তে আস্তে দাম কমে যাবে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

বাহ! অনেকদিন পর নবান্নের মেলা দেখলাম। যেটা প্রায় বিলুপ্ত প্রায়! ছোটবেলায় দেখতাম নবান্ন উৎসবের। নতুন ধান তোলার আনন্দে কৃষকেরা উৎসব করে থাকতো। আপনিও দিনটি ভালোভাবেই কাটিয়েছেন দেখছি ভাইয়া 🌼🦋

হ্যা ভাইয়া অনেক ভালভাবে কেটেছে।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

নবান্ন উৎসব যে এইভাবে ঘটা করে পালন করা হয় এটি আমি এতদিন জানতাম না। তবে আজকে কয়েকটি পোষ্টের মাধ্যমে এটা জানতে পেরেছি। দেখেই ভালো লাগছে বিভিন্ন ধরনের পিঠা, মিষ্টান্ন জাতীয় জিনিস,বড় বড় মাছ বেশ জমে গেছে মেলাটা। পরের ব্লগ আকার এর পর্ব গুলোর অপেক্ষায় রইলাম।

আপনার ভাল লাগার মাঝেই আমার সার্থকতা।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

নবান্ন উৎসব সম্পর্কে খুব ভালো একটি ধারণা দিয়েছেন ভাইয়া। নবান্ন উৎসব যে এত ধুমধাম করে পালন করা হয় এটা একদমই জানা ছিল না। আয়োজনটা বেশ ভালই লেগেছে আমার কাছে। তবে সবকিছুর দাম শুনে কিছুটা অবাক হলাম। ফটোগ্রাফি গুলো বেশ ভালো হয়েছে। পরের পর্বের অপেক্ষায় রইলাম ভাইয়া।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।আপনার ভাল লাগাতেই আমার সার্থকতা।

দাদা প্রথমে বলবো আপনার কিছু বানান প্রবলেম হয়েছে ৷

শাকসব্জীর, ভ্লগ

জি দাদা আমার বাঙালিরা নবান্ন উৎসব পালন করি ৷ বিশেষ করে হিন্দু ধর্মের মানুষেরা ৷ নবান্ন উৎসব না করে কখনো নতুন ধানের ভাত খাবে না ৷ যতটা আমি জানি ৷
তবে আমাদের এই দিকে মেলা বসে না ৷নিজ নিজ বাড়িতে পালন করি ৷ তবে আপনাদের ওই দিকে মেলা বসে শুনে দেখে অনেক ভালো লাগলো ৷ আর মেলাতে গ্রাম বাংলার সেই বিখ্যাত জিলাপি আহা এছাড়াও মুড়ি মুড়কি ৷ আর বাড়িতে দই আর চিড়া গুড় দিয়ে মাখা ৷ সত্যি অসাধারণ ৷
অনেক ভালো লাগলো ভাই ৷
আমিও লিখবো এই নবান্ন উৎসব নিয়েই ৷

ধন্যবাদ ভাই ভুল গুলো ধরিয়ে দেওয়ার জন্য।তবে ভ্লগ বানান টি শুদ্ধ আছে।ভিডিওর মাধ্যমে যে ব্লগ তাকে বলা হয় ভ্লগ। আরো ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

তাহলে তো আমিও দুঃখিত ৷ ব্লগ কে যে ভ্লগ বলে সেটা আমি জানতাম না ৷ যা হোক নতুন কিছু শিখলাম ৷

ভিডিও ব্লগ কে ভ্লগ বলে দাদা। মানে ভিডিও কনটেন্ট কে।

হুম হুম বুঝেছি

ভাইয়া আমি কখনো নবান্ন উৎসব পালন করি নাই। কিভাবে পালন করা হয় সেটাও জানি না। আজকে আপনার পোষ্ট পড়ে কিছুটা ধারনা পেলাম। আগে না কি আমাদের এলাকায় অনেক মেলা হতো কিন্তুু আমি বড় হয়ে কখনো মেলা দেখিনি। নবান্ন উৎসব বা মেলার উপলক্ষে আজকে অনেক গুলো ফটোগ্রাফি দেখতে পেলাম। ধন্যবাদ ভাইয়া।

আপনাদের জানানোর উদ্দেশ্যেই পোস্ট করা ভাইয়া।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

আপনি নবান্নকে নিয়ে খুব সুন্দরভাবে লিখলেন। পড়ে ভাল লাগলো। নবান্ন গ্রামে এখনও হয়।কিন্তু শহরে কম দেখা যায়।শহরে পহেলা বৈশাখ টাই দেখা যায়। তবে আজ আমি নবান্ন উৎসব করে এলাম।আমার খুব ভাল লেগেছে।আপনার ফটোগ্রাফি দেখে খুব ভাল লাগলো।এই রাতে জিলিপি খেতে ইচ্ছে করছে। 😂 খুব ভাল লাগলো নবান্নর মেলার ছবি দেখে।ধন্যবাদ আপনাকে ভাইয়া।

নবান্ন উৎসব মানে নতুন ধান ঘরে তুলার উৎসব, তাই জানতাম।আপনার পোস্ট পড়ে নবান্ন উৎসব সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। নবান্নের মেলাতে মিষ্টি ও তেলভাজার দোকান সত্যি অনেক সুন্দর লাগছে। আপনি দেখছি নবান্নের মেলাতে অনেক সুন্দর সময় কাটিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহ যোগানোর জন্য।

নবান্ন আমাদের এখানে আর কিছুদিন পর শুরু হবে। তবে নবান্ন উপলক্ষ্যে এখানে মেলা হয় না। তোমাদের ওখানে তো দেখছি এলাহী আয়োজন হয়। চালতার আচার আর পাঁপড়টা দেখে জিভে জল আসছে।নতুন চাল তোমরা মেলা থেকেই কেন? বাড়ির সামনে মেলা হলে এই বেশ আনন্দ হয়।

দিদি সবাই চাষ করে না।ফলে নতুন চালের জন্য মেলার মুখাপেক্ষী হয়েই থাকতে হয়।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।