গরমে মন শীতল করা রেসিপি: ফ্রুট কাস্টার্ড

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম ,
সবাই কেমন আছেন ,আশা করো ভালোই আছেন ।
আমি আমার বাংলা ব্লগের নতুন একজন সদস্য। এখনো গ্রুপের নিয়ম কানুন ভালো ভাবে জানি না ,তবুও যতটুকু জানি তা অনুসরণ করে চলা । ভেরিফাইড মেম্বারদের মত অত সাজিয়ে গুছিয়ে লিখা ,এসব আমার এখন সাধ্যের বাহিরে ,তবুও তাদের অনেক পোস্ট দেখে ইতিমধ্যে অনেক কিছুই জেনেছি।

আজ আপনাদের সাথে শেয়ার করবো আমার হাতের বেস্ট ফ্রুট কাস্টার্ড।শুনেছি তুলা রাশির মেয়েদের রান্নার হাত দারুন হয়, আমিও সেই রাশি বৈকি 😎. আসলেই আমি যেটাই রান্না করি তা খুবই মজা হয় যদিও একটু ব্যয়বহুল এবং এসব উপাদান খুঁজতে খুঁজতে হারখাটুনি হয় আমায় ।
জীবনের প্রথম আমি কাবাব বানিয়েছিলাম ,আব্বু অফিস থেকে আসার পর যখন সামনে যেয়ে কাবাব দিয়ে বলি আব্বু আমি বানিয়েছি কাবাব ।আব্বু খেয়ে বলে বাহ দারুন তো !!!তোমার আম্মুও তো এত ভালো বানায় নাই কখনো ,আমি তোমাকে প্রতিদিন ২০টাকা দিবো আমাকে বানিয়ে দিয়ো তো এই কাবাব ।💛

চলুন এখন রেসিপি তে যাওয়া যাক :

IMG_20220907_221529__01.jpg
ডিভাইস: One plus 7 pro
লোকেশন: সারুলিয়া ,ডেমরা

প্রস্তুত প্রনালী :

ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য আমি নিয়েছি

১.একটা কলা
২.দুইটা আপেল
৩.একটা আনার
৪.কয়েকটা লাল আঙ্গুর

IMG_20220907_210738__01__01.jpg

ডিভাইস: One plus 7 pro
লোকেশন: সারুলিয়া ,ডেমরা

সব থেকে প্রধান উপাদান হলো কাস্টার্ড পাউডার আর তরল দুধ। তবে আমি ফ্রুট কাস্টার্ড এর সাথে ফ্রুট ছাড়াও এক্সট্রা কিছু উপাদান মিক্স করি ,অন্যরা করে কিনা জানা নাই ,সেগুলো হলো :

১.কেক
২.মিষ্টি
৩.ভ্যানিলা এসেন্স
৪.কাস্টার্ড পাউডার

IMG_20220907_210841__01.jpg
ডিভাইস: One plus 7 pro
লোকেশন: সারুলিয়া ,ডেমরা

প্রথমে একটা পাতিলে আধা কেজি তরল দুধ নিয়ে ,কিছুক্ষন পর চিনি দিয়ে নেড়েচেড়ে তারপর দুই চামচ গুঁড়া দুধ দিয়ে আবার ও নেড়েচেড়ে তিন টেবিল চামচ ফ্রুট কাস্টার্ড পাউডার দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপর অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে নাড়তে হবে। দুধ ঘন হয়ে আসলে নামিয়ে নিতে হবে ,তারপর দুধ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ।
ষষ্ঠ ধাপ
IMG_20220907_212610.jpgপঞ্চম ধাপ
IMG_20220907_211823.jpg
চতুর্থ ধাপ
IMG_20220907_211810.jpg
তৃতীয়ধাপ
IMG_20220907_211236.jpg
দ্বিতীয় ধাপ
IMG_20220907_211234.jpg
প্রথম ধাপ
IMG_20220907_211044.jpg
ডিভাইস: One plus 7 pro
লোকেশন: সারুলিয়া ,ডেমরা

এরপর সব ধরনের ফল ছোট ছোট করে কেটে নিতে হবে ।এবং আমি যে এক্সট্রা উপাদান কেক আর মিষ্টি নিয়েছি সেগুলো ও কিউব করে নিতে হবে।

IMG_20220907_220006__01.jpg

IMG_20220907_220057__01.jpg

IMG_20220907_220152__01.jpg

IMG_20220907_220429__01.jpg

IMG_20220907_220249__01.jpg
ডিভাইস: One plus 7 pro
লোকেশন: সারুলিয়া ,ডেমরা

তারপর এই ফ্রুট,কেক , মিস্টি এবং কাস্টার্ড পাউডার আর দুধ দিয়ে তৈরি করা ঘন উপাদান ধাপে ধাপে মিক্স করতে হবে ।

IMG_20220907_220753.jpg

IMG_20220907_220846.jpg

IMG_20220907_220923.jpg

ডিভাইস: One plus 7 pro
লোকেশন: সারুলিয়া ,ডেমরা

শেষমেষ এমন করে সাজিয়ে ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে পরিবেশন করতে হবে ।

আহা কিযে মজা !!!তা" আর বলার অবকাশ রাখে না "

রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।আর সাথে থাকলে আরো নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হবো।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Sweetness overload! 👏🥭🍓🍍🍉Yes! Re-shared.

আপু আপনি লেভেলের ট্যাগ পেলে এবিবি স্কুলের ক্লাস গুলো করলে সবকিছু শিখে যাবেন । তাছাড়া আপনি তুলা রাশি আপনার হাতের রান্না যে খুব ভালো তা আপনার আজকের ফ্রুট কাস্টার দেখেই বুঝতে পারছি। আশা করি আপনার থেকে অনেক সুন্দর সুন্দর রেসিপি দেখতে পারবো।

ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য।ইনশাআল্লাহ ভালো ভালো রেসিপি দেওয়ার চেষ্টা করবো।

All of your pictures in this post make us want to taste them. You're the expert at making fruit puddings that are delicious to enjoy in the summer. Success for you.


Imagen2.png
CONGRATULATIONS

This post has been upvoted with @steemcurator09/ Curated by: @ridwant