প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য গাংনী বাজারে একদিন

in hive-129948 •  7 months ago 


আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি লাইফ স্টাইল পোস্ট নিয়ে। আমরা একদিন গাংনী বাজারে বেশ কিছু কেনাকাটা করেছিলাম। সে কেনাকাটার মুহূর্ত আপনাদের মাঝে উপস্থাপন করব এই পোস্টে। আশা করি আমার এই লাইফস্টাইল মূলক পোস্টটা আপনাদের অনেক ভালো লাগবে। আর পোস্ট করার মধ্য দিয়ে বেশ অনেক কিছু জানার সুযোগ পাবেন। তাহলে চলুন পোস্টটা ভিজিট করি।


IMG_20230513_171709_454.jpg

Photography device: Infinix hot 11s



গাংনী বাজারে উপস্থিত হয়ে প্রথমে আমরা আমাদের স্যান্ডেল কেনার উদ্দেশ্যে একটি দোকানে প্রবেশ করেছিলাম। দোকানটাতে লক্ষ্য করে দেখেছিলাম ছোট বড় সকল সাইজের সকল শ্রেণীর মানুষের বিভিন্ন কোম্পানির স্যান্ডেল রয়েছে জুতা রয়েছে। দোকানদারের আচরণ বেশ ভালো মনে হয়েছিল। সে খুব নম্র ভদ্রভাবে আমাদের সাথে কথা বলছিল। আর তার কথা প্রত্যেকটা জিনিসের দাম বেশি নাগাল্যান্ডের মধ্যে ছিল। আমার জানি ঈদ উপলক্ষে অনেকেই ব্যবসা করে তাদের জিনিসপত্র বেচাকেনার সময় দ্বিগুণ দাম বলে বসে থাকে। কিন্তু এ দোকানে তেমন কোন খারাপ ইফেক্ট পড়েনি কোন উপলক্ষে। যেমন দাম ঠিক তেমনি দাম বলেছিলেন। যাইহোক প্রথমে আমরা আমাদের এই কেনাকাটা সম্পন্ন করে ফেলেছিলাম। এরপর পাশের কাপড়ের দোকানে যাওয়ার চেষ্টা করি।


IMG_20230513_171114_199.jpg

Gangni-Mehepur

Photography device: Infinix hot 11s



পাশের জামা কাপড়ের দোকানে প্রবেশ করে সামিয়ার আব্বার জন্য একটি টি শার্ট কেনা হয়েছিল। এই দোকানটাতে বেশ দেখার মত অনেকগুলো টি-শার্ট ছিল। তবে প্রথমে দোকানে প্রবেশ করে আসল যে দোকানদার সে ছিল না। দেখেছিলাম একটা ছেলে শুধু দাম দর করছে আর আমাদের জিনিস দেখাচ্ছে। এরপর যখন আমাদের একটি টি-শার্ট পছন্দ হলো সে তখন মোবাইল করে ডাক দিল আসল দোকানদারকে। ছেলেটা যে ফালতু আমাদের সাথে দামাদামি করছিল বেশি দাম নিয়ে এটার কোন সন্দেহ থাকল না। তারপরে লোকে করে দেখলাম সাড়ে ৫০০ টাকায় একটি ভাল রকমের টিশার্ট নিতে পারছিলাম।


IMG_20230513_170043774_BURST0011.jpg

Gangni-Mehepur

Photography device: Infinix hot 11s



এরপর উপস্থিত হয়েছিলাম একটি থালাবাসনের সুন্দর দোকানে। এই দোকানটার সাথে আমাদের পূর্বে অনেক মিল ও পরিচয়। বেশ অনেক মেলামাইনের থালাবাসন কিনেছিলাম এই দোকান থেকে। এই দোকানটাতে বিভিন্ন কোম্পানির জিনিস পাওয়া যায়। আর ঘর সাজানোর জন্য ঘরের রান্নাঘরের ও খাবার-দাবারের প্রয়োজনীয় যাবতীয় জিনিসগুলো এখানে রয়েছে। প্রথমে দোকানে প্রবেশ করে আমিও বিভিন্ন প্রকার মেলামাইন গুলো দেখতে থাকলাম। ফটোতে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মেলামাইনের থালা আর এদিকে বিভিন্ন কোম্পানির নাম জানা না জানা কোম্পানির থালা বসানো রয়েছে। আমি প্রথমে কিন্তু দোকানটা ঘুরে ঘুরে সব দেখতে ছিলাম। কাঁচের গ্লাসের মধ্যে থাকা থালাবাসনগুলাও দেখতে ছিলাম। বেশ ভালো লাগছিল দোকানটাই বিভিন্ন ব্যান্ডের জিনিস দেখতে পেরে এবং বেশ কিছু জিনিস কিনতে পেরে।


IMG_20230513_171628_804.jpg

IMG_20230513_171853_618.jpg

Gangni-Mehepur

Photography device: Infinix hot 11s



এদিকে প্রচন্ড গরমের মুহূর্তে বাড়িতে ফ্যান রয়েছে সে ফ্যানের জন্য ছোট ব্যাটারি কেনা প্রয়োজন ছিল। চার্জার ফ্যানের ব্যাটারি গুলো বেশি দিন লাস্টিং করে না। তাই মাঝেমধ্যে ব্যাটারি চেঞ্জ করতে হয়। তাই ফ্যানের ব্যাটারি কেনার জন্য উপস্থিত হয়েছিল পাশের একটি দোকানে। ডিজে ডিসি নামের এ ব্যাটারি নাকি বেশ ভালো। তাই ওই মুহূর্তে সে ব্যাটারি দেখছিল। তাই আমি আবারো হঠাৎ স্মরণ করলাম একটা ছোট ঘড়া নিলে কেমন হয়। তাই আবারও ওই দোকানটার মধ্যে যেয়ে প্রবেশ করেছিলাম।


IMG_20230513_175730_855.jpg

Gangni-Mehepur

Photography device: Infinix hot 11s



তবে ঘড়া গুলোর দাম যেন একটু বেশি বলছিল। তখন হঠাৎ মনে হল এখন এগুলো না নিয়ে কোনরকম একটা জগ কিনে নিয়ে যায়। তারপর আমরা দুইজন সিদ্ধান্ত নিলাম জগ কিনলে সবচেয়ে ভালো হয়। কারণ এই যুগে ঘড়া জাতীয় জিনিসগুলো বেশি ব্যবহারের প্রয়োজনে আসে না আমাদের মত ফ্যামিলিতে। তবে হাতে থাকলে ভালো রান্নার কাজে বেশ সহযোগিতা হয়। মাঝেমধ্যে রান্না ঘরে পানি তুলে রাখতে হয়। তবে ভাবলাম পরবর্তীতে এই নিয়ে চিন্তা করলে ভালো হবে। তাই আবারও ব্যাক চলে আসলাম আরেকটি দোকানের দিকে যেখানে প্লাস্টিকের সামগ্রী পাওয়া যায়। যেহেতু একটি সুন্দর জগ নিতে হবে।


IMG_20230513_171702_417.jpg

Gangni-Mehepur

Photography device: Infinix hot 11s



এরপর আমরা প্লাস্টিক সামগ্রী দোকান গুলোর কাছে এসে উপস্থিত হলাম। মেলামাইনের দোকান থেকে এ প্লাস্টিক সামগ্রীর দোকানটা একটু দূরে মাঝখানে থানা রোড ক্রস করতে হয়। তাই ঐ সমস্ত জিনিসগুলো মেলামাইনের দোকানের রেখে আসলাম এবং আব্বা সেখানে থেকে গেল। এরপর আমরা জগের দোকানে এসে দেখতে পারলাম অনেক রকমের অনেক কোম্পানির জগ সুন্দরভাবে গ্লাসের মধ্যে সাজানো। গ্লাসের মধ্যে সাজানো জগ গুলো দেখে খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল কোনটা রেখে কোনটা নিব। এরপর সে আমাকে একটা পছন্দ করে দিল। আমিও হাত বাড়িয়ে সে জগটা বের করে নিলাম, তার দাম রেখেছিল ১৭০ টাকা। আর থেকে এভাবেই ঐদিন আমাদের বেশ অনেক কিছু কেনাকাটা করা হয়েছিল গাংনী বাজার থেকে।


IMG_20230513_164422_475.jpg

IMG_20230513_164414_128.jpg

Gangni-Mehepur

Photography device: Infinix hot 11s


পোস্ট বিবরণ


পরিচিতিবিশেষ তথ্য
নাম@simransumon
ফটোগ্রাফি ডিভাইসMobile
ব্লগিং মোবাইলInfinix Hot 11s
আমার বাসামেহেরপুর
What3words LocationGangni-Mehepur
আমার বয়স২২ বছর
আমার ইচ্ছেআমার বাংলা ব্লগে ব্লগ করা


সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

আমার পরিচয়


আমি মোছাঃ সিমরান জারা। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য @sumon09 এর পরিবার। আমার বাসা গাংনী-মেহেরপুর। আমার জন্ম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায়। আমি একজন গৃহিণী। আমি ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ও রেসিপি করতে বেশি পছন্দ করে থাকি। এছাড় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমি এসএসসি পাশ।


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনেছেন দেখে খুবই ভালো লাগলো। সবগুলো জিনিসই আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। বেশ কিছু কেনাকাটা করেছেন দেখছি। মুহূর্তগুলো দেখে ভীষণ ভালো লাগলো। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

আপনার ভালো লেগেছে জেনে খুশি হয়েছি।

আমরা ইতিমধ্যে জানি আপনারা সব সময় গাংনী বাজার থেকে যে কোন ধরনের জিনিস পত্র কেনাকাটা করে থাকেন। আসলে আপনাদের গাংনী বাজারের মধ্যে প্রায় সব ধরনের জিনিস পত্র পাওয়া যায়, আর আমি আপনার পোস্ট টি পড়ে জানতে পারলাম, অন্যান্য বাজারের থেকে গাংনী বাজারে জিনিসপত্রের দাম কিছুটা কম। আপনারা দেখছি গাংনী বাজারে গিয়ে কাপড় সহ যাবতীয় জিনিস পত্র কেনাকাটা করেছেন।

হ্যাঁ ভাইয়া ঠিক বলেছেন

কেন জানি আমার মনে হচ্ছে এর আগে আপনি এই ফটোগ্রাফি গুলো দিয়ে একটি পোস্ট করেছিলেন। জানিনা ঠিক কিনা তবে ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে দ্বিতীয়বার দেখছি। ঘড়ার দাম বেশি তাই আপনি এখন একটি জগ কিনেছেন। খুবই ভালো লাগলো আপনার কেনাকাটার পোস্ট করে ধন্যবাদ।

হ্যাঁ এর আগে পোস্ট করেছিলাম বাকি ফটোগুলো শেয়ার করেছি

আপনার পোস্টটি পড়ে মনে হলো আপনি গাংনী বাজারের কেনাকাটার অভিজ্ঞতাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আপনার বর্ণনা এবং ফটোগ্রাফি দুটোই অসাধারণ। এই ধরনের লাইফস্টাইল পোস্ট পড়ে আমাদের মতো পাঠকদের জন্য নিত্য নতুন জিনিস জানা এবং দেখা সম্ভব হয়। আপনার পোস্টের মাধ্যমে গাংনী বাজারের বিভিন্ন দোকান এবং পণ্যের বিবরণ পেয়ে আমরা যেন নিজেরাই সেখানে উপস্থিত হয়েছি। আপনার এই সৃজনশীল উপস্থাপনার জন্য ধন্যবাদ।

আপনি ঠিক বলেছেন ভাইয়া।

আপনি নিয়মিত নন কেন? নিয়মিত এখানে পোস্ট করতে হবে এবং কাজ করতে হবে। তা না হলে সাপোর্ট দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না।

ভাইয়া আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, বেশ ডিস্টার্ব করে। বাড়ি থেকে ঠিক করে এনে দেওয়ার কেউ নেই। মেয়ের আব্বু বাড়ি না আসা পর্যন্ত ঠিকভাবে একটিভ হতে পারছি না।