ক) প্রশ্ন: কোন ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য হয় ? উত্তর: অপ্রয়োজনীয় জিনিস বারবার দিয়ে বিরক্ত করাটাই স্প্যামিং। যেমন: মোবাইলে বারবার একই মেসেজ দিয়ে বিরক্ত করা। অনেক সময় মোবাইলে এসএমএস আসতে থাকে, আমাদের প্রয়োজন হয় না, প্রয়োজন বোধ করি না। তারপরে বারবার দিতেই থাকে আর বিরক্ত বোধ করি, আর এই বিরক্ত করাটাই স্প্যামিং। স্প্যামিং মেলা ধরনের হয়ে থাকে। যেমন পোস্ট স্প্যামিং, কমেন্ট স্প্যামিং, ট্যাগ স্প্যামিং, মেনশন স্প্যামিং ইত্যাদি। উত্তর: কপিরাইট হচ্ছে intelectual property রক্ষা করা আইন বা 'কপিরাইট ল' যেখানে ব্যক্তি বিশেষের সম্পত্তি অর্থাৎ ফটো, আর্টিকেল নিজের জ্ঞান দ্বারা সৃষ্টি কোন জিনিস অন্য লোকের অবৈধভাবে ব্যবহার করতে না পারে বা সে লেখা ফটো নিয়ে ব্যবসা না করতে পারে এর জন্য যে আইন নির্মাণ করা হয়েছে তা হচ্ছে কপিরাইট। কোন ব্যক্তি বিশেষের ছবি লেখা নিরাপত্তা দেয়ার জন্যই এই আইন। একজন ব্যক্তির সম্পত্তি পেতে হলে অবশ্যই তার মূল্য দেয়া প্রয়োজন হয় অথবা যেটা কপিরাইট ফ্রি ফটো থাকে তার সোর্স উল্লেখ করতে হয়। আমরা যদি একটি পোস্ট শেয়ার করতে চাই সে পর্যায়ের ফটো আমাদের কাছে না থাকলে অবশ্যই কপিরাইট ফ্রি ওয়েবসাইট থেকে ছবি সংরক্ষণ করতে হবে আর শেষ ছবি সংরক্ষণ করে যখন আমরা শেয়ার করব অবশ্যই তার সোর্স উল্লেখ করব। আর যেগুলো কপিরাইট ফ্রি নয় সেখান থেকে মূল্য দিয়ে ছবি সংরক্ষণ করতে হবে। উত্তর: আমি যেই পোস্ট করব সে রিলেটেড ছবি কাছে না থাকলে কপিরাইট ফ্রি ভাবে অনলাইন থেকে ছবি আনতে হবে। আর এমন কপিরাইট ফ্রী ছবি পাওয়ার তিনটা ওয়েবসাইটের নাম হচ্ছে ১. https://www.freeimages.com ঘ) প্রশ্ন: পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ? উত্তর: আমরা যখন পোস্ট করি তখন পোস্ট লেখার জায়গায় তিনটা অংশ থাকে। এক হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে পোস্টটা লেখার জায়গা আরেকটা ট্যাগ। আমরা যে বিষয়ে পোস্ট করব সে বিষয়ের বিশেষ কিছু কিওয়ার্ড হচ্ছে ট্যাগ। তাই আমরা যখন যে বিষয়ের উপর লেখালেখি করব ঠিক সেই বিষয়ের উপরেই বিশেষ সাত থেকে আট টি ওয়ার্ড ব্যবহার করব ট্যাগের জায়গায়। তবে সেটা হতে হবে পোস্ট রিলেটেড। মনে করুন রান্না করেছি রান্না বিষয়ের ওয়ার্ড ব্যবহার করতে হবে ভ্রম বিষয়ের ওয়ার্ড ব্যবহার করা যাবে না। আবার ট্যাগ সাধারণত ইংরেজি ছোট হাতের লেটারের শব্দ হাওয়া লাগে। আর এই ট্যাগ লেখার প্রধান কারণ পোস্টটিকে খুঁজে পাওয়া সহজ মাধ্যম। ঙ) প্রশ্ন: আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ? উত্তর: যে সমস্ত বিষয়গুলোর উপর আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পোস্ট করা যাবে না তা হচ্ছে ১. ধর্মীয় কটুক্তি নিয়ে কোন লেখালেখি করা যাবেনা। চ) প্রশ্ন: প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন? উত্তর: অন্যের কোন লেখা নিজের লেখা বলে ব্যবহার করা বা কিছুটা পরিবর্তন করে ব্যবহার করা হচ্ছে প্লাগিয়ারিজম। উত্তর: কোন বিশেষ একটি বিষয়ে আমি পোস্ট লিখব, তার জন্য ওয়েবসাইট অথবা সোর্স এর গুরুত্বপূর্ণ সহায়তা নিতে হয় সেটাই রি-রাইট। তবে এই ক্ষেত্রে ৭৫ পার্সেন্ট নিজের জ্ঞানে লিখতে হবে বাকি ২৫ পার্সেন্ট সোর্স থেকে নিতে পারব। উত্তর: ব্লগ লেখার সময় রিটাইট আটটিকেলের যে সমস্ত বিষয় উল্লেখ করতে হবে তা হচ্ছে ১. ব্লগ লেখার সময় অবশ্যই রি-রাইট আর্টিকেলের রেফারেন্সগুলো উল্লেখ করতে হবে। যে ওয়েবসাইট থেকে ডাটা গ্রহণ করব তার সোর্স উল্লেখ করতে হবে। ২. আমি যে ওয়েবসাইটের সোর্স থেকে ডাটা সংরক্ষণ করছি অবশ্যই সেই ডাটাটা ইনভাইটেড কমার মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে হবে। ৩. রাইট আর্টিকেল এর বিষয়ে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ৭৫ থেকে ৮০ পার্সেন্ট নিজের মতো করে লিখার। ৪. রি রাইট আর্টিকেলের ক্ষেত্রে ২৫% ওয়েবসাইট এর সোর্স থেকে নিতে পারি। উত্তর: একটি পোস্ট তখনই ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য হয়, যখন একটি মাত্র ছবি বা ১০০ ওয়ার্ডের কম লেখা লিখা হয়। উত্তর: একজন ব্লগার 'আমার বাংলা ব্লগ' কমিউনিটিতে ২৪ ঘন্টার মধ্যে মাত্র তিনটি পোস্ট করতে পারবে। তার বেশি পোস্ট করলে স্প্যামিং হিসেবে গণ্য করা হবে। আমার বাংলা ব্লগ কমিউনিটির 'এবিবি স্কুল' এর লেভেল ওয়ানের ক্লাস ও শীট থেকে আমি যে সমস্ত শিক্ষা গ্রহণ করেছিলাম তার মধ্য থেকে প্রশ্নগুলোর উত্তর বুঝে শুনে নিজের মতো করে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আমার প্রশ্নের উত্তর গুলোর সঠিক মন্তব্য দিয়ে আমাকে আরো সজাগ ও সচেতন হওয়ার সুযোগ করে দিবেন।
পোস্ট স্পামিং বলতে বোঝাই, কোন এক জাতীয় বিষয়ের ফটো বারবার ব্যবহার করে একই কথা ঘুরিয়ে পেচিয়ে একাধিক পোস্ট শেয়ার করা। কমেন্ট স্প্যামিং বলতে বোঝায়, যে বিষয়ের পোস্ট সে প্রসঙ্গ বাদ দিয়ে অন্য প্রসঙ্গ অথবা সংক্ষেপে কয়েক ওয়ার্ডের কমেন্ট করা। ট্যাগ স্প্যামিং বলতে বোঝায় পোস্ট রিলেটেড বিশেষ ওয়ার্ড ব্যবহার না করে অন্য প্রাসঙ্গিক ওয়াড ব্যবহার করা। মেনশন স্পামিং বলতে বোঝায় পোস্ট কমেন্ট করতে গিয়ে কোন ব্যক্তিকে বারবার স্মরণ করে বিরক্ত করা।
খ) প্রশ্ন: ফটো কঁপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?
গ) প্রশ্ন: তিনটি ওয়েবসাইটের নাম বলুন, যেখানে থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়।
২. https://www.pexels.com
৩. https://unsplash.com
২. চাইল্ড পর্নোগ্রাফি মুলক কোন কনটেন্ট শেয়ার করা যাবে না।
৩. নারীদের সম্মান নষ্ট হবে এমন কোন পোস্ট শেয়ার করা যাবে না।
৪. বর্ণ বৈষম্য সমর্থন করে এমন পোস্ট শেয়ার করা যাবে না।
৫. কোন ধর্ম;ব্যক্তি; জাতিকে অসম্মান করে পোস্ট করা যাবে না।
৬. কোন ব্যক্তি বিশেষ কে ঘৃণা অবজ্ঞার চোখে দেখা মূলক পোস্ট শেয়ার করা যাবে না।
৭. রাজনৈতিক কোন প্রশংসা সমালোচনা দ্বন্দ্ব বিষয়ের পোস্ট করা যাবে না।
৮. অবৈজ্ঞানিক অযৌক্তিক মিথ্যা গুজব কুসংস্কার জাতীয় কোন পোস্ট শেয়ার করা যাবে না।
৯. পশুপাখি হত্যা নির্যাতনমূলক পোস্ট ছবি ভিডিও শেয়ার করা যাবে না।
১০. শিশুশ্রম সমর্থন করে এমন কোন পোস্ট শেয়ার করা যাবে না।
১১. nsfw (not save for work) ট্যাগ ছাড়া কোন অশ্লীল যৌন বিষয়ক পোস্ট শেয়ার করা যাবে না।
কোন ব্যক্তির ইতিহাস বা ঘটনা লেখা পড়ে যদি উৎসাহিত হয়, সে বিষয়ে লেখার যদি ইচ্ছে থাকে অবশ্যই সে ঘটনা নিজের মত করে ৭০% লিখতে হবে এবং খেয়াল রাখতে হবে তার লেখা যেন কপি করা না হয়। তবে বিশেষ প্রয়োজনে তথ্য হিসেবে ৩০% নেয়া যেতে পারে।
ছ) প্রশ্ন: re-write আর্টিকেল কাকে বলে?
জ) প্রশ্ন: ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?
ঝ) প্রশ্ন: একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?
ঞ) প্রশ্ন: প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে ?
এবিবি স্কুল-লেভেল ওয়ান হতে আমার অর্জন - @simransumon
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আমার লেভেল ওয়ান এর পরীক্ষার পোস্ট। আমি লেভেল ওয়ান থেকে পড়ে যা বুঝতে পেরেছি ঠিক সেই আকারে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা খুব সুন্দর ভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন এবং যারা আমার আনসার গুলো দেখবেন অবশ্যই মতামত প্রকাশ করবেন।
এবিবি স্কুলের লেভেল ওয়ানের ক্লাস থেকে বেসিক ধারণাগুলো ভালোই আয়ত্ত করেছেন। যেটা পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন যেটা আপনার এই প্লাটফর্মে কাজ করার প্রতি উৎসাহ এবং আপনাকে এগিয়ে নিয়ে যাবে। ভালো লাগলো আপনার স্বপ্ন পূরণ হোক সেটাই প্রত্যাশা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি চেষ্টা করছি ভালোভাবে শিখে রাখার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আপনাকে অভিনন্দন জানাই আপনি লেভেল ওয়ান থেকে অনেক কিছু অর্জন করেছেন এবং সবকিছু বিস্তারিত আলোচনা করেছেন। লেভেল ওয়ান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্লাটফর্মে ভালো মতো কাজ করতে হলে প্রথমেই অনেক সুন্দর ভাবে কিভাবে কাজ করতে হয় এখানে বিশ্লেষণ করা আছে এবং আশা করি আপনি খুব সুন্দর ভাবে পরবর্তী লেভেলগুলো বার করবেন খুব সহজেই।আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার জন্য দোয়া করবেন ভাইয়া যেন ভালোভাবে মনে রাখতে পারে সব
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার উদাহরণ গুলো থেকে বোঝা যাচ্ছে আপনি প্রত্যেকটি টপিক বেশ ভালভাবে বুঝতে পেরেছেন।অনেক শুভ কামনা রইল আপনার জন্য। আশা করি আমরা খুবই ভাল মানের একজন ব্লগার পেতে যাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শিখেছি পড়েছি কিন্তু মনে রাখতে পারি না ভালো
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চর্চা করলেই আস্তে আস্তে সব মন থাকবে। শুভ কামনা রইল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্টিমে পদার্পণের প্রথম ধাপ হলো লেভেল ওয়ান। আপনি লেভেল ওয়ান হতে অনেক কিছু শিখেছেন যা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সামনের লেভেল গুলো দূরত পার হয়ে একজন ভেরিফাইড মেম্বার হিসেবে আমাদের সঙ্গে কাজ করবেন আশা করি। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করছি ভেরিফাইড হওয়ার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লেভেল ১ এর বিষয়গুলো আপনি ভালোভাবে ধারণা লাভ করতে পেরেছেন এটা জেনে খুবই ভালো লাগলো। এই লেভেলটা খুবই গুরুত্বপূর্ণ তাই এই বিষয়গুলো ভালোভাবে মাথায় রাখবেন তাহলে আপনার ভবিষ্যৎ পথ চলে আরো সুন্দর হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার জন্য দোয়া করবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক খুশি হলাম তোমার সুন্দর পরীক্ষা দেওয়া দেখি। আশা করি এভাবে সামনের দিকে এগিয়ে যাবে এবং ভেরিফাইড মেম্বার হয়ে একত্রে সবার সাথে কাজ করতে সক্ষম হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তোমাকে অনেক ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit