নাটক রিভিউঃ "তুমি ময়" - মিজানুর রহমান আরিয়ান। 10% @shy-fox & 5% @abb-school.

in hive-129948 •  3 years ago 

হ্যালো সবাইকে।
কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভালোই আছেন।
আমিও ভালো আছি।


১৫ই আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ
২৯ জুন ২০২২ ইং

আজকে আমি আপনাদের সাথে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত একটি নাটক "তুমি ময়" এর রিভিউ শেয়ার করবো। ইউটিউব দেখার সময় হঠাৎ চোখের সামনে চলে আসলো নাটকটা। দেখা শুরু করলাম এবং ভালোও লাগলো। তাই আপনাদের সাথে অনুভূতি শেয়ার করতে আসলাম।


চলুন তাহলে শুরু করি

S20629-15120431.jpgস্ক্রিনশট ইউটিউব থেকে নেয়া

নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য
নামতুমি ময়
পরিচালকমিজানুর রহমান আরিয়ান
লেখকমিজানুর রহমান আরিয়ান
স্ক্রিনপ্লেফাইরুজ ফারিয়া
প্রযোজনাভিজুয়াল প্লেগ্রাউন্ড
ব্যাকগ্রাউন্ড মিউজিকতাহসিন আহমেদ
অভিনয়জিয়াউল ফারুক অপূর্ব
জাকিয়া বারি মম
কাজী নওসাবা
আনন্দ খালেদ
রুকসানা আলি হীরা
আলভি
দৈর্ঘ্য৪৪ঃ১১ মিনিট
ধরণড্রামা রোমান্টিক
ভাষাবাংলা
দেশবাংলাদেশ
নাটকের সারসংক্ষেপ
S20629-15121130.jpg

নাটকের প্রথমেই লিনা আহসান চরিত্রে অভিনয় করা অপূর্ব কে ফোন দিয়ে রাগত্ব স্বরে আজকের দিনের কথা মনে করিয়ে দেয়ার চেষ্টা করে যে আজকে তাদের ফার্স্ট লাভ এনিভার্সারি যা অপূর্ব একদমই ভুলে গিয়েছিলো আর এই দিনেই সে তাকে প্রপোজ করেছিলো। পরে অপূর্ব বলে কালকের সারাদিন ওর সাথে কাটাবে। লিনা তাকে চার টার সময় দেখা করতে বলে। পরে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক শুরু হয়ে যায়।

S20629-15132745.jpg
পরে দেখা যাবে কোন এক রেস্টুরেন্টে দাড়িয়ে থেকে লিনা অপূর্ব কে ফোন করে তার অবস্থান জানতে চাওয়ায় অপূর্ব বলে সে রাস্তায় আছে। এর পরভাতে কিছু বই নিয়ে এসে পরে অপূর্ব৷

S20629-15134321.jpg
বই দেখে লিনা খুশি হয়ে জিজ্ঞেস করলো সে কিভাবে জানলো তার বই পছন্দ। অপূর্ব উত্তরে কমন সেন্সের কথা বলে তার প্রাক্তন বুশরার কথা মুখ ফসকে বলে ফেলে এবং তা কাটিয়ে উঠার জন্য সে কথা অন্য দিলে ঘুরিয়ে নেয়। এ আচরণ লিনার অদ্ভুত লাগে৷ পরে কিছু খাবার অর্ডার করা হয়৷

S20629-15144087.jpg
তারপর রাতে দেখা যাবে অপূর্ব বিছানায় ফোন চাপছে আর তার বন্ধু এসে হাল চাল জিজ্ঞেস করায় সে জানায় সারায়াজ সে লিনার সাথে ছিলো৷ তারপর বার্থডে নিয়ে কিছু কথা হয় এবং তার বন্ধু তাকে পরামর্শ দেয় গার্লফ্রেন্ড এর বার্থডে মনে না রাখতে পারলে গার্লফ্রেন্ড ফুরুত করে উড়াল দিবে৷ তার বন্ধু কাল নরসিংদী যাবে যার জন্য অপূর্বকে বলে ব্যাগগুলোর বিষয়ে সাহায্য করতে৷

S20629-15150533.jpg
এখন রেলস্টেশনে দেখা যাবে প্রাক্তন প্রেমিকা বুশরার সাথে। অবাক দৃষ্টিতে একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ৷ তারপর স্টেশনে বসে কিছু আলাপ আলোচনা হয়। কথা প্রসঙ্গে একজনের আরেকজনের স্টেশনে আসার কারণ জিজ্ঞেস করায় অপূর্ব বলে সে তার ফ্রেন্ডকে দিতে আসছিলো আর বুশরা জানায় সে কুমিল্লা খালার বাসায় কাজে যাচ্ছে৷ এখানে কিছুক্ষণ অতীত স্মৃতিচারণ করা হয়। মনে করা হয় কিভাবে তাদের পরিচয় তা থেকে কিভাবে পরিনয়ে রুপান্তরিত হয়ে সব সম্পর্ক ছিন্ন হয়ে যায় ভুল বোঝাবুঝিতে৷ এখানে মনে করা হয় বুশরার বার্থডে তে পছন্দের বইয়ের বাক্স নিয়ে তাকে কিভাবে সারপ্রাইজড করা হয়েছিলো৷ এরপর ট্রেন চলে আসে, বুশরা চলে যেতে চায় অপূর্ব জিজ্ঞেস করে আর দেখা কি হবে না। বুশরা জানায় তার বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলে পক্ষ তাকে দেখতে আসবে৷ আবার ব্যাকগ্রাউন্ড মিউজিক শুরু হবে।

S20629-15225040.jpg
পরে দেখা যাবে অপূর্ব মনমরা হয়ে শুয়ে আছে এবং তার বন্ধু এসে দিনকালের অবস্থা জিজ্ঞেস করে।পরে জানায় স্টেশনে তার বুশরার সাথে দেখা হয়েছিলো এবং তার বিয়ে ঠিক হয়ে গেছে। তার বন্ধু তাকে বলে এটা কোন সমস্যা না। অপূর্ব আসলে এখনও বুশরা কে ভালোনাসে কিনা তা ভালো করে বোঝার জন্য তাকে তার বন্ধু বুদ্ধি দেয় তার সকল প্রাক্তনের সাথে দেখা করে জেনে নেয়া যে যে ফিলিংস বুশরার জন্য হচ্ছে তা সবার জন্যই হয় কিনা।

S20629-15260189.jpg
S20629-15280109.jpg
এরপর একে একে শান্তার সাথে দেখা করে। হাত ধরে। বুঝতে চায় তার সাথে দেখা করেও ফিলিংস একই কিনা৷ পরে দেখে শান্তার প্রতি তার ওইরকম ফিলিংস নেই। এরপর সে দেখা করে তার আরেক প্রাক্তনের সাথে যার নাম রুবিনা৷ রুবিনার সাথে দেখা করেও তার ওইরকম ফিলিংস হয় না যেরকম বুশরার জন্য হচ্ছে৷

S20629-15232771.jpg
এরপর তার বর্তমান প্রেমিকা লিনা ফোন দেয় এবং তাকে রাগত স্বরে বলে যে সে এত ব্যস্ত কেন যে তাকে ৫ মিনিটও সময় দেয় না। অপূর্ব তখন তাকে এড়িয়ে যায়৷

S20629-15300995.jpg
পরে দেখা যায় বুশরার বাবা বুশরাকে এসে জিজ্ঞেস করে বিয়ে তে তার মত আছে কিনা। বুশরা হ্যা সূচক উত্তর দেয়৷

S20629-15310457.jpg
একদিন তার বন্ধু তাকে জিজ্ঞেস করে সে আসলে এখন কি করবে। সে তাকে বুদ্ধি দেয় সিব কিছু লিনাকে খুলে বলা৷ লিনা সব শুনে মন খারাপ করে এবং বলে নতুন সম্পর্কে আসার আগে পুরনো সম্পর্কটাকে ভুলে না আসলে অপর আরেকটি জীবন নষ্ট হয়। লিনা তাকে বলে সমস্যা নেই, তুমি আর দেরি না করে বুশরার কাছে যাও। নইলে বুশরাকেও হারাবে৷

S20629-15383251.jpg
অপূর্ব ছুটে চলে যায় বুশরাদের বাড়ি রাতের বেলা। বুশরা এবং পরিবারের লোকজন একসাথে বসে গহনা দেখছিলো। হঠাৎ তার আগমনে সবাই অবাক হয় এবং অপূর্ব নিজেকে পরিচয় করিয়ে দেয় সে বুশরার ফ্রেন্ড। দুবছর আগে ভুল বোঝাবুঝিতে তাদের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিলো। আজ তাই সে তাকে সরি বলতে এসেছে। সিবাই তাদের কথা বলতে দিয়ে রুম ত্যাগ করে। অপূর্ব সব কিছু খুলে বলে বুশরাকে চায়৷ বুশরা বলে এত সহজ না সব কিছু যে কেউ চাইলো ভুল বুঝে চলে গেলো এবং ফিরে এসে সরি বলে সব ঠিক করে দিলো।

S20629-15401663.jpg
অপূর্ব হতাশ হয়ে ফিরে আসে। এদিকে বুশরা তার বাবার সাথে কথা বলে সে রাতেই অপূর্বর বাসার সামনে এসে পড়ে এবং তারা এক হয়ে যায়।
S20629-21033064.jpg

ব্যক্তিগত মতামত

নাটিকটি আসলে দেখে প্রথম দিকে খারাপ লাগছিলো না৷ কাস্ট গুলো বেশ ভালো অভিএকরে যাচ্ছিলো৷ ব্যক্তি জীবনে মানুষের অতীত থাকে। সে অতীতের বাস্তব চিত্র হয়তো পরিচালক তুলে আনার চেষ্টা করেছেন৷ প্রতিটি অভিনয় শিল্পী বিশেষ করে ফোকাসে থাকা জিয়াউল ফারুক অপূর্ব আর জাকিয়া বারি মম অতটা নিজেদের মেলে ধরতে পেরেছিলো কিনা তা নিয়ে হাল্কা একটা খটকা তৈরি হয়েছিলো। আমরা এর আগেও দেখেছি জিয়াউল ফারুক অপূর্ব আমাদের সুন্দর সুন্দর অভিনয় করে সুন্দর নাটক উপহার দিয়েছেন৷ মানুষের চোখে পানি পর্যন্ত আনিয়ে ছেড়েছেন তিনি বড় ছেলে নাটকে। সে এই আহসান চরিত্রে হয়তো ওইরকম ভাবে নিজেকে মেলে ধরতে পারে নি তবুও বেশ সুন্দর অভিনয় করার চেষ্টা করেছেন। জাকিয়া বারি মম কেমন অভিনয় করে আমরা মোটামুটি সবাই জানি৷ যারা নাটক দেখেন তারা বলতে পারবেন। তিনিও একজন ভালো মানের শিল্পী। বেশ ভালো করেছেন নাটকটি দেখে মনে হলো। ভুল বোঝাবুঝি যে কোন সম্পর্কের জন্যই ভালো না তা আমরা এ নাটকটি দেখলেও বুঝতে পারবো।

ব্যক্তিগত রেটিংঃ
৬.৫/১০


নাটকটির ইউটিউব লিংক
শেয়ার করা সব ছবি এখান থেকে স্ক্রিনশট নেয়া


ধন্যবাদ সবাইকে।
ভালো থাকবেন সবাই।
সবার জন্য শুভকামনা।


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অপূর্ব নাটক গুলো আমি অনেক পছন্দ করি আমার অনেক ফেভারিট একজন নায়ক হচ্ছেন অপূর্ব । আপনার করা নাটকটি দেখা হয়নি আজও তবে আমি সময় পেলে নাটকটি একবার দেখার চেষ্টা করব । আপনি খুবই সুন্দর ভাবে নাটকটি আমাদের মাঝে তুলে ধরেছেন খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে।

নাটকটি ভালোই ছিলো ভাই। সময় পেলে দেখতে পারেন৷

ভাইয়া আপনার নাটকের রিভিউ দেখতে পেরে অনেক ভালো লাগলো। অপূর্ব ভাইয়া যে কোনো নাটক আমার কাছে অনেক ভালো লাগে। তবে এই নাটকটি আমি আগে দেখিনি। আজ আপনার মাধ্যমে দেখতে পেলাম। ধন্যবাদ আপনাকে

জ্বি আপু অপূর্ব অনেক ভালো ভালো নাটক উপহার দিয়েছেন আমাদের। তার নাটক আমারও পছন্দ হয়৷ ধন্যবাদ আপু আপনাকে৷

সুন্দর একটি নাটক রিভিউ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন যদিও এই নাটক এখন পর্যন্ত দেখা হয়নি তবে খুব শীঘ্রই নাটকটি দেখব। সংক্ষিপ্ত আকারে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনাকে ধন্যবাদ ভাই৷ নাটকটি মোটামুটি ভালোই ছিলো। চাইলে দেখতে পারেন৷