মুলা পালং শাকের সাথে ছোট মাছ এর রেসিপি

in hive-129948 •  11 months ago  (edited)
আসসালামু আলাইকুম

IMG_20231203_132837.jpg


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় মোটামুটি অনেক ভালো আছি। সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সবজির সমন্বয়ে ছোট মাছের রেসিপি তৈরি করে দেখানোর জন্য। আশা করি আমার এই সুন্দর রেসিপি আপনাদের ভালো লাগবে। চলেন রান্নার কার্যক্রম শুরু করি।


প্রয়োজনীয় উপাদান সমূহ:
ক্রমিক নম্বরউপাদানপরিমান
১.ঝাল২০ পিচ
২.লবণপরিমাণ মতো
৩.পেঁয়াজ২ পিচ
৪.রসুন১ পিচ
৫.হলুদের গুঁড়া২৫ গ্রাম মত
৬.মসলা বাকলাছয় খন্ড
৭.জিরাপরিমাণ মতো
৮.তেজপাতা২ পিচ
৯.পানিপরিমান মত
১০.ছোট মাছএক পোয়া
১১.পালং শাকএক পোয়া
১২.মূলা৩ পিচ
১৩.তেলপরিমাণ মতো


রান্না ধাপ সমূহ:


ধাপ 1️⃣

প্রথমে আমি সমস্ত উপাদান গুলো পরিষ্কার-পরিচ্ছন্ন ভাবে গুছিয়ে নিলাম। যেখানে ঝাল পেঁয়াজ রসুন সঠিকভাবে বিনিয়ে ধুয়ে একটি পাত্রে রাখলাম। পাশাপাশি পালং শাকগুলো বাছাই করে ধুয়ে আনলাম। মুলাগুলো ছোলার পর ভালো করে ফালি করে ধরে না। এভাবেই সমস্ত উপাদান গুলো চুলার পাড়ে নিয়ে উপস্থিত হলাম।

IMG_20231120_084556.jpg

IMG_20231120_091041.jpg

IMG_20231120_084646.jpg

IMG_20231120_093756.jpg


ধাপ 2️⃣

চুলার উপর কড়াইটি বসালাম। এবার কড়াইয়ের মধ্যে পালং শাক ও মুলা দিয়ে দিলাম। ধোয়ার সময় পালং শাক ও মুলায় যে পানি ছিল এজন্য প্রথম আর পানি দেওয়া লাগলো না। চুলায় জ্বাল দেওয়া শুরু করে দিলাম। কিছুক্ষণের মধ্যেই শাকগুলো দেখা গেল চুপসে গেল। এবার আমি হালকা করে তার মধ্যে পানি দিলাম।

IMG_20231120_091311.jpg


ধাপ 3️⃣

এদিকে ঝাল বাটা আর হলুদের গুড়া সহ মসলাগুলো কড়াইয়ের সবজির মধ্যে দিয়ে দিলাম। পাশাপাশি সমস্ত উপাদান গুলো চামচ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিতে থাকলাম। এরপর হালকা একটু পানি দিয়ে কড়াইটা ঢাকনা দিয়ে রেখে দিলাম।

IMG_20231120_091738.jpg

ধাপ 4️⃣

কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকনা তুলে দিলাম দেখলাম সমস্ত শাকগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায়। এদিকে আমী সম্পূর্ণ উপাদান ভালোভাবে মিক্সচার করতে থাকলাম। এরপর তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।

IMG_20231120_092609.jpg


ধাপ 5️⃣

আস্তে আস্তে আমার সবজির আকার পরিবর্তন হতে থাকলো। এদিকে চুলায় সঠিকভাবে জ্বার চলতে থাকলেও। আমি আমার মত মাঝেমধ্যে কড়াইয়ের মধ্যে চামচ দিয়ে নেড়ে দিতে থাকলাম। এভাবে সম্পূর্ণ যখন সিদ্ধ হয়ে গেল তখন আমি সবজি কড়াই থেকে নামিয়ে ফেললাম।

IMG_20231120_093712.jpg


ধাপ 6️⃣

আবার আমার রান্না করা কড়াইতে চুলার উপর বসিয়ে দিলাম। এরপর চুলয় আগুন জ্বালিয়ে দ্বিতীয়বারের মতো কাজ শুরু করলাম। কড়াই গরম হওয়ার পূর্বেই তার উপর তেল ঢেলে দিলাম। তেল আস্তে আস্তে গরম হতে থাকলো আমি এবার তেলের মধ্যে কিছু পেঁয়াজ রসুন এর কুচি দিয়ে দিলাম। এরপর তার মধ্যে ছোট মাছ দিয়ে মাছগুলো ভেজে নিলাম। মাছ যখন পরিপূর্ণরূপে ভাজা হয়ে গেল এবারের মধ্যে পুনরায় সবজি গুলো দেওয়ার পালা।

IMG_20231120_094509.jpg


ধাপ 7️⃣

এবার ছোট মাছ ভাজার মধ্যে সবজিগুলো সম্পূর্ণ আবার দিয়ে দিলাম। তারপর ভালোভাবে আবার জাল দেওয়া শুরু করে চামচ দিয়ে নাড়তে থাকলাম। আর এভাবেই আমার কার্যক্রম চলতে থাকলো তারপর আমি ঝাল বা নন ঠিকঠাক আছে কিনা পরীক্ষা করলাম। আর এভাবে দীর্ঘক্ষণ আমার কাজ করতে করতে এক সময় রান্নার কাজ শেষ হয়ে গেল।

IMG_20231120_094724.jpg

IMG_20231120_094725.jpg

IMG_20231120_094726.jpg


শেষ ধাপ

যখন আমার রান্নার কার্যক্রম সম্পন্ন হলো তখন আমি পরিষ্কার একটি গামলার মধ্যে তরকারি গুলো তুলে নিলাম। এভাবে একটি পর্যায়ে আমার কাজ সম্পন্ন হয়ে গেল।

IMG_20231120_100118.jpg


শেষ কথা

অবশেষে খাওয়ার টাইমে সবাই একসাথে আমারে রেসিপি মজা করে খেলো। আমি আমার মতো করে সকলের খাবার রাত্রে তুলে দেওয়ার চেষ্টা করলাম। আর এভাবেই পরিবেশন কাজ সম্পন্ন করলাম। আশা করি আপনারা আমার এই রেসিপি সুন্দর মন্তব্য করবেন সেই অপেক্ষায় রইলাম।


পোস্ট বিবরণ


আমার পরিচিতিকিছু বিশেষ তথ্য
আমার নাম@simransumon
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল
ব্লগিং মোবাইলitel vision 1
ক্যামেরা8mp
আমার বাসামেহেরপুর
আমার বয়স২০ বছর
আমার ইচ্ছেআমার বাংলা ব্লগে ব্লগ করা

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png


ব্লগটি ভিজিট করার জন্য ধন্যবাদ।

received_434859771523295.gif

আমার পরিচয়

আমি মোছাঃ সিমরান জারা। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য সুমন জিরো নাইন এর পরিবার। আমার বাসা গাংনী মেহেরপুর। আমি একজন গৃহিণী। আমি ফটোগ্রাফি এবং রেসিপি করতে বেশি পছন্দ করে থাকি। পাশাপাশি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমি এসএসসি পাশ করেছি। গাংনী ডিগ্রী কলেজে অধ্যায়ণরত রয়েছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পালং শাক আমার খুব পছন্দের। তবে মুলার সাথে পালং শাক দিয়ে এবং ছোট মাছ দিয়ে এভাবে রান্না করে খাওয়া হয়নি। ছোট মাছ দিয়ে এভাবে কিছু রান্না করলে আমার কাছে কাটা একটু বেশি মনে হয়। রেসিপিটি দেখে লোভনীয় লাগছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

একদিন চেষ্টা করবেন এভাবে রান্না করতে

মূলাও পালং শাক দুটোই শীতকালীন মজাদার সবজি।আপনি মূলা,পালং এর সাথে দেশি ছোট পুঁঠি মাছের অসাধারণ রেসিপি শেয়ার করেছেন। খুব সুন্দর লাগছে দেখতে রেসিপিটি। খেতেও নিশ্চই সুন্দর হয়েছিল। ধন্যবাদ সুন্দর লোভনীয় রেসিপিটি শেয়ার করার জন্য।

যে শীতকালীন সবজি রান্না করতে বেশ ভালো লাগে

শীতের সবজি দিয়ে ছোট মাছ অনেক মজাদার ভাবে রান্না করেছেন দেখছি। মুলা ও পালন শাক ছোট বড় দুই রকম মাছ দিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। রেসিপির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ।

হ্যাঁ তবে ছোট মাছ দিয়ে বেশি ভালো লাগে

মুলা এবং পালং শাকের সাথে ছোট মাছের দারুণ একটা রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। শীতকালীন সবজিগুলো দিয়ে ছোট মাছ রান্না করলে সেটা খেতে খুবই ভালো লাগে। আর ছোট মাছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে তাই এই মাছ আমাদের সকলের বেশি পরিমাণে খাওয়া উচিত।

হ্যাঁ এই মুহূর্তে ছোট মাছগুলো আমাদের জন্য বেশি উপকারী

শীত মানেই ঘরে ঘরে সবজি রান্না। আর এই শীতের সবজি খেতে অনেক টেস্ট হয়ে থাকে। পালং শাক দিয়ে ছোট মাছ রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে। আপনার তৈরি রেসিপিটি দেখতে অনেক লোভনীয় লাগছে। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

শীতের সময় আমাদের দেশের নানা রকম সবজি পাওয়া যায়

সব ধরনের সবজির মিশ্রণ এরকম ভাবে ছোট মাছের রেসিপি আমার কাছে খুব মজা লাগে।
আপনার রেসিপি প্রস্তুত প্রণালী এবং ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজা হবে।

অনেক সুন্দর মন্তব্য করেছেন আপনি

আসলে শীতকাল আসলে এই ধরনের রেসিপিগুলো অনেক দেখতে পাওয়া যায়। তবে এগুলো খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। যাই হোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

আপনাকেউ অসংখ্য ধন্যবাদ ভাইয়া