||বন্ধুদের নিয়ে আশুরার বিল কাঠের ব্রিজ ভ্রমণ||১০ % সাই - ফক্স এর জন্য।

in hive-129948 •  2 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যগণের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ,আদাব এবং অন্যান্য ধর্মাবল্বীদের প্রতি আমার প্রাণ ঢালা ভালোবাসা।


৫ই আগস্ট ২০২২ খিস্টাব্দ
২১শে শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ

20220803_144343.jpg

Device: Samsung m21
What's 3 word location

দিনটি ছিল ৪ই আগস্ট ২০২২ ,অনেকদিন থেকেই প্ল্যান করতেছিলাম যে কাঠের ব্রিজ যাবো ঘুরতে কিন্তু আজ না হয় কাল ,কল না হয় পরশু এভাবেই দিন দিন চলে যায় এর উপর আমার লেভেল ৫ এর পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয় যার ফলে আমিও পিছুটান দেই। কেননা কত প্রতিক্ষার পর ভেরিফাইড হওয়ার সুযোগ পেয়েছি সেই সুযোগ কি আর মিস করা যায় এরপর পরীক্ষায় সাফল্য হওয়ায় আমার মন প্রফুল্ল হয়ে গেলো । রাতে রাসেলকে বলি পরের দিন যাই ,রাসেল ও সম্মতি প্রষণ করেন এভাবেই রাত টা চলে যায় পরের দিন ৪ঠা আগস্ট দুপুর বেলা কলেজ থেকে এসে আমি রাসেল ,মেহেদী এদের রুম এ যাই ।যার ফলে সেখানে কথা উঠে কি হইলো আজকেও যাওয়া হলো না ,মেহেদী বলে উঠে আর কক্ষনেই যাবো না ।এরপর নিরব রুম এ আসে বলে রাখা ভালো নিরব এর বাড়ি নবাবগঞ্জ। যার কারণে তারসাথে তার এলাকা গেলে আমরা ভালোভাবে ঘুরতে পারবো ,সকাল এ উঠতে না পাড়ার কারণে কারো মুখে হাসি নেই ,কারণ ভাবতেছিলাম আজকেও যাওয়া হবে না ।নিরব রুম এ আসার পর কথায় কথায় বললাম আজকেই যাবো যে করেই হউক না কেনো ,সকল এ সম্মতি দেয়।মাসের শেষ হওয়ায় পকেট এর অবস্থা খুবই খারাপ ,বাড়ি থেকে টাকা এখনও সবাইকে দেয় নি সকল এ অল্প করে কিছু টাকা নিয়ে বের হই। এরপর বাহিরে শুরু হয় বৃষ্টি বাস স্ট্যান্ড কাছেই হওয়ায় বাস স্ট্যান্ড যেতে খুব সমস্যা হই নি দৌড় দিয়ে সেখানে পৌঁছাই,সেখানে টিকেট ক্রয় করে সোজা বাস এ অবস্থান নেই আমাদের জায়গা হয় বাস এর শেষ মাথায় যাইহোক আমরা সেটা মেনে নেই ।এভাই বাস ছেড়ে দেয় কিছুদূর গিয়ে বিশাল একটা ধাক্কা খাই বিষয়টা সেভাবে আমরা সিরিয়াস নেই নি ,বেশ কিছুক্ষণ যাওয়ার পর বাস এ সমস্যা আসতে আসতে আমরা উপলব্ধি করতে পারি ।একসময় বাস পুরো ব্রেক ফেল করে বাস অনেক আস্তে আস্তে যাইতেছিল ফলে ড্রাইভার কোনরকম গাড়ি দাঁড় করায় ।

20220803_152846.jpg

Device: Samsung m21
What's 3 word location

গাড়ি দাঁড় করানোর পর গাড়ির সুপারভাইজার এর সাথে আমাদের লাগে ঝগড়া ,আমাদের কথা হইলো পুরো বাস চেক না করে আপনি কেন রাস্তায় গাড়ি নামালেন ।আমাদের কথা বলা দেখে অন্য যাত্রীরা কথা বলা শুরু করে , সুপারভাইজার কোনো উপায় না পেয়ে আমাদের টাকা ফিরিয়ে দেয় এবং যে যেভাবে পারে সেভাবেই বিভিন্ন গাড়িতে চরায় দেয় ।যাইহোক কিছুক্ষণ পর একটা লোকাল বাস আছে ,সুপারভাইজার আমাদের অনেক বিনয় এর সাথে অন্য বাস এ চড়তে বলে অবশেষে এ আমরা সকল এ সেই বাস এ উঠি।আমরাও বিষয়টা বুঝতে পাড়ি যে তাদের ও দোষ নেই তারা তো ইচ্ছে করে করেন নি ।এভাবেই লোকাল বাস এ করে বিরামপুর পর্যন্ত যাই ।সেখানে নেমেই দেখি আকাশ ভর্তি মেঘ এবং বাতাস ,এভাবেই সেখান থেকে সিএনজি স্ট্যান্ড এ যাই সেখানে গিয়ে সিএনজি ঠিক করে আমরা আশুরার বিল কাঠের ব্রিজ এর উদ্দেশ্যে রওনা দেই। কিছুদূর গিয়ে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয় ।

20220803_162459.jpg

Device: Samsung m21
What's 3 word location

এত পরিমাণ এ বৃষ্টি শুরু হয় সিএনজি এর পলিথিন আটকানো অসম্ভব হয়ে দাঁড়ায় , গাড়ির আমি একদিকে ধরে আছে ,মেহেদী আরেকদিকে ধরে আছে আর সামনে রাসেল ও সাদিক ধরে ছিল ।মাঝখান এ নিরব এর কোনো সমস্যা হয় না কারণ আমরা চতুর্দিকে যার কারনে তার গায়ে কোনো পানি পরে না ।একসময় গিয়ে আমরা খুব কষ্ট করে আশুরার বিল এ গিয়ে অবতরণ করি সেখান এ নেমেই আমরা ছাওনিতে গিয়ে আশ্রয় নেই তখনও মুসুল ধারায় বৃষ্টি নামতেই থাকে ।
20220803_164952.jpg20220803_165113.jpg

Device: Samsung m21
What's 3 word location

বনের ভিতর ঝুম ঝুম বৃষ্টিতে আমাদের মন আনন্দে আত্নহারা হয়ে এতক্ষণ যে কষ্টটা করেছি তা নিমিষেই মিশে যায় । সেখান দাড়িয়ে আমাদের আবার আরো কিছু বড় ভাইদের সাথে পরিচয় হলাম ভাইগুলো অনেক আন্তরিকতার ছিল তাদের ছাতা আমাদের দেয় বিভিন্ন সাহায্য করে ,এরপর বৃষ্টি কমে গেলে আমরা বাহিরে বের হই বের হয়ে সেখানকার মাটি পিচ্ছিল হওয়ায় আমি উল্টে পড়ে যেতে লাগতেছিল ।এভাবেই সেখান থেকে পার হয়ে আমরা কাঠের ব্রিজ এর নিকট যাওয়া শুরু করি বৃষ্টি ভেজা গাছগুলোর সৌন্দর্যের মাঝে আমরা হারিয়ে যাই সে এক অন্যরকম অনুভূতি যা লিখে প্রকাশ করা সম্ভব না ।এরপর আমরা কাঠ এর ব্রিজ এ যাই সেখানে গিয়ে সবাই ছবি তুলতে ব্যাস্ত।

IMG_0590.JPG

Device: canon eos 600D
What's 3 word location

এরপর সেখানে থাকতে থাকতে একসময় সন্ধ্যা নেমে যায় , সেখানে নিরব এর ছোট ভাইরা আসে আরও অনেক আন্তরিকতার তারা আমাদের অনেক সম্মান এর সহিত স্বাগত জানায়,তাদের ভালোবাসায় সত্যিই মুগ্ধ ।সন্ধ্যা পেরিয়ে রাত হয় সেই বাগান এ আমরা ওঠার জন্য রেডি হয়ে বের হই কিন্তু রাতের বেলায় বাগান এ অনেক রাস্তা হওয়ায় ভুলক্রমে অন্য রাস্তায় যাই ,রাস্তায় গিয়ে সেখান থেকে আবার ফিরিয়ে আসি প্রথম এর জায়গায় এসে আবার সঠিক রাস্তা ধরে বের হই বের হয়ে আমরা সকল এ মেস ফেরার উদ্দেশ্যে রওনা দেই ।স্টেশন আসি আসে দেখি পার্বতীপুর পর্যন্ত ট্রেন টা আছে সকল এ সিদ্ধান্ত নেই সেখানে পর্যন্ত গিয়ে বসে থাকবো ।সে কোথায় ঠিক হয় এরপর খাওয়া খাইতে বসি ,খাওয়া শেষ হতে না হতেই ট্রেন আসে তাড়াতাড়ি খাওয়া করে ট্রেন এ উঠে পড়ি।তারপর বিরামপুর থেকে পার্বতীপুর গিয়ে নামি ,নেমে শুনতে পারি দিনাজপুর এর ট্রেন আছে ২.৩০ এ আর আমরা ট্রেন থেকে নামি ১১.০০ টায় তাই সেখান এ আর বেশিক্ষণ অবস্থান করি না । যাই হোক সেখান এ গিয়ে দেখি কোনো বাস নেই ,একটা ব্যাটারি চালিত অটো অর্ধেক রাস্তা পর্যন্ত যাবে ।তাই আমরা ঐটাতে যেতে রাজি হই না পরক্ষণে একটা ট্রাক আসে আমরা সকল এ ট্রাকটিকে দাড়িয়ে আমরা তাকে অনেক অনুনয় বিনয় করে সেখান ট্রাক ড্রাইভারকে রাজি করাই এরপর ট্রাক এর চরে আলাদা অনুভূতি নিয়ে আমরা দিনাজপুর এসে পৌঁছাই ১২.১৪ মিনিট এ আসে পৌঁছাই ।

অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় নিয়ে আমার পুরো পোস্ট পড়ার জন্য ।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...RwL5fWNzc6XqCNLw7urmSjZk1p6m7tWWE7uhY29q5Lk18S3C7jZoBusqXKLrSHzuumvBS5xnVT5bnZRWbQ7HHRNqkvt71oWKNv8KN9FRgXmZeV1udtE5ZZi7xr.png

নিজের সম্পর্কে কিছু কথা :

আমার নাম মোহাম্মদ সজিব উদ্দিন ,আমার সব থেকে বড় পরিচয় আমি বাঙ্গালী ।আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়তেছি ,আমি একজন স্বাধীন চিত্ত প্রিয় মানুষ । আমার উপার্জিত কিছু অর্থ আমি গরীব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতে চাই ।

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3JqV7bbT3PhNfbHgyNngzcyCFw4TfaYm77TpqjAhtBLDYqvnas1GJLaFNNDWGS9...22RNB6YYmubtV5ucT8CTAdBzgh1XcPwSUYwzsUqZqhthEoc4g9w5HwvGi5etUzsPu7tB5KHo6ZRM6yzvhPX1XkLzAW6FCmTui5rkeXccbTyAe5DycanVRkyZ9g.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভেরিফাইড হওয়ার জন্য অভিনন্দন। এবং পথে বাস নষ্ট সত্যি এর থেকে বিরক্তিকর আর কিছু হতেই পারে না। কিন্তু এগুলো তো বলে আসে না। তবে শেষমেশ যে সেই কাঙ্ক্ষিত জায়গাই পৌছাতে পেরেছেন দেখে ভালো লাগছে। জায়গা টা বেশ দারুণ। অনেক সুন্দর লিখেছেন।।

অনেক ধন্যবাদ ভাই আমার পুরো পোস্ট পড়ার জন্য দোয়া রাখবেন সামনে ভালো ভাবে এগিয়ে যেতে পারি।

এরকম সুন্দর একটা যাত্রায় যদি গাড়ি নষ্ট হয়ে যায় তাহলে খুবই অসহ্যকর। শেষ পর্যন্ত সুপারভাইজার আপনাদের টাকা ফিরিয়ে দিয়েছে এটা দেখে ভালো লাগলো। আপনাদের মুহূর্তটা অনেক ভালো লাগলো। শেষ পর্যন্ত ভালই সময় উপভোগ করেছেন। মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য।

আসলে এই রকম পরিবেশ আমিও একদিন পড়েছিলাম। একদম বাজে অভিজ্ঞতা সম্মুখীন এর পড়ে গিয়েছিলাম। বিশেষ করে ভালো লেগেছে যে শেষ পর্যন্ত সুন্দর মূহুর্তগুলো উপভোগ করতে পারছেন। শুভ কামনা রইলো আপনার জন্য।

অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর করে কমেন্ট করার জন্য দোয়া রাখবেন ।

ফি আমানিল্লাহ ভাইয়া।আমার জন্য দোয়া করবেন।