DIY || ডিজিটাল ল্যান্ডস্কেপ - চন্দ্রপ্রভার সৌন্দর্য। 10% @shy-fox

in hive-129948 •  2 years ago 

হ্যালো সবাইকে।
কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভালোই আছেন।
আমিও ভালো আছি।


২১শে শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ
০৫ আগষ্ট ২০২২ ইং

আজকে আমি আপনাদের সাথে পূর্ণিমা রাতের সৌন্দর্য Photopea দিয়ে এঁকে শেয়ার করবো।
আজকে Photopea ব্যবহার করছি কারণ আমার ল্যাপটপে ফটোশপে একটু ঝামেলা হচ্ছে ।
Photopea প্রায় ফটোশপের মতোই। সব কিছুই আছে এতে প্রায়। তাই ব্যবহার করতে কোন সমস্যা হয় নি।

Project steem art-01-final.png

“চাঁদের হাসির বাঁধ ভেঙ্গেছে, উছলে পড়ে আলো ।
ও রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো”।

---রবীন্দ্রনাথ ঠাকুর

পূর্ণিমার চাঁদ পরিবেশ কে সৌন্দর্য মণ্ডিত করে। চাঁদ যেমন আকাশের বুকে এক বিশালতায় খুব সুক্ষ্ণভাবে পথিকের পথচলায় সাহস যোগায় তেমনি আনন্দ যোগায় ধরণীর বুকে থাকা প্রত্যেকটি প্রাণির হৃদয়ে। এমন ঝলমলে পূর্ণিমার রাতে আকাশ যেন কপালে আবেগ উচ্ছ্বলিত আলোর টিপ পড়ে। এই পূর্ণিমার চাঁদ মাঝে মাঝে মেঘের আড়াল থেকে সদ্য পর্দানশীন বধূর মতো বেরিয়ে আসে। আশচর্য্য আর বিশাল আকর্ষণীয়তায় মুগ্ধ করে তোলে সবাইকে। অনেকে বিশ্বাস করে চাঁদ আর মানব মন খুব বেশি সম্পৃত। খুব কাছের কেউ একজনের তালিকায় অকৃতিম বন্ধুর মতো হয়ে থাকে এ চাঁদ। কারো মন খারাপ, কেউ অনেক বেশি হতাশ! খোলা আকাশের নিচে বসে হাত দুটো পিছনে রেখে অথবা দূর্বাঘাসে পিঠ এলিয়ে দিয়ে বিশাল আকাশের বুকে জেগে থাকা আলোয় ঝকঝক করা চাঁদের দিকে তাকালেই মনে সাহস আসে, আসে আত্মবিশ্বাস।
কাজী নজরুল ইসলাম মনের ভাব প্রকাশ করেন-

“সপ্তর্ষির তারা-পালঙ্কে ঘুমায় আকাশ-রাণী,
সেহেলি “লায়লী” দিয়ে গেছে চুপে ক‚হেলী-মশারী টানি!”

কাজী নজরুল পূর্ণিমার সৌন্দর্য অনেকভাবে প্রকাশ করার চেষ্টা করেছেন।

“কোন্ শরতে পূর্ণিমা-চাঁদ আসিলে এ ধরাতল।
কে মথিল তব তরে কোন্ সে ব্যথার সিন্ধু-জল”।

তো চলুন এখন দেখে নেয়া যাক কিভাবে Photopea এর সাহায্যে এই চিত্র আমি অঙ্কন করলাম।

চিত্রাঙ্কনে ব্যবহৃত সফটওয়্যার
Photopea

এবার চলুন ধাপে ধাপে দেখে নেয়া যাকঃ


ধাপঃ ১

প্রথমে একটি নতুন সাদা পেজ নিবো

1.png
ধাপঃ ২

এ ধাপে Brush Tool সেলেক্ট করে নিয়ে দুই কালারের মিশ্রনে গোল করে নিবো

2.png
ধাপঃ ৩

এরপর আরো কিছু কালারের সাহায্যে পুরো ক্যানভাস নিচের মতো করে এঁকে নিবো

3.png
ধাপঃ ৪

এ ধাপে Box Blur করে দিয়ে হাল্কা একটু Noise যোগ করে একটি সাদা রঙের বৃত্ত এঁকে নিবো এবং সেই সাথে বৃত্তটার Outer shadow হাল্কা দিয়ে দিবো।

4.png
ধাপঃ ৫

এখন Pen Tool এর মাধ্যমে নিচের মতো করে একটা Shape এঁকে নেওয়ার চেষ্টা করবো

5.png
ধাপঃ ৬

এবার একটি নতুন Layer যোগ করে আগের Shape টার ঠিক হাল্কা একটু উপর দিয়ে Brush Tool এর মাধ্যমে কালার করে দিবো

6.png
ধাপঃ ৭

এরপর এখন আগে দেয়া কালার টা পরিবর্তন করে নিয়ে এ Layer টাতেও ১৪% এর মতো Noise দিয়ে দেবো যাতে সুন্দর লাগে

7.png
ধাপঃ ৮

এখন চিত্রের দুইপাশে দুটি করে গাছ এঁকে দিবো এবং সুন্দর করে তাদের বসিয়ে দিবো।

8.png
ধাপঃ ৯

এপর্যায়ে Pen Tool সিলেক্ট করে তার সাইজ ১৫ নিয়ে ,কালার সাদা করে বিভিন্ন জায়গায় ছোট করে করে দিয়ে দেবো যাতে সেগুলো তারার মতো লাগে। এরপর সেগুলোর Contrash এবং brightness কমিয়ে বাড়িয়ে দৃষ্টিনন্দন করার চেষ্টা করবো।

9.png
ধাপঃ ১০

এখন ফাইলটি Device এ Save করে নিবো।

Project steem art-01.png

জানি না কতটুকু সুন্দর করতে পেরেছি। তবে ভিন্ন কিছু শেখার তাগিদ আমার অনেক পুরনো। তারই বহিঃপ্রকাশ আজকের এই Photopea এর মাধ্যমে ঘটানোর চেষ্টা করলাম।

ধন্যবাদ সবাইকে।
ভালো থাকবেন সবাই।
সবার জন্য শুভকামনা।


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুব সুন্দর করেচি ডিজিটাল চিত্র আমাদের সামনে উপস্থাপন করেছেন। সতী যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। সেই সাথে আপনার উপস্থাপনা অনেক ভাল ছিল। খুব সুন্দর করে সবকিছু বর্ণনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর চোখ দিয়ে দেখার জন্য।
আপনার জন্যও শুভকামনা।

ডিজিটাল ল্যান্ডস্কেপ - চন্দ্রপ্রভার সৌন্দর্য খুব সুন্দর ডিজিটাল আর্ট করেছেন ভাইয়া।আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। সুন্দর ডিজিটাল আর্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।শুভকামনা রইল আপনার জন্য।

আপনাদের এমন এমন উৎসাহই আমার মুল উদ্দীপক হিসেবে কাজ করে।
ধন্যবাদ আপু আপনাকে পাশে থাকার জন্য।

আপনার ডিজিটাল আর্ট টি খুবই ইউনিক হয়েছে। গতানুগতিক ধারার বাইরে একটি আর্ট করে আজকে আপনি আমাদের সাথে তুলে ধরেছেন এবং সেটা যথাযথ বর্ণনার মাধ্যমে ধন্যবাদ আপনাকে।

ক্ষুদ্র প্রচেষ্টা ভাই। শেখার চেষ্টায় আছি।
দোয়া করবেন যেন আরো ভালো ভাবে এগিয়ে যেতে পারি।
ধন্যবাদ ভাই আপনাকে।

অনেক ভালো ছিল আশা করি ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবেন। এগিয়ে যান সে কামনা থাকবে।

ভাইয়া আপনি Photopea সফটওয়্যার দিয়ে তো খুব সুন্দর একটি জিটাল ল্যান্ডস্কেপ চন্দ্রপ্রভার সৌন্দর্য অঙ্কন করেছেন। আপনার চিন্তা ধারা অনেক সুন্দর। আকাশের তারা গুলো অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ ভাইয়া।

সুন্দর করে দেখার জন্য ধন্যবাদ ভাই আপনাকে। দোয়া এবং ভালোবাসা রাখবেন আমার জন্য।