"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪৮ || শীতকালীন ফটোগ্রাফি
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় মোটামুটি অনেক ভালো আছি। সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। আশা করি আমার এই ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাই চলুন দেখে আসি আমার শীতকালীন ফটোগ্রাফি গুলো।
শীতকালের শিশির পড়ে। ঘুম থেকে উঠেই যখনই লক্ষ্য করি ঘাসের বুকে শিশির জমে আছে তখন মনে পড়ে যায় ছোটবেলার সেই খেলাধুলার স্মৃতিগুলো। শিশিরে ভেজা রয়েছে একটি গুলের কৌটা। এটা দেখে আমার নানীর কথা মনে পড়ে গেল। নানী আমাকে শীতের সময় তার চাদরের মধ্যে জড়িয়ে রাখতো। আজ হয়তো সেই মানুষগুলো আর নেই তবুও আগের মত শিশির পরে এখনো অনেকে গুল ব্যবহার করে।
শীতের সময় বিভিন্ন প্রকার ফুল ফোটে আমাদের দেশে। তারই মধ্য থেকে চেষ্টা করেছি বেশ কিছু ফুলের ফটোগ্রাফি সংরক্ষণ করার জন্য। এখানে বোনের আকন্দ ফুল থেকে শুরু করে গোলাপ ফুল রঙ্গন ফুল আরো নাম না জানা অনেক ফুল ফুটতে দেখেছি।
এদিকে শীতকালে বিভিন্ন শাকসবজি উৎপাদন হয় আমাদের দেশে। তাই শীতকালে কৃষক ভাইয়েরা শীতকালীন সবজি চাষের ব্যতিব্যস্ত হয়ে পড়ে। ঠিক তারই মধ্য থেকে চেষ্টা করে বেশি কুমড়ো ফুলের ফটোগ্রাফি করতে, শিম ফুল এর ফটোগ্রাফি করতে, পাশাপাশি লাউ কুমড়া পালং শাক পেঁয়াজ গাছ এর ফটোগ্রাফি।
এ সময় আমাদের দেশে নতুন ধান ঘরে ওঠে। আর এই ধান কাটা শুরু হয় শীতের শুরুতেই। আর সারা শীতকাল জুড়ে আমাদের দেশে প্রায় বাড়িতে শুরু হয় নবান্ন উৎসব। বিভিন্ন প্রকার পিঠাপুলি তৈরি করার কার্যক্রম চলতে থাকে। আমি ও আমার আম্মার সাথে ভাপা পিটাসহ অন্যান্য পিঠা তৈরিতে ব্যস্ত হয়ে পড়ি।
কয়েকদিন আগে আকাশে মেঘাচ্ছন্ন ছিল। নেট কেটে যাওয়ার পর হঠাৎ লক্ষ্য করে দেখলাম শীতকালে আকাশ যেন শরৎকালের আকাশের মত। আকাশের চারিপাশে পেজা তোলার মতো সাদা সাদা মেঘ জমে উঠেছে। যে দৃশ্যটা শীতের সময় খুব কম সংখ্যক দেখা যায়।
শীতকাল চলে এসেছে তবুও বৃক্ষরোপণ বন্ধ হয়নি। এই সময় মানুষ বিভিন্ন ফুল গাছ লাগানোর পাশাপাশি ফলের গাছও লাগিয়ে থাকে। আমাদের পরিবারে এক আম বিক্রেতার কাছ থেকে বেশ কয়েকটা গাছ কিনে নিল বড় ভাই আর আমার স্বামী। শীতকালে গাছ লাগালে নাকি সহজে মরে না বেঁচে যায়।
শীতকালে মানুষের ড্রাগন ফল গাছ লাগায়। শীতের শেষে নাকি এর ফল হয়। তাই আমারও বড় ইচ্ছে রয়েছে আমাদের এখানে ড্রাগন ফল গাছ লাগাবো। একটু বেড়াতে গিয়ে ড্রাগন ফল গাছের দেখা মিলল তাই ফটোগ্রাফি করে নিলাম। শীতকালে নাকি এর বৃদ্ধি অনেক।
শীতের অন্যতম প্রধান আকর্ষণ সরিষা ফুল। কৃষকের ক্ষেতে অন্যান্য ফসলের মধ্যে সরিষার ফুল বেশি আকর্ষণীয়। তাই মন চাই সরিষা ফুলের মধ্যে গিয়ে নিজের কিছু ছবি ওঠায়। এমন সুন্দর স্মৃতি আমার রয়েছে। সরিষা ফুলের জমিতে গিয়ে ফটো উঠাতে আমার খুবই ভালো লাগে।
এদিকে শীতকাল আসলে পুকুরপাড়ে বিভিন্ন প্রকার শাকসবজি উৎপাদন করার কার্যক্রম শুরু হয়। আমার স্বামী পুকুরপাড়ে অনেক সবজি ফুলিয়ে থাকে এই মুহূর্তে। আর সেই সবজি গাছগুলোতে পানি দিচ্ছে সাবমারসিবল পাম্প এর সাহায্যে, তারই সুন্দর চিত্র ক্যামেরাবন্দি করেছিলাম।
আমাদের এখানে বাড়ির পাশেই রাতের রেকেট খেলার জায়গা তৈরি করেছে পাড়ার কিছু ছেলেরা। তবে খেলাধুলা শুরু করার আগেই অনেকেই রেকেট হাতে বসে থাকে। এই খেলা দেখতে বেশ ভালো লাগে তবে আমাদের তো সবসময় সম্ভব হয়ে ওঠে না। তবে শীতকালের অন্যতম গুরুত্বপূর্ণ একটি খেলা এটি।
শীতকাল আসলেই বিভিন্ন প্রকার পশু পাখি পালনের উৎসাহ জাগে। কারণ এই সময় রাজহাঁস পাতিহাঁস চিনা হাঁস সহ মুরগি পাখির বাচ্চা ফোটানো হয়। আর বড় হাসিগুলা রাস্তার পাশে দুবলা ঘাস খাওয়ার জন্য এভাবেই চলতে থাকে। আবার অনেক মানুষ রাস্তার পাশ দিয়ে চলার সময় এই হাঁস দেখলে ভয় পায়, কারণ এরা দৌড়ে গিয়ে ঠোকানোর চেষ্টা করে।
আমি মোছাঃ সিমরান জারা। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য সুমন জিরো নাইন এর পরিবার। আমার বাসা গাংনী মেহেরপুর। আমি একজন গৃহিণী। আমি ফটোগ্রাফি এবং রেসিপি করতে বেশি পছন্দ করে থাকি। পাশাপাশি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমি এসএসসি পাশ করেছি। গাংনী ডিগ্রী কলেজে অধ্যায়ণরত রয়েছে।
দারুন একটি পোস্ট দেখতে পারলাম। আপনিও কনটেস্টে অংশগ্রহণ করেছেন। তবে শীতকালীন ফটোগ্রাফি গুলো আমার কাছে মোটামুটি ভালই লেগেছে। আশা করব এভাবে আপনি আরো অনেক কিছু শিখতে পারবেন এবং ধারণা অর্জন করবেন তবে ডিভাইস ও লোকেশন খুজে পেলাম না। এই বিষয়ে আরো গুরুত্ব দিতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এগুলা তুমি এখনো ভালো করে আমাকে শেখাও নি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি এই প্রতিযোগিতার জন্য খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে সরিষা ফুল, গোলাপ ফুলসহ বিভিন্ন ধরনের শাকসবজির ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। শীতকালে প্রচুর শাকসবজি চাষ করা হয়। এই শাকসবজির ক্ষেত দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। প্রতিটা ফটোগ্রাফির খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ভালো লেগেছে যেন অনেক খুশি হয়েছি আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি লেভেলে থাকা অবস্থায়ও খুবই সুন্দরভাবেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন৷ এরকম একটি প্রতিযোগিতার আয়োজন করার মাধ্যমে আমরা সবাই খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি দেখতে পারছি৷ আর আজকে আপনিও খুবই সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন যা একদম অসাধারণ হয়েছে৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি তো আমার হাজবেন্ড এর কাছে শিখি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit