আসসালমুআলাইকুম,আদাব।
আজ,
১৮ই জৈষ্ঠ্য ১৪২৮
১এ জুন ২০২২
হ্যাল্লো আমার বাংলা ব্লগ বাসি ,সকল এর প্রতি আমি সম্মান রেখে আজকে পোস্ট শুরু করতে যাইতেছি ।আপনারা সকল এ কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমিও ভালো আছি ।আজকে আমরা কয়েকজন বন্ধু মিলে মেস এর মিল ম্যানেজারকে পটিয়ে রেস্টুরেন্ট এ গিয়ে ছোট্ট পরিসরে খাওয়া ।
ডিভাইস:মোবাইল
প্রতিবার এর ন্যায় মাস এর শেষ এ আমাদের সকল বিষয় এর উপর হিসাব হয় ,খাওয়া খরচ ,গ্যাস বিল ,বুয়া বিল ইত্যাদি ।সাধারণত আমরা ৩০ জন মিল খাই এই মাস এ আরো ২০ জন অতিরিক্ত হওয়ায় আমরা ৫০ জন মিল খাইতেছি।তো আমরা তিন বন্ধু নিরব ,মেহেদী আর আমি মিলে বললাম চলো এবার ম্যানেজার কে ধরে কিছু একটা খাওয়া যাক তাই সকল এ মিলে ম্যানেজার এর কাছে গেলাম একটা কথা বলা ভালো ,ম্যানেজার কিন্তু আমাদেরই বন্ধু হয় তাই তাকে গিয়ে বলি যে মামা এবার তো অনেক টাকায় মারলি আমাদের কিছু ট্রিট দিবি না ।ও প্রথম এ কোনো ভাবেই রাজি না সে বলে মামা আমি খাওয়াতে পারবো না পরে একসময় তাকে তেল মেরে রাজি করাই ।এর পর আমরা দিনাজপুর এর লেগাসি নামক রেস্টুরেন্ট এ যাই ।
ডিভাইস:মোবাইল
রেস্টুরেন্ট এ গিয়ে খাবার এর অর্ডার কনফার্ম কোনো মতে করে এই যে একেক জন এর ছবি তোলার হিড়িক পড়ে গেলো কি আর বলবো ।আমিও যে সাধু তা কিন্তু নয় আমিও অনেক ছবি তুললাম ।
ডিভাইস:মোবাইল
এই সেই মেনেজার যাকে ভাঙ্গিয়ে আজ আমরা খেতে এসেছি।ছেলেটা এমনি ভালো কিন্তু মাঝে মাঝে একটু কথা শুনতে চায় না ।অন্যের কাছে কিপটামি করলেও আমাদের সাথে পারে না তাই তাকে জোর করে নিয়ে গেছি ।
ডিভাইস:মোবাইল
অনেকক্ষন আড্ডা দেওয়ার পর একসময় খাবার আসে ,খাবার খাওয়ার সময় আরেক কাহিনী ,একজন আরেকজন এর খাবার নিয়ে কাড়াকাড়ি ,রেস্টুরেন্ট এর মানুষ জন আমাদের দিকে তাকাই আছে ,সব বন্ধু বান্ধব একসাথে হলে মজাই আলাদা হয় ।মেহেদী তো চামুচ দিয়ে খেতে খুবই অসুবিধা মনে করে তাই সে হাত দিয়ে খাওয়া শুরু করে ।এই দেখে আমরা হাসতে হাসতে শেষ ।
অনেক মজা হয় সেখানে ।
অনেক ধন্যবাদ আমার পুরো পোস্টটি পড়ার জন্য ।
নিজের সম্পর্কে কিছু কথা :
মেসের ম্যানেজার বন্ধুকে ধরে লেগাসি রেস্টুরেন্টে বেশ ভালই খাওয়া দাওয়া করলেন। আসলে মেস লাইফে সবার জীবনে এরকম আনন্দের কিছু মুহূর্ত থাকে। আপনার আজকের ঘটনাটি পরে আমারও সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। যাই হোক মেসের মিলের টাকা মেরে দিয়ে সবাই মিলে খাওয়া-দাওয়া করলেন বেশ ভালই তো হা হা হা।
ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া আমার পুরো পোস্টটি পড়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধুদের সাথে ঘুরতে যেতে আসলে সব সময়ই ভাল লাগে। আর বন্ধুদেরকে এভাবে ভাঙ্গিয়ে খাওয়া কিন্তু আমার কাছে খুবই মজার একটি ব্যাপার। আপনি আপনার বন্ধুদের সাথে খুব ভালো সময় কাটিয়েছেন দেখে বোঝা যাচ্ছে। আর খুব সুন্দর সুন্দর সেলফি নিয়েছেন ধন্যবাদ আপনাকে এই মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ ভাই ,এত সুন্দর কমেন্ট করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit