ওয়ান ডিস পার্টি আয়োজন:ভার্সিটি লাইফের শেষ ক্লাস

in hive-129948 •  2 years ago  (edited)

আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন ,আশা করি ভালোই আছেন ।তবে আজ আমার মনটা ভালো নেই ভার্সিটি জীবনের ফ্রেন্ডের খুব মনে পড়ছে ।কতোই আনন্দে ,উল্লাসে কাটিয়েছে চারটি বছর তবে প্যারাও কিন্তু কম ছিলো না , পরীক্ষা ,ভাইবা,ক্লাসটেস্ট ,প্রেজেন্টেশন হাবিজাবি কত কিছু নিয়ে সারাদিন মাথায় গেঞ্জাম লেগে থাকতো ।
তবুও কেন জানি মনে হয় সেদিন গুলো যেনো ভালো ছিলো ।

আজ যে বিষয় আপনাদের সাথে শেয়ার করবো তা হলো ওয়ান ডিস পার্টি নিয়ে ,ওয়ান ডিস পার্টি বলতে এমনটা ছিলো যে সবাই সবার বাসা থেকে যেকোনো একটা আইটেম রান্না করে নিয়ে আসবে বা কিনে আনবে ।তারপর আমরা সকলে মিলে সেই খাবার পরিবেশন করবো ভার্সিটির পাশে জঙ্গলে বসে ।
received_450492816665851.jpeg
ডিভাইস one plus 7 pro
লোকেশনে: গ্রীন মডেল টাউন ,মান্ডা

তবে আমি বাসা থেকে কিছু রান্না করে নিয়ে যাই নাই ,দুইটা কেক নিয়ে গেছিলাম । কারণ কেক কেটে ওয়ান ডিস পার্টির ইন্ট্রো করতে চেয়েছিলাম
IMG-20220105-WA0040.jpg

ডিভাইস one plus 7 pro
লোকেশনে: গ্রীন মডেল টাউন ,মান্ডা

আমাদের ইংলিশে ডিপার্টমেন্ট এর ব্যাচ টা প্রথম থেকেই খুবই আন্তরিক ছিল একজন আরেকজনের প্রতি ।একেবারে ভার্সিটি জীবন শুরু হওয়া থেকে শেষ অব্দি ।কারো মাঝে কোনো রেষারেষি ছিলো না।তাই এই পার্টির এবং শেষ দিন আমাদের কাছে যেমনটি আনন্দের ছিলো তেমনি দুঃখের ।

তাহেরা মরিয়ম ,আমাদের ব্যাচ এর সব চাইতে ব্রিলিয়ান্ট আর দুষ্ট মেয়ে ,সারাক্ষন হাহাহা হুহু করে বেড়ায় ,ও ক্লাসে না আসলে ক্লাস অনেক ফাঁকা লাগতো ।সারা বছর নোট দিয়ে বেড়াতো ,গাধা গুলা ওর নোট পরে সেমিস্টার পার করতো ।

মেয়েটি এতো খাবার দেখে খবুই অবাক , আর হুট করে ছবিটা আমি টুকে নিলাম

IMG-20220105-WA0047.jpg

ডিভাইস one plus 7 pro
লোকেশনে: গ্রীন মডেল টাউন ,মান্ডা

আমাদের ব্যাচের আরেকজন ব্রিলিয়ান্ট মেয়ে মুবিনা ,খুবই শান্ত প্রকৃতির,কথা একদম বলে না বললেই চলে ,হাই জিপিএ ধারী ।জীবনেও সে কিছু পারে না ,তবে পরীক্ষাতে হাইস্ট মার্ক।আরেকটি কথা কখনো কোনো প্রোগ্রামে ওর দেখা মিলে না এই প্রথম এবং শেষ পার্টিতে জয়েন করছিলো ।(ডানে মিষ্টি মেয়ে মুবিনা)

IMG-20220105-WA0028.jpg

ডিভাইস one plus 7 pro
লোকেশনে: গ্রীন মডেল টাউন ,মান্ডা

শিলা আর মৌরি যারা সারাদিন ফেবিকলের আঠার মত লেগে থাকে ,দুইজন ই দুইজনকে ছাড়া কিছু বুঝে না ।পরীক্ষার খাতায় ও একই লিখা লেখে দুইজনএবং।এই নিয়ে প্রত্যেক টিচার ওদের হুঁশিয়ারি দিতো
IMG-20220105-WA0004.jpg
ডিভাইস one plus 7 pro
লোকেশনে: গ্রীন মডেল টাউন ,মান্ডা

এটা একটা বিশেষ ছবি যার ক্যাপশনে বলা যায় :

সালিজমা: ওগো তুমি এত খেয়ো না
তাহিরা: অতো কথা বলো না আজ আমি সব খেয়ে নিবো ,কিসের কিটো ডাইট😂😂

IMG-20220105-WA0029.jpg
ডিভাইস one plus 7 pro
লোকেশনে: গ্রীন মডেল টাউন ,মান্ডা

কি আর খাবো ছবি তুলতে তুলতেই আমাদের জীবন শেষ হয়ে গেছিলো ,আর উনি না খেয়েই এমন করে ।তবে খাবার গুলো খুবই সুস্বাদু ছিলো

IMG-20220105-WA0046.jpg
ডিভাইস one plus 7 pro
লোকেশনে: গ্রীন মডেল টাউন ,মান্ডা

শেষে কেক ভাগাভাগি চলছে ,প্রিয়া নাকি কেক ভাগ করতে ভালো পারে তাই ওকে এই দায়িত্ব দেওয়া হয়েছিলো।
IMG-20220105-WA0015.jpg
ডিভাইস one plus 7 pro
লোকেশনে: গ্রীন মডেল টাউন ,মান্ডা

খানাপিনার সেশন চলছে , হরেক রকমের ভর্তা দিয়ে খিচুড়ি ,পাস্তা, সমুছে,কেক ,পায়েস,কাবাব ,কোক ,চিপস সহ আরো অনেক কিছু

IMG-20220105-WA0020.jpg

IMG-20220105-WA0026.jpg

IMG-20220105-WA0023.jpg
ডিভাইস one plus 7 pro
লোকেশনে: গ্রীন মডেল টাউন ,মান্ডা

খানাপিনা শেষে আমাদের সবার ছবি

IMG-20220105-WA0055.jpg
ডিভাইস one plus 7 pro
লোকেশনে: গ্রীন মডেল টাউন ,মান্ডা

এর কারণেই অতীত কে "গোল্ডেন ডে" বলা হয়। সেই দিনগুলো আর কখনোই ফিরে আসবে না ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

ইশ,,কেক গুলো দেখেই তো লোভ হচ্ছে। আসলে যারা কিছুই পারি না বলে,তারাই বেশি ভালো মার্কস পায়।যাই হোক আমাদের এলাকায় পার্টি করলি,অথচ আমারেই তুই বললি না।ভালো ছিলো।ধন্যবাদ

তোর প্রিয় সুলতানের কেক ছিলো ,(ব্ল্যাক ফরেস্ট)। তোকে কিভাবে বলবো এটা অনেক আগের পোস্ট ।আমরা একদিন ওয়ান ডিশ পার্টি দিবো ,ওয়েট কর।

এরকম পার্টি আমরাও প্রায়ই করি তবে পার্টিগুলো হয় আমাদের ভার্সিটি থেকে অনেক দূরে কোন একটা লোকেশনে। তবে আপনারা অনেক ইনজয় করেছেন বিশেষ করে কেকটা অনেক চমৎকার দেখাচ্ছিলো।

ইনজয় তো অবশ্যই করেছি , আর আমরা এমন পার্টি ভার্সিটি লাইফে আর করি নাই ,সেটিই শেষ ও প্রথম ছিলো।

আপু একদম ঠিক বলেছেন অতীত সব সময় অনেক সুন্দর। অতীতের স্মৃতিগুলো যতই মনে পড়ে ততই ভালো লাগে। আপনি আপনার বান্ধবীদের সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছেন এবং খাওয়া-দাওয়া করেছেন দেখে ভালো লাগলো। হয়তো এই সময়গুলো আর ফিরে আসবেনা তবে স্মৃতিগুলো সারা জীবন থেকে যাবে।

আসলেই ,,,,, এক সেকেন্ড আগে ঘটে যাওয়া মুহূর্ত ই পরক্ষনে অতীত হয়ে যায় ।কিছু অতীত বার বার ফিরে পাওয়া বড্ড ইচ্ছা জাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

ওয়ান ডিস পার্টি নামটাই তো নতুন লাগলো। সবাই একটা করে দিস রান্না করে কিংবা কিনে আনবে বিষয়টা কিন্তু বেশ ভালো লাগলো। খাবারগুলো দেখে একদম জিভে জল চলে আসলো। আর সবার প্রত্যেকের একেকজন করে বর্ণনাগুলো পড়ে বেশ ভালো লাগলো। আসলে যারা কম কথা বলে তারাই বেশি মেধাবী হয়ে থাকে। কেকগুলো আপনি এনেছেন কিন্তু বেশ ভালো লেগেছে। বেশ আনন্দই করে কাটিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

এর আগে মনে হয় না কেউ এমন পার্টি দিয়েছে । প্রথম নামকরণ
মনে হয় আমরাই দিয়েছি ।খাবার গুলো আসলেই খুব মজার ছিলো।ধন্যবাদ আপু কমেন্ট করার জন্য।

আমার মনে হয় শুরুতে সালামের বানানে "ম" টা বাদ গেছে আপু, ঠিক করে নেবেন।

ওয়ান ডিস পার্টির থিওরি এই প্রথম জানলাম। আর অনুধাবন করলাম যে এই থিওরি শুধু মাত্র বালিকাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে,, দুষ্টু দুষ্টু বালকের দল রাস্তার মাঝেই যে সব খাবার উধাও করে খালি বক্স আড্ডা স্থলে নিয়ে যাবে এই ব্যাপারে কোন সন্দেহ নাই 😅😅।
খানা পিনার আয়োজন টা বিন্দাস ছিল 👌👌। বন্ধু গুলো এমনই হাসি খুশি থাকুক 😊।

ধন্যবাদ আপনার সুন্দর কমপ্লিমেন্ট এর জন্য ।আর আমার পোস্টে যে বিসমিল্লাহতে গলদ হয়েছে তা ধরিয়ে দেওয়ার জন্য।