কলেজ থেকে ভ্রমণ এবং দুর্ঘটনার শিকার ||শেষ পর্ব|| ১০%সাই - ফক্স এবং ৫% এবিবি - স্কুল

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম ,আদাব।

আজ ,

২ ই শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ
১৭ ই জুলাই ২০২২খ্রিষ্টাব্দ



আমার বাংলা ব্লগ এর সকল সদস্য গণ আশা করতেছি ভালো আছেন ,আমিও ভালো আছি ।আজ ইন্ডাস্ট্রিয়াল ভ্রমণ এবং দুর্ঘটনা এর শেষ পর্ব আপনাদের সামনে তুলে ধরব ।

20220625_102702.jpg

ডিভাইস: মোবাইল
অবস্থান:পাওয়ার গ্রিড ,দিনাজপুর।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...RwL5fWNzc6XqCNLw7urmSjZk1p6m7tWWE7uhY29q5Lk18S3C7jZoBusqXKLrSHzuumvBS5xnVT5bnZRWbQ7HHRNqkvt71oWKNv8KN9FRgXmZeV1udtE5ZZi7xr.png

পানি ঢালতে ঢালতে একসময় আমরা ১০ মাইল পাওয়ার গ্রিড এ গিয়ে পৌঁছাই।এরপর আমাদের গেট এ স্যাররা প্রথম এ গিয়ে সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে আমাদের ভিতর এ নিয়ে যাওয়া হবে ,স্যার মহাদয় গণ ভিতর এ যান আমরা সকল এ গেট এর কাছে অবস্থান করি ,আমাদের সাথে আমাদের 2 ব্যাচ সিনিয়র এক আপু আমাদের ডিপার্টমেন্ট এর গেস্ট টিচার হিসেবে নিয়োগ হন ।অল্প বয়সী এবং অবিবাহিত মেডাম পেলে কি আর ছাড় দেওয়া যায় তাই সবাই বিভিন্ন রকম এর ফাজলামি করা শুরু করি ।ম্যাডাম ও আমাদের সাথে বেশ মজা করতেছিল । ম্যাডাম বোরকা পড়তেন তাই আমরা চোখদুটো ছাড়া ওনার কিছুই দেখতে পাই না ।ম্যাডাম টা অনেক ভালো মানুষ তিনি আমাদের সাথে বন্ধুসুলভ ভাবেই মিশেছে । যাই হোক বসে থাকতে থাকেতে আমার এক বন্ধু ম্যাডামকে কথা থেকে যেনো একটা আম কুড়ে পেয়ে ম্যাডামকে দেয় ম্যাডাম ও আম ধুয়ে বোরখার নিচ দিয়ে খাইতেছিল ।আমাদের সাথে আরেক স্যার ও ছিলেন অনি অনেক সহজসরল টাইপ এর তিনি তার ছাত্র জীবন এ অনেক পড়াশুনা করেছেন অনেক মেধাবী ,অতিরিক্ত মাত্রায় পড়াশুনা করায় তার মাথায় হালকা সমস্যা হয়েছিল এখনও এর কিছুটা প্রভাব রয়েছে ।আমাদের বিরক্তিবোধ হইতেছিল না কেননা স্যার এবং ম্যাডাম এর সাথেই ভালই মজা করতেছিলাম ।আড্ডার ফাঁকে একটু ছবি ও তুলে ফেললাম ।

20220625_104107.jpg

ডিভাইস: মোবাইল
অবস্থান:পাওয়ার গ্রিড ,দিনাজপুর।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...RwL5fWNzc6XqCNLw7urmSjZk1p6m7tWWE7uhY29q5Lk18S3C7jZoBusqXKLrSHzuumvBS5xnVT5bnZRWbQ7HHRNqkvt71oWKNv8KN9FRgXmZeV1udtE5ZZi7xr.png

ছবির পিছন এ আমাদের এক মাত্র বান্ধবী আরেকজন এতক্ষণ যেই ম্যাডামকে নিয়ে বলতেছিলাম। স্যার এর শিক্ষার্থী এই কোম্পানিতে চাকুরীরত অবস্থায় রয়েছে ,তাই স্যার যাওয়ার সাথে সাথে আমাদের ভিতর এ ঢুকার অনুমতি পেলাম ।এতক্ষণ ধরে যেই বিরক্তিবোধ ছিল না সেটা এখন কোম্পানির কর্মকর্তাদের ঢুকার আগে তাদের বকর বকর শুনতে শুনতে অবস্থা শেষ একেকজন লাইন এর পিছনে এসে বসে পড়তেছে আবার কারো কোমর এর ব্যাথা শুরু কিন্তু ওনারা তো বুজতেছিল না ওনারা বকর বকর করতেই লাগলো কথা গুলো অনেক দরকারি কিন্তু আমাদের কাছে তো বিরক্তির পাহাড় ।
20220625_115237.jpg20220625_115421.jpg

ডিভাইস: মোবাইল
অবস্থান:পাওয়ার গ্রিড ,দিনাজপুর।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...RwL5fWNzc6XqCNLw7urmSjZk1p6m7tWWE7uhY29q5Lk18S3C7jZoBusqXKLrSHzuumvBS5xnVT5bnZRWbQ7HHRNqkvt71oWKNv8KN9FRgXmZeV1udtE5ZZi7xr.png

একটা সময় সৌরভ লাইন এর বাহিরে যায় আর জাহিন মাটিতে বসে বসে পড়ে ,এরপর একসময় তাদের বক্তব্য শেষ হয় আমাদের ৪ টা দল এ ভাগ করে বিভক্ত করে দেওয়া হয় কারণ একসাথে সবাই গেলে হট্টগোল হতে পারে । তাই আমরা ৪ টা দল এ ভাগ হই,আমরা প্রথম এ যাই স্টেশন থেকে সাব স্টেশন এ আসে সেখানে ।আমাদের সাথে সেখানকার এ এক কর্মকর্তা আমাদের সঙ্গে যান এবং পুঙ্খানু ভাবে সবকিছুর কাজ বলতে লাগে ।সেখান এ গিয়ে আমরা দেখি এল.টি , এইচ.টি ,সার্কিট ব্রেকার সাব স্টেশন থেকে শহর,গ্রামাঞ্চল ,বিভিন্ন থানা উপজেলা ইত্যাদি পুরো প্রসেস আমাদের দেখানো হয় ।কিছু ছবি আপনাদের সামনে নিয়ে আসলাম ।

20220625_123759.jpg20220625_123803.jpg

ডিভাইস: মোবাইল
অবস্থান:পাওয়ার গ্রিড ,দিনাজপুর।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...RwL5fWNzc6XqCNLw7urmSjZk1p6m7tWWE7uhY29q5Lk18S3C7jZoBusqXKLrSHzuumvBS5xnVT5bnZRWbQ7HHRNqkvt71oWKNv8KN9FRgXmZeV1udtE5ZZi7xr.png

অনেক যন্ত্রাংশ আবার নষ্ট হওয়ায় তা ফেলে রাখা হয়েছে ,আবার বিভিন্ন জায়গায় সতর্কতা মেনে চলতে বলা হয়েছে কেনো না এই পাওয়ার গ্রিড এ ১৩২/৩৩ কে ভি বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয় এই জায়গা থেকে পুরো দিনাজপুর,ঠাকুগাঁও, পঞ্চগড় বিদ্যুৎ সাপ্লাই দেয়।এখানে আমাদের আইসোলেটর এর কাজ পুঙ্খানুভাবে দেখানো হলো ,আইসোলেটর হলো কিছুটা সুইচ এর সমন্বয় ,কারণ যেদিক এর আইসোলেটর দেওয়া হবে সেদিক এ বিদ্যুৎ প্রবাহিত হবে ।
20220625_123856.jpg20220625_130220.jpg

ডিভাইস: মোবাইল
অবস্থান:পাওয়ার গ্রিড ,দিনাজপুর।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...RwL5fWNzc6XqCNLw7urmSjZk1p6m7tWWE7uhY29q5Lk18S3C7jZoBusqXKLrSHzuumvBS5xnVT5bnZRWbQ7HHRNqkvt71oWKNv8KN9FRgXmZeV1udtE5ZZi7xr.png

সেখানকার কর্মকর্তা ও আমাদের গ্রুপ মিলে একই ফ্রেমে এ আবদ্ধ হই ,যদিওবা ছবি তোলা নিষিদ্ধ ছিল কিন্তু অনেক অনুরোধ এ একটা ছবি তুলতে পারি ,এরপর আমাদের মেইন কন্ট্রোল রুম এ নিয়ে যাওয়া হয় যেখানে বসেই পুরো সাব স্টেশন নিয়ন্ত্রণ করা হয় সেখান এ ঢুকে আমরা কিছুই বুঝতে পারি না কেননা হুট করেই অনেক প্রেসার মাথায় নেওয়া যাইতেছিল না তার উপর সকাল এ কিছু খাই নি ।কন্ট্রোল রুম এ সব কিছু দেখার পর আমরা আমাদের বন্ধুদের জন্য অপেক্ষা করি কারণ অন্য দল গুলো তখন ও শেষ করতে পারে নি তাদের সাব স্টেশন পরিদর্শন করা ।এর ফাঁকেই আমরা বাস এ কিছু ছবি তুলি ।কারণ আর হয়তো একসাথে ছবি তোলা নাও হতে পারে ।

20220625_111359.jpg

ডিভাইস: মোবাইল
অবস্থান:পাওয়ার গ্রিড ,দিনাজপুর।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...RwL5fWNzc6XqCNLw7urmSjZk1p6m7tWWE7uhY29q5Lk18S3C7jZoBusqXKLrSHzuumvBS5xnVT5bnZRWbQ7HHRNqkvt71oWKNv8KN9FRgXmZeV1udtE5ZZi7xr.png

এরপর সবাই একসাথে হয়ে বাস ছেড়ে দেয় সবকিছু ঠিকঠাক এ ছিল অন্তিম মুহূর্তে যখন আমরা কলেজ এর কাছাকাছি এসেছি তখন একের পর এক বন্ধু বাস থাকে নামতেছিল কারণ তাদের বাসা কাছেই তাই টারমিনাল এ অনেক এ নামটেছিল ,আমার গরম লাগতেছিলো তাই গেট এ যাই এদিক এ আমার এক বন্ধু বাস হালকা অবস্থায় নামতে গিয়ে পড়ে যায় কারণ চলন্ত বাস থেকে নামতে গেলে পড়বেই ,আমি তাকে দেখতেছিলাম এদিক এ আমাদের বাস এর ড্রাইভার মামা কে আমি বলতেছিলাম বাস দাড়ান এদিক এ আরেকটা বাস দ্বারা আমার মাথার পিছনে ধাক্কা লেগে আমাদের বাস এর জানালা ভেঙ্গে আমি পরে যাই ,সৃষ্টিকর্তা সেদিন হয়তো আমায় বাঁচিয়ে দিয়েছেন ,কেননা ১ ফিট দূরত্ব হবে ২ টা বাস এর মাঝে পরে গেছিলাম ।এই এক্সিডেন্ট এর কারণে আমি দীর্ঘদিন ধরে কমিউনিটিতে কাজ করতে পারি নি ,আমার মাথা ফেটে গিয়েছিল ৫ টা সেলাই দেওয়া হয় ,হতেও আঘাত পাই ,সেদিন আমার বন্ধুদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ তারা আমাকে মেডিকেল এ ভর্তি করায় আমার ওষুধ কিনে এনে রাতে আমার পাশে ছিল ,যা নিজের ভাই ও অনেক সময় করে না বাসায় ও জানতে পারি নি আব্বু - আম্মু অনেক টেনশন করবে আর আমার মা অনেক অসুস্থ মানুষ তাকে জানতে ভয় হইতেছিল তাই আর জানাই নি ।আবার অনেক সার্থপর বন্ধুকেও চিনতে পেরেছি ।আল্লাহর অশেষ রহমতে এখন মোটামুটি সুস্থ আছি ।


আল্লাহ হাফেজ



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!