আমার পরিচয় পর্ব

in hive-129948 •  3 years ago 
আসসালামু ওয়ালাইকুম, আমি এস এম তানভীর।আমি এই কমিউনিটিতে নতুন। আমি steemit নামক এই ওয়েবসাইট এ অ্যাকাউন্ট খোলার পরেই "আমার বাংলা ব্লগ" এর বেপারে জানতে পারি। এই কমিউনিটিটা আমার খুব ভালো লেগেছে। কারন এখানে আমি আমার নিজের কথা গুলো নিজের ভাষায় লিখতে পারবো। আসলে নিজের ভাষায় কথা বলে যতটা শান্তি পাওয়া যায় অন্য ভাষায় সেটা পাওয়া যায় না। আর নিজের ভাষা মানেই হলো মাতৃভাষা। মাতৃভাষায় কথা বলে অপরকে যতটা সহজে বুঝানো যায়, অন্য ভাষা দ্বারা তা সম্ভব না। এজন্যই আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিকে এতো বেশি পছন্দ করি।

BeautyPlus_20211208202125281_save.jpg

এবার আমার সম্পর্কে কিছু বলা বলি, আমার বয়স ২৩ বছর, আমি খুলনা জেলায় বসবাস করি, আমার বাবা একজন ব্যবসায়ী এবং আমার মা গৃহিনী, আমরা এক ভাই, এক বোন, আমি পরিবারের ছোট সন্তান, আমি আমার পরিবারকে খুব ভালোবাসি ।

IMG_20211029_221554.jpg

শিক্ষাগত যোগ্যতা:
আমি বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের টেক্সটাইল ডিপার্টমেন্টের বি এস সি ইঞ্জিনিয়ারিং এর একজন রানিং ছাত্র।

আমার শখ:
আমি একজন ফটোগ্রাফার এবং ভ্রমণ পিপাসু, আমার প্রকৃতি সহ বিভিন্ন ধরনের ছবি তুলতে খুব ভালো লাগে, এবং আমি ভ্রমণ করতে খুব ভালবাসি। ভ্রমণের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যকে ধারণ করায় আমার শখ, এ ছাড়াও বাগান করতে খুব ভালোবাসি, আমার বাগানে বিভিন্ন ধরনের ফুল ও ফল গাছ আছে, আমি ব্যাতিক্রম ধরনের গাছ সংগ্রহ করতে পছন্দ করি।

IMG_1553.JPG

IMG_20210715_193328.jpg

আমি "আমার বাংলা ব্লগ" এই কমিউনিটিতে জয়েন হতে পেরে অত্যন্ত খুশি। আমার বাংলাদেশি যেসব ভাই বোনেরা steemit ওয়েবসাইট এর সাথে জড়িত আছেন, আমি চাই অবশ্যই তারা "আমার বাংলা ব্লগ" কমিউনিটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই কমিউনিটির সাথে থাকবেন। আমি steemit এ জয়েন করার পর দেখলাম আমার ইনস্টিটিউটের এক বন্ধু ও steemit এ কাজ করে, তখন আমি তার থেকে এই প্লাটফর্ম সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। পরে আমার বন্ধু আমাকে "আমার বাংলা ব্লগ" সম্পর্কে অবগত করলো। বন্ধুর মুখ থেকে শুনে আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে জইন হতে ইচ্ছা পোষন করি। আমি এই কমিউনিটি ঘুরে দেখছি যেখানে সবাই অত্যন্ত সৃজনশীল এবং মেধাবী। আশা করি, আমিও সবার মতই ভালো কিছু কর‍তে পারবো। আমি অবশ্যই এই কমিউনিটির সব নিয়ম কানুন মেনে চলবো এবং এই কমিউনিটির সাথে থাকবো। অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু @alsarzilsiam যে আমাকে এতো সুন্দর একটি কমিউনিটির সন্ধান দিয়েছে।

আমার ইউজার নেইম হলো @smtanvir.
সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পরিচিতিমূলক পোষ্টটি সময় নিয়ে পড়ার জন্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগত জানাই, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের একমাত্র ঠিকানা। ব্লগিং শুরু করার আগে আমাদের Discord সার্ভারে যোগ দিন। পাশাপাশি আমাদের কমিউনিটির প্রত্যেকটি Pin করা পোস্ট পড়বেন। আশা করি আপনার স্টিমিট যাত্রা শুভ হোক। ধন্যবাদ।

🥰🥰🥰

Loading...