আসসালামু আলাইকুম,
আমি আমার বাংলা ব্লগের একজন নতুন সদস্য এবং ব্লগিং বিষয়ে আমার এই প্রথম পথ চলা ।আমার বাংলা কমিউনিটিতে ব্লগ করার জন্য কিছু নিয়ম কানুন আছে যা ধাপে ধাপে শিখানো হয় বিভিন্ন ক্লাস বা লেভেলের মাধ্যমে ।সেখান থেকে আমি লেভেল 1 এ আছি এবং ব্যাচ 23। লেভেল 1 এর মাধ্যমে যা যা শিখে আমি অর্জন করতে পেরেছি তাই আজ লিখিত পরীক্ষার মাধ্যমে তুলে ধরবো।
১...প্রশ্ন : কোন ধরণের এক্টিভিটিজ স্প্যামিং বলে গণ্য হয়?
উত্তর: সাধারণত স্প্যামিং বলতে অপ্রাসঙ্গিক বা অবাঞ্চিত বিষয়কে বোঝায় যা বার বার করা হয়ে থাকে ।
নিন্মে স্প্যামিং এর কিছু দিক তুলে ধরা হলো :
১..) একই ধরণের ঘটনা বার বার বিভিন্ন ভাবে বর্ণনা করা বা একই ছবি ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন পোস্টে উপস্থান করাও স্প্যামিং।
২..) আপনার পোস্টে বার বার একটা মানুষকে মেনশন করাও খারাপ স্প্যামিং ।
৩..)কোনো ব্লগার কোনো পোস্ট করলে সেই লিখা ভালো ভাবে না পড়ে বা লেখনী না বুঝে কমেন্ট করা বা এক কমেন্ট বার বার করা এটি কমেন্ট স্প্যামিং।
৪..) পোস্টের ধরন হিসেবে ট্যাগ ব্যবহার করতে হবে ।পোস্টের সাথে ট্যাগ অপ্রাসঙ্গিক হলে বা মিল না থাকলে তা ট্যাগ স্প্যামিং ।
২...প্রশ্ন: ফটো কপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন ?
উত্তর: কপিরাইট মানে হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রক্ষার জন্য কপি বা নকল করার ক্ষেত্রে একটি আইন । বিশ্বের বিভিন্ন মানুষ বিভিন্ন সময়ে যে সব বিষয় আবিষ্কার বা লেখালিখি করে থাকেন সেই বিষয়টি দিয়ে যাতে অন্য কেউ ব্যবসা না করতে পারে তাই এই কপিরাইট আইন। যেহেতু স্টিমিট অর্থ উপার্জনের একটি মাধ্যমে তাই এইখানে কপিরাইট মোটেই গ্রহণযোগ্য নয় , আরো বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্টিমিট আমেরিকার একটি প্রতিষ্ঠান এবং আমেরিকা কপিরাইট আইনের আওতাধীন তাই স্টিমিতে কপিরাইট মোটেই গ্রহনযোগ্য নয়।
আর যদি কন্টেন্ট তৈরির ক্ষেত্রে নিজের তোলা কোন ছবি যদি না থাকে তাহলে গুগোলে কিছু ফ্রি সাইট আছে সেখান থেকে ছবি সংগ্রহ করতে হবে তবে ডাউনলোড করে না ।অবশ্যই সোর্স উল্লেখ করতে হবে। স্টিমিযে প্রথমবার কপি করলে মিউট এবং পুনরায় আবার কপি করলে ব্যান করা হবে।
৩...প্রশ্ন: তিনটি ওয়েবসাইটে নাম বলুন যেখান থেকে কপিরাইট ফ্রি ছবি সংগ্রহ করা যায় ?
উত্তর: তিনটি কপিরাইট ফ্রি ছবি সংগ্রহ করার ওয়েবসাইটের নাম হলো:
1.pexel
2.Freeimage
3.Stocksnap
৪... প্রশ্ন: পোস্ট করার সময় ট্যাগ কেনো ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নিবার্চন করতে হয় ??
উত্তর: পোস্ট করার সময় অবশ্যই ট্যাগ ব্যবহার করতে হয় ,আর ট্যাগ ব্যবহার করার প্রয়োজনিয়তা ব্যাপক যেমন :
ফটোগ্রাফি ,রেসিপি ,ভ্রমন পোস্টে ফটোগ্রাফি, কুক, ট্রাভেল লিখে ট্যাগ দিলে সকল মানুষের করা এসব পোস্ট সহজে দেখতে পারা যায় ।
যে সব পোষ্টের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করা হয় তা নিন্মরূপ:
রেসিপি নিয়ে করা পোস্টে রেসিপির কিছু কিওয়ার্ডস যেমন : recipe curry fish bangladesh
ভ্রমণ নিয়ে করা পোষ্টে ভ্রমনের কিছু কিওয়ার্ডস যেমন: travel ,travelling ,sea,hill
সেক্সযুয়াল কন্টেন্ট, নগ্ন ছবি ,মর্মান্তিক দুর্ঘটনা ,গরু এবং শুকুরের মাংসের পোস্টে যেই ত্যাগ ব্যবহার করতে হবে যেমন : nsfw( not safe for work)
ট্যাগ ব্যবহারে আরো কিছু দিক হলো,
নিজ ব্লগে আটটি ট্যাগ ব্যবহার করা যায় আর অন্য কোন কমিউনিটিতে ব্লগ করলে ঐ কমিউনিটির নাম অটোমেটিক উঠে যাবে আর বাকি সাতটি ত্যাগ আপনি ব্যবহার করতে পারবেন ।
অব্যশই ছোট হাতের অক্ষরে ট্যাগ লিখতে হবে ,আর কোনো সংখ্যাবাচক শব্দ যেমন ১.২,৩ ব্যবহার করা যাবে না
যদি স্টিমিটের মাধ্যমেই ব্লগ করেছেন তাহলে steemezclusive ট্যাগ ব্যবহার করতে হবে ।
ট্যাগ লিখার ক্ষেত্রে ট্যাগ বক্সে যেয়ে( #) লিখার প্রয়োজন নাই ,শুধু স্পেস দিয়ে লিখলেই হবে ।তবে পোস্টের ভিতর ট্যাগ দিয়ে কিছু মেনশন করতে চাইলে (#) ব্যবহার করতে হবে।
৫...প্রশ্ন: আমার বাংলা কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট করা নিষিদ্ধ?
উত্তর: যে বিষয় গুলো পোস্ট করা নিষিদ্ধ
১. মর্মান্তিক দুর্ঘটনা
২.নারী নির্যাতন
৩. ধর্মীয় ও রাজনৈতিক বিষয়
৪. গরু ও শুকুরের মাংসের পোস্ট
(যেহেতু এই কমিউনিটি বিভিন্ন দল এবং ধর্মীয় মানুষেদের নিয়ে গড়ে উঠেছে তাই এসব বিষয় নিয়ে পোস্ট না করাই শ্রেয়)
৬...প্রশ্ন: প্লাগিরিজম সম্পর্কে আপনি কি জানেন ?
উত্তর: অনেকেই প্লাগিরিজম ও কপিরাইট কে মিলিয়ে ফেলে ।তবে প্লাগিরিজম বেশি লেখার ক্ষেত্রে ব্যবহার হয়।যেমন : অন্যের লিখায় উদ্ধুত হয়ে তার লিখা হুবুহু নিজের বলি চালিয়ে দেওয়া মারাত্বক অপরাধ। কারো লিখায় উদ্ধুর হয়ে লিখা যাবে তবে 70% লিখার নিজের আর বাকি 30% সেখান থেকে নেওয়া যাবে ।তবে সোর্স দেওয়া বাঞ্ছনীয়।
৭...প্রশ্ন: Re write আর্টিকেল কাকে বলে?
উত্তর: Re write আর্টিকেল বলতে একটা লিখা আগে থেকেই লিখা ওই আর্টিকেলর উপর আপনিও লিখতে আগ্রহী এসব ক্ষেত্রে অবশ্যই অথেন্টিক সোর্স দিতে হবে যেমন ,মহাকাশ, ঐতিহাসিক বিষয়ে লিখলে সোর্স উল্লেখ্য করতে হবে। এবং আপনার লিখনীর 70% - 80% লিখা নিজের হতে হবে বাকিটা সোর্স থেকে সংগ্রহ করা যেতে পারে।
৮...প্রশ্ন: ব্লগ লিখার সময় re write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?
উত্তর: ব্লগ লিখার সময় re write আর্টিকেল লিখার ক্ষেত্রে অবশ্যই সোর্স ব্যবহার করতে হবে ।আর লিখার সময় আরেক বিষয় লক্ষ রাখতে হবে তা হলো 70% লিখা নিজের হতে হবে ।আর লিখার সময় কোনো ছবি এড করতে চাইলে তা নিজের না হলে ওয়েবসাইট থেকে নিলে অবশ্যই সোর্স উল্লেখ করতে হবে।
৯...প্রশ্ন: একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?
উত্তর: যখন একটি পোস্ট ১০০ শব্দ তারো কম শব্দে লিখা হয় এবং একটি মাত্র ছবি ব্যবহার করা হয় ।
১০...প্রশ্ন: প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কয়টি পোস্ট করতে পারে?
উত্তর: প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ ৩টি মানসম্মত পোস্ট করতে পারে।
পরিশেষে বলতে চাই ,আমি সত্যিই কৃতজ্ঞ লেভেল 1 এর যারা আমাদের ক্লাস নিয়েছে সেসব প্রফেসর দের প্রতি এত সুন্দর সুন্দর নিয়ম কানুন শিখানোর জন্য , যা আমার কল্পনার বাহিরে ছিল ।যেমন : প্লাগিরিজম, স্প্যামিং ,এই শব্দ গুলো আমার কাছে একদম নতুন ।এই কমিউনিটিতে না আসলে যে এই শব্দ গুলো আমার জীবনেই জানা হতো না আর এর প্রয়োগ কিভাবে হবে তাও অজানা থেকে যেতো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া। কমিউনিটির নিয়ম কানুন সঠিক ভাবে জানার মূল ভিত্তি ই হলো লেভেল 1 আমি ক্লাশ করে যা বুঝতে পারলাম ।আর আমার বাংলা বানান একটু ভুল হবে ,কারণ বিগত পাঁচ বছর বাংলা লিখা বা পড়ার আসে পাশেও ছিলাম না তাই ভুল হচ্ছে কিন্তু আমি ভুল ধরতে পারছি না এটা ও আমি বুঝি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি আপনার লেভেলের বিষয় গুলো ভালভাবে স্টাডি করেছেন বোঝা যাচ্ছে।abb-scool এর পড়াশোনা কিন্তু একজন ভাল ব্লগার হয়ে ওঠার জন্য অবশ্যপ্রয়োজনীয়। আর আপনি যেহেতু সব ভালভাবে আয়ত্ত্ব করছেন তাই আশা রখছি আমরা একজন ভাল ব্লগার পেতে চলেছি।শুভ কামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। আশা করি এই কমিউনিটির মাদ্ধমে ভালো কিছু অর্জন করে তা নিজে ব্লগে প্রয়োগ করে আপনাদের উপহার দিতে পারবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিষয়গুলো বেশ ভালো বুঝতে পেরেছেন আপনার পোস্ট থেকে বোঝা যাচ্ছে। আজ রাতে ক্লাসে উপস্থিত থেকে মৌখিক পরীক্ষা দেবেন। আপনার জন্য শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া। মৌখিক পরীক্ষার কথা শুনলেই আমার হাত পা কাপাকাঁপি শুরু হয় ।দোয়া করবেন আমার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু লেভেল ওয়ান এর লিখিত পরীক্ষার পোস্ট দেখে অনেক ভালো লাগলো। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি প্রতিটি প্রশ্নের উত্তর সুন্দর ভাবে দিয়েছেন। মৌখিক পরীক্ষার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনাকে ধন্যবাদ। অব্যশই দোয়া করবেন যাতে লেভেল 1 এর ভাইভা ভালো হয়
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit