Achievement 1 Post by Sid66: Introduce Yourself

in hive-129948 •  last year  (edited)

হাই স্টিমিটিয়ান্স! সবার উপর শান্তি ও সুখ নেমে আসুক!

আমি মাছুদূর রহমান, আমি স্টিমিট কমিউনিটির একটি অংশ হওয়ার জন্য অধীর আগ্রহী হয়ে আছি। আমার জন্ম খুলনা বিভাগের কয়রা থানার এক ছোটগ্রাম মঠ বাড়িতে, পাশ দিয়ে কপোতাক্ষ এর শাখা নদী কয়রা বয়ে গেছে। ছোট বেলায় আমি এই নদী অঞ্চলে নানার বাড়িতেই বেশ খানিকটা সময় কাটিয়েছি। বাবার চাকুরির সুবাদে বড় হয়েছি গাজীপুরে। পড়াশোনার জন্য কিছু জায়গায় বেড়ানোর সুযোগ হয়েছে গ্রাম থেকে মফস্বল।কাটাতে হয়েছে বিরক্তির শহুরে যান্ত্রিক জীবন।

20231111_114043.jpg

ছবি ১/ আমার ছবি পরিচিতি

আমার জন্ম ১৯৮৭ সালের ১৭ ডিসেম্বরের ঝড়ো এক ভোরে,
'তখন বজ্রপাত হচ্ছিল', মা বলেছিলেন, সেবার আমার নানাদের ধানের জমি পানিতে ডুবে যায়, কিন্তু এসেছিল গোলা ভরা ধান।

আমি এক ছেলে সন্তান আলিয়ান এর বাবা । আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় এর ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স করেছি। আমার ভালো লাগে গ্রামীণ সমাজের বাড়ির পাশে গাছপালায় ঘেরা মুক্ত আলো-বাতাসের মাঝে হেঁটে চলা নান্দনিক জীবন। আমি পেশায় স্বল্প আকারের ধান-চাউল উৎপাদনকারী উদ্যোক্তা ও ব্যবসায়ী।

20231111_114057.jpg

ছবি ২/আমার ছবি পরিচিতি

পড়তে খুব ভালোবাসি, সেই সাথে ভ্রমণ এর শখ আছে আমার, ভীষণ ভোজন রসিক আমি। আমি আড্ডা দিতে পছন্দ করি। আমি লিখতে ভালোবাসি। আমি গান শুনতে ভালোবাসি। আগ্রহ রয়েছে ' ক্রিপ্টো কারেন্সি' নিয়ে পড়াশোনা করা বা এই নিয়ে শেখার। স্টিমিট সেই কমিউনিটি যেখানে আশা করি শিখতে পারব বিজ্ঞ শিক্ষকদের নিকট হতে।আমিএখানে এসে নিজেকে সম্মানিত বোধ করছি। এই প্লাটফর্ম আমাদের সবার জন্য একটি বড় সুজোগ সবার সাথে মিশার ও সাথে সাথে আনন্দের সাথে শেখার।

20231111_114101.jpg

ছবি৩/ আমার ছবি পরিচিতি
এই সমকালীন যুদ্ধ-বিগ্রহের পৃথিবীকে ফ্যামিলি ও ব্যবসার বাইরে মন দেয়াটা কঠিন। নিরাপদ একাত্বতার বন্ধু সংঘ খুঁজতে গিয়ে ব্লকচেইন ব্লগ স্টিমিট খোঁজ পাই এক অনলাইন ব্লগ পড়তে গিয়ে। স্টিমিটের বিভিন্ন সম্মানিত লেখকদের পোস্ট ও কমেন্ট পড়ে অনুভব করেছি সবাই কত আন্তরিক এখানে। ভাবতেই ভালো লেগেছে। এখানকার অনেক কিছু বুঝে উঠতে গিয়ে নিজের পরিচয় দিতে একটু সময় লেগে গিয়েছ।

20231111_114126.jpg

ছবি৪/ আমার ছবি পরিচিতি

'আমি কে?
আমি এক মহা প্রেম-
প্রেম থেকে জন্ম আমার,
মাঝখানে এদিক ওদিক
নিজেকে খোঁজা'র বাহানা-
চেতন আয়নার ঘর আমি-
শূন্যতা আমার শেষ অবস্থান।'

আমার আলোচনা করা বা শেখার আগ্রহ আছে সমকালীন চাষাবাদ, খাদ্য নিরাপত্তা ও স্থানীয় সামাজিক কৃষ্টি কালচার , ফ্যান্টাসি ছোট গল্প, কবিতা নিয়ে। প্রশ্ন থাকলে জানাবেন। আমাকে বিভিন্ন টিপস দেবেন , আপানাদের সদয় সু- পরামর্শ সদা কামনা করি।


ছবি৫ /সুন্দরবনে আমি

ধন্যবাদ , স্টিম অন!

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে, সর্বপ্রথম একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে।
আর অবশ্যই পোস্ট বাংলাতে হতে হবে।
পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ আপনার ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে আরও তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে আবার পোস্ট করতে হবে। আপনার পোস্টে রেফারার সম্পর্কে লিখতে হবে অথবা এই কমিউনিটির ব্যাপারে কোন 'মাধ্যম' থেকে জানতে পেরেছেন তা উল্লেখ করতে হবে অবশ্যই।
আরও কিছু জানতে
জয়েন করুন আমাদের discord server এ
Discord link : ঃhttps://discord.gg/5aYe6e6nMW
নিচের লিংক টি ক্লিক করে দেখে নিতে পারেনঃ আমার বাংলা ব্লগ এর সর্বশেষ আপডেট নিয়মাবলী
👉 [লিংক] ঃ https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

  ·  last year (edited)

মাননীয় মডারেটর, আপনাকে অনেক ধন্যবাদ, এই সংশোধন মুলক কমেন্ট করায়।