আদিবার মুরগি ..........

in hive-129948 •  3 years ago  (edited)

IMG_20220204_142708_840.jpg

IMG_20220204_142710_787.jpg

IMG_20220204_142717_351.jpg
আমার মেয়ে আদিবা আজকে অনেক খুশি , কারণ সে যে মুরগীটাকে সারাক্ষন জ্বালাতন করতো এখন তার সাথে আদিবার একটা বন্ধুত্ব হয়ে গেছে.......

আদিবা সকালেই মুরগীটাকে কোলে নিয়ে বলতে শুরু করলো দেখো দেখো ও আমার কোলে , আমার মুরগি।
দুষ্টুমি যেনো তার দিন দিন বেড়েই চলেছে। আদিবার বয়স এখন দুই বছর শেষ করে তিন বছরে পা দিতে চললো।
বাসায় আসলেই বাবা বাবা করে সে বাড়ী মাথায় তুলে ফেলে , আর আদিবার আম্মু শুরু করে আদিবার নামে নানা অভিযোগ। কি সেই অভিযোগ ........ ঠিক মতো খাইনা , ঘুমাইনা ,কথা শুনেনা , আরো কতোকি। আমি বলি আদিবা বাবাকে একটা পাপ্পা দাও আর আদিবা পাপ্পা দিলেই সকল অভিযোগ খালাস।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!