আসসালমুআলাইকুম,আদাব।
আজ ,
২২ই জৈষ্ঠ্য ১৪২৮
৫ই জুন ২০২২ ইং
আমার বাংলা ব্লগ বাসি,কেমন আছেন সবাই । আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি ।আজ আমার জীবন এর প্রথম শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসবো ।
প্রথম এই বট গাছ টাকে দিয়ে শুরু করি ,এই বট গাছটা আজও সেই আগের মতন এ রয়েছে ।আজ থেকে ১৬ বছর আগেও সেই এক ডালপালা আজও সেই ডালপালা শুধু এই গাছ টাই রয়েছে আগের মত বাকি সব পাল্টে গেছে ।
এখানে থেকে আমার স্কুল জীবন শুরু , স্কুলের নাম ছিল রামডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল জীবন এর প্রথম পা এই স্কুল এ পরে ।কত যে স্মৃতি রয়েছে কত মারামারি করেছি স্কুল জীবন এর বন্ধুদের সাথে ,স্যার এর বেত এর মাইর আজও আমার মনে আছে ।একবার আমি ফাজলামি করে মেয়েদের বোতল এ হিসু করে দিয়েছিলাম এই নিয়ে স্যার আমাকে ২০০ বার কান ধরে উঠবস করেছিল ।সেদিন আমার পায়ে খুব ব্যাথা পেয়েছিলাম ।
ছবির পিছনে 2 টি রুম সেই আগের ।আজও আছে সেখানে আর ক্লাস হয় না সেখানে হাবিজাবি কাঠ,বেঞ্চ এর অংশ ইত্যাদি এখন থাকে অথচ সেখানে আমাদের ক্লাস হতো ,এই রুম এ আমার এক ঘটনা বলি আমি একদিন একটা ভাগ করতে পারি নি ,লাইলী মেডাম নামের এক ম্যাডাম ছিল তিনি অনেক ডেঞ্জারাস ছিল আমরা সবাই তাকে দেখে ভয় পাইতাম ।আমি তখন তৃতীয় শ্রেণীর ছাত্র, আমাকে ম্যাডাম ডেকে বলে এই ভাগ টা করো আমি না পারায় আমাকে যে মাইর টা দিল ।কি আর বলবো সেই মাইর খাওয়ার পরে আর কক্ষনোই ভাগ এ ভুল করতাম না ।
আমরা যখন পঞ্চম শ্রেণী পাশ করে বের হলাম তখন এই বিল্ডিংটি কাজ হচ্ছিল। এই বিল্ডিং এর উপর উঠে কত যে মজা করেছি। ক্রিকেট খেলতাম বলগুলো সব সময় এটার উপরে গিয়ে আটকে যেত।
আমাদের সময়কালে এগুলো কিছুই ছিল না। স্কুলের এই পরিবর্তন দেখে বেশ ভালই লাগলো কেননা প্রাইমারি জীবন সবারই কিছু না কিছু স্মৃতি রেখে চলে আসছে প্রাইমারি স্কুল থেকে। এগুলোতে চড়ে সেই ছোট্টবেলার কথাগুলো মনে করতে লাগলাম, যে পার্কে গেলে এই জায়গায় চরে প্যান্ট নষ্ট করছি । তাই এখানে চড়ে আমি আর আমার এক বন্ধু মিলে এখানে মজা নিলাম। বেশ ভালই লাগতেছিলো ,ছোটবেলায় ফিরে যাইতে মন টা ব্যাকুল হচ্ছিল।
অবশেষে এ সেখানে কিছুক্ষণ থেকে বারবার ঘুরে দেখতেছিলাম ,আর আমার কিছু স্মৃতি খুজতে লাগলাম ।কিন্তু সবকিছু নতুন হয়ে গিয়েছে । আসলে সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে যায়। সেখানে আমার পুরনো স্মৃতিগুলো বার বার চোখের সামনে ভাসতে ছিল এবং বুকের ভেতরটা কেমন জানি করে উঠতে লাগলো তাই সেখানে আর বেশিক্ষণ থাকলাম না ,এদিক এ সন্ধ্যা নেমে আসছিল তাই সেখান থেকে চলে আসলাম ।
ধন্যবাদ ।
ডিভাইস | মোবাইলে |
---|---|
অবস্থান | রামডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়,ডিমলা। |
দেখেই আমার প্রাথমিক বিদ্যালয়ের কথা মনে পড়ে গেল। কত স্মৃতি রয়েছে। আমার বিদ্যালয়ের পাশেও এইরকম একটা শহীদ মিনার ছিল। আহ কী সুন্দর সেই জায়গাটা আপনার পোস্ট টা দারুণ লাগল। আপনার প্রাথমিক বিদ্যালয় টা দেখছি অনেক সুন্দর। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনাদের প্রাইমারি স্কুল টা দেখে খুব ভালো লাগলো। বটগাছের কারণে আপনার স্কুলের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গেছে। ভালো লাগলো আপনার আজকের পোস্টটি ভাইয়া। আপনাকে ধন্যবাদ এটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার জন্য শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপু ,আসলেই প্রাইমারি জীবনে অনেক স্মৃতি রয়েছে সবার জীবন এ ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রাইমারি স্কুলে যখন আমরা পড়াশোনা করি তখন আসলে আমরা খুব ছোট থাকি আর সেই অনুভূতিতে আসে না. সব থেকে বেশি এখানেই আমাদের সব স্মৃতি লুকিয়ে থাকে। আপনি আজকে আপনার প্রাইমারি স্কুল পরিদর্শন করে আমাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন খুবই ভালো লাগছে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি এখনো আমার প্রাইমারি জীবনের অনেক স্মৃতি ভুলতে পারি নাই। আর কখনো ভুলতেও পারবো না। আপনার পোস্ট পড়ে নিজের সুপ্ত আবেগ গুলো জেগে উঠলো। আপনার পোস্ট অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ ভাই পুরো পোস্টটি পড়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রাইমারি স্কুল এ অনেক স্মৃতি মিশে আছে । খুব মিস করি প্রাইমারি স্কুল কে। যদিও আমি বেশি দিন পরিনি। অন্য স্কুল এ চলে গিয়েছিলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit