হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম
প্রথমেই সবাইকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ও মহান আল্লাহ তায়ালা রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো বাড়িতে ফিরে আমাদের জমিরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত নাইট ট্রুনামেন্ট ফাইনাল খেলা উপভোগ করার কিছু কথা ও দৃশ্য।তাহলে চলো বন্ধুরা কিছু কথা ও দৃশ্য শুনে আশা যাকঃ-
নাইট ট্রুর্নামেন্ট
দিনটি ছিল ১২ই জানুয়ারি।আমি তখন পড়াশোনা করার কারণে হোস্টল এ থাকতাম।১২ই জানুয়ারি সকাল বেলা আমি রুমে সুয়ে একটু ফেসবুকে বন্ধুদের সাথে সময় কাটাছিলাম।তখন দেখি আমার এক গ্রামের ছোট ভাই ফেসবুকে পোস্ট করেছে আজকে রাত ৭.৩০ এর দিক আমাদের জমিরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে নাইট ট্রুনামেন্ট ফাইনাল খেলাটি আয়োজিত করা হবে।
তাই আর ফেসবুকে করা পোস্টটি দেখে আমার বন্ধুকে সুভকে ফোন দিলাম।ফোন দিয়ে তখন ফাইনাল খেলার কথা বললাম।সে উত্তরে বললো আমাকে ও সে কথাটি জানাতে চাইতেছিল।সুভোর সাথে কথা বলার পর আমি সৈকত কে ফোন দিলাম এবং তাকে ও নাইট ট্রুনামেন্ট এর কথা বললাম।তখন সে এক পায়ে রাজি নাইট ট্রুনামেন্ট খেলাটি দেখতে যাওয়ার জন্য।তখন আমরা তিনজনে সিদ্ধান্ত নিলাম বিকাল বেলা ট্রেন এ করে বাড়ির উদ্দেশ্য রওনা দিব।
রংপুর রেলওয়ে স্টেশন
বিকেল ৪ টার দিক আমার বন্ধু সুভো ফোন দিয়ে রংপুর রেল স্টেশন এ আসতে বলে। তখন আমি সৈকত কে বলি রেডি হয়ে আসতে রংপুর রে স্টেশন এ আসতে।তারপর আমি তারাতাড়ি রেডি হয়ে রংপুর রেল স্টেশন এ চলে আসি।এসে দেখি আমি এ দেরি করে রংপুর রেল স্টেশন এ এসেছি। তারপর আমরা কিছু সময় স্টেশন এর প্লাটফর্মে থাকা বসার আসনে বসে থাকলাম।রংপুর থেকে পার্বতীপুর যাওয়ার অন্তগামী ট্রেনটি ছিলো ৪.৪৫ এ। কিন্তু রেল ক্রোসিং এর কারণে ট্রেন টি ৫. ২০ এ রংপুর রেল স্টেশন থেকে ছাড়বে বলে রেল স্টেশন কতৃপক্ষ ঘোষণা দেয়।তখন আমরা কিছু সময়ের জন্য রংপুর রেল স্টেশনটি পরিদর্শন করি এবং রেল স্টেশন এর কয়েকটি ছবি তুলি।
রেল ক্রোসিং
অন্তগামী ট্রেনটি ঠিক ৫.২০ এ রংপুর রেলস্টেশন থেকে পার্বতীপুর রেল স্টেশন এর উদ্দেশ্য রওনা দেয়। রংপুর থেকে পার্বতীপুর রেল স্টেশন যেতে তিনটি রেল স্টেশন অতিক্রম করতে হয়।রংপুর থেকে পার্বতীপুর রেলস্টেশন এর দুরত্ব প্রায় ৫০ কিলোমিটার । রেল ভ্রমণ অনেক আনন্দের একটি ভ্রমণ। কিন্তু যদি রওনার পথে রেল ক্রোসিং হয় তাহলে সেটি খুবেই বিরক্ত কর হয়ে উঠে।ঠিক আমাদের সাথে তেমনটি ঘঠলো।বদরগঞ্জ রেলস্টেশন এ এসে আমাদের ট্রেনটির রেল ক্রোসিং হয়।সেখানে প্রায় ৩০ মিনিট এর মতো অপেক্ষা।তখন আমরা লক্ষ্য করি বদরগঞ্জ রেল স্টেশন থাকা একটি ফাস্ট ফুডস এর দোকান। সেখান থেকে আমরা মুড়ি মাকা,চিপস ক্রয় করি খাওয়ার জন্য।তারপর সেগুলো নিয়ে ট্রেন এ উঠি। ট্রেন এ উঠার ঠিক ৫ মিনিট পর আবার ট্রেনটি পার্বতীপুর রেল স্টেশন এর দিকে যাত্রা করে এবং আমরা ২০ মিনিট পর পার্বতীপুর রেল স্টেশন এ এসে পৌন্ছায়।
- অবশেষ, আমরা পার্বতীপুর রেল স্টেশন থেকে জমিরহাট উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্য একটি অটোরিকশা ভাড়া করে রওনা দেয়।প্রায় ৭.৩০ এ আমরা কাঙ্খিত স্থানো পৌন্ছায়।কিন্তু তক্ষখনে নাইট ট্রুনামেন্ট এর ফাইনাল ম্যাচটি শুরু হয়ে গেছে।
খেলার কিছু মুহূর্ত ও দৃশ্য
ম্যাচটি ছিল পার্বতীপুর হুকলীপাড়া ক্রিকেট স্পোর্টিং ক্লাব বনাম জমিরহাট ক্রিকেট একাদশ স্পোর্টিং ক্লাব এর মধ্যেকার। আমরা যেহেতু জমিরহাট এলাকার বাসী তাই আমাদের সমর্থন ছিল জমিরহাট একাদশ এর দিকে।তারপর আমরা খেলাটি আনন্দের সহিত উপভোগ করি।
খেলাটির কিছু মুহূর্ত আমি ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরলাম।
- নাইট ট্রুনামেন্ট এর ফাইনাল ম্যাচটি ছিলো মুলত ৮ ওভার এর। প্রথম ব্যাট করে জমিরহাট একাদশ সংগ্রহ করে ৪৫ রান। কিন্তু আমার কাছে রানটি যথেষ্ট মনে হচ্ছিল না জিতার জন্য।আর তেমটি ঘটলো।মাত্র ৫ ওভার ৪ বলে পার্বতীপুর স্পোটিং ক্লাব তাদের লক্ষ্যে পৌন্ছে গেল ৪ উইকেট এ।কিন্তু জমিরহাট একাদশ অনেক ভালো খেলে তাদের জন্য আমার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই।
সবাইকে আবারো আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি। আশা করি আমার পোস্টটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে এতো মুল্যবান সময় নষ্ট করে আমার পোস্টি পড়ার জন্য।সবাই ভালো থাকবেন এবং নিজের ও পরিবারের খেয়াল রাখবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit