গাংনী বাজার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার অনুভূতি

in hive-129948 •  9 months ago 


আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গাংনী বাজার থেকে কেনাকাটা সুন্দর মুহূর্ত নিয়ে। আশা করি আমার এই পোস্টটা আপনাদের ভালো লাগবে।

IMG_20230513_171653_021.jpg


অনেকদিন আগে গাংনী বাজারে উপস্থিত হয়েছিলাম কেনাকাটার জন্য। বুঝতে পারছেন বিয়ের পরে অনেক কিছু কেনাকাটা প্রয়োজন হয়ে থাকে। বিশেষ করে ঘর সংসারের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস। ঠিক তেমনি প্রিয় মানুষটার সাথে উপস্থিত হয়েছিলাম। প্রথমে উপস্থিত হয়েছিলাম দুজনার জন্য স্যান্ডেল বা জুতা কেনার উদ্দেশ্যে। কেনাকাটা হয়ে গেলে এরপর উপস্থিত হয়েছিলাম ঘর সংসারের বাসন পত্র কিনতে।

IMG_20230513_171112_433.jpg

IMG_20230513_171126_714.jpg
Photography device: Infinix hot 11s
Location

গাংনী বাজারে বেশ কয়েকটা দোকান আমার পরিচিত। আমাদের আত্মীয়-স্বজনের মধ্যে অনেকের এখানে দোকান রয়েছে। তাই আমাদের বাড়িতে প্রয়োজনীয় জিনিস কেনার উদ্দেশ্যে আব্বু মোটরসাইকেলে চলে আসতাম এখানে। আর সে থেকে বেশ কয়েকটা এমন দোকানের সাথে আমি পরিচিত। প্রথমে উপস্থিত হলাম রান্না-বান্না কাজের জন্য কয়েকটা জিনিস লাগবে আর ভাগ তরকারি রাখার জন্য জিনিস লাগবে সেজন্য। প্রথমে প্লাস্টিক জাতীয় জিনিস দেখেছিলাম যেখানে লাগবে একটি গোসল করা মগ আর বসার টুল। ছোট ছোট টুল হয়ে থাকে যেগুলো। একটি মোটাসোটা বড় মগ বেছে নিলাম। এরপর বসার ছোট টুল, রান্না করার প্রয়োজনে এই জাতীয় টূল গুলো লেগে থাকে।

IMG_20230513_171633_566.jpg

IMG_20230513_171637_590.jpg
Photography device: Infinix hot 11s
Location

এই সমস্ত দোকানগুলোতে আসলে একটাই সমস্যা চোখের সামনে বিভিন্ন মডেলের জিনিস দেখলে মনে হয় যা দেখছি সেটাই কিনে ফেলি সুকেচ সাজানোর জন্য। যাই হোক মেলামাইনের প্লেট চারটা করে নিয়েছিলাম। বিভিন্ন কোম্পানির প্লেট ছিল এখানে। আর তরকারি রাখতে ছোট বাটি নিলাম কিছু।

IMG_20230513_171631_021.jpg
Photography device: Infinix hot 11s
Location

এদিকে নতুন সংসারে হাঁড়ি,কড়াই,জগ একান্ত করে প্রয়োজন। তাই ছোট মাজারি সাইজের হাঁড়ি কিনে নিলাম। পানি খাওয়ার জগ এই দোকানে আমার পছন্দ হলো না, সেটা অন্য দোকান থেকে ম্যানেজ করলাম। আর একটি ছোট কড়াই নিয়েছিলাম।

IMG_20230513_171645_728.jpg

IMG_20230513_172031_165.jpg

IMG_20230513_171700_177.jpg
Photography device: Infinix hot 11s
Location

রান্নাঘরে বাটা কাজের জন্য একটি শিলপাটা প্রয়োজন ছিল। তবে সেই জাতীয় শিলপাটা পেলাম না। এখানে সেটা না থাকাই অতঃপর এটা হার্ট বোয়ালিয়া বাজার থেকে ম্যানেজ করেছিলাম। আর রান্নাঘরে সোলারের ফ্যান রয়েছে কিন্তু যখন সূর্য থাকে না রাতে বাতাসের প্রয়োজন তাই সে একটি ব্যাটারি ম্যানেজ করেছিল। এভাবেই বাজার থেকে বেশ অনেক জিনিস কেনাকাটা করেছিলাম ঐদিন। সব মিলে বেশ অনেক টাকার বাজার করা হয়েছিল। তবে হিসেব করে দেখা গিয়েছিল বেশি আমার জন্যই কিনতে হয়েছে।

IMG_20230513_171650_135.jpg

IMG_20230513_175721_880.jpg
Photography device: Infinix hot 11s
Location


সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

আমার পরিচয়

আমি মোছাঃ সিমরান জারা। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য সুমন জিরো নাইন এর পরিবার। আমার বাসা গাংনী মেহেরপুর। আমি একজন গৃহিণী। আমি ফটোগ্রাফি, রেসিপি পাশাপাশি ব্লগ করতে বেশি পছন্দ করে থাকি। এছাড় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমি এসএসসি পাশ করেছি। গাংনী ডিগ্রী কলেজে অধ্যায়ণরত রয়েছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সংসারের কাজের জন্য গাংনী বাজার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনেছেন দেখে বেশ ভালো লাগলো আপু। সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile