হ্যালো সবাইকে।
কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভালোই আছেন।
আমিও ভালো আছি।
আজকে আমি আপনাদের সাথে পূর্ণিমা রাতের সৌন্দর্য Photopea দিয়ে এঁকে শেয়ার করবো।
আজকে Photopea ব্যবহার করছি কারণ আমার ল্যাপটপে ফটোশপে একটু ঝামেলা হচ্ছে ।
Photopea প্রায় ফটোশপের মতোই। সব কিছুই আছে এতে প্রায়। তাই ব্যবহার করতে কোন সমস্যা হয় নি।
“চাঁদের হাসির বাঁধ ভেঙ্গেছে, উছলে পড়ে আলো ।
ও রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো”।
কাজী নজরুল ইসলাম মনের ভাব প্রকাশ করেন-
“সপ্তর্ষির তারা-পালঙ্কে ঘুমায় আকাশ-রাণী,
সেহেলি “লায়লী” দিয়ে গেছে চুপে ক‚হেলী-মশারী টানি!”
কাজী নজরুল পূর্ণিমার সৌন্দর্য অনেকভাবে প্রকাশ করার চেষ্টা করেছেন।
“কোন্ শরতে পূর্ণিমা-চাঁদ আসিলে এ ধরাতল।
কে মথিল তব তরে কোন্ সে ব্যথার সিন্ধু-জল”।
এবার চলুন ধাপে ধাপে দেখে নেয়া যাকঃ
ধাপঃ ১ |
---|
প্রথমে একটি নতুন সাদা পেজ নিবো
ধাপঃ ২ |
---|
এ ধাপে Brush Tool সেলেক্ট করে নিয়ে দুই কালারের মিশ্রনে গোল করে নিবো
ধাপঃ ৩ |
---|
এরপর আরো কিছু কালারের সাহায্যে পুরো ক্যানভাস নিচের মতো করে এঁকে নিবো
ধাপঃ ৪ |
---|
এ ধাপে Box Blur করে দিয়ে হাল্কা একটু Noise যোগ করে একটি সাদা রঙের বৃত্ত এঁকে নিবো এবং সেই সাথে বৃত্তটার Outer shadow হাল্কা দিয়ে দিবো।
ধাপঃ ৫ |
---|
এখন Pen Tool এর মাধ্যমে নিচের মতো করে একটা Shape এঁকে নেওয়ার চেষ্টা করবো
ধাপঃ ৬ |
---|
এবার একটি নতুন Layer যোগ করে আগের Shape টার ঠিক হাল্কা একটু উপর দিয়ে Brush Tool এর মাধ্যমে কালার করে দিবো
ধাপঃ ৭ |
---|
এরপর এখন আগে দেয়া কালার টা পরিবর্তন করে নিয়ে এ Layer টাতেও ১৪% এর মতো Noise দিয়ে দেবো যাতে সুন্দর লাগে
ধাপঃ ৮ |
---|
এখন চিত্রের দুইপাশে দুটি করে গাছ এঁকে দিবো এবং সুন্দর করে তাদের বসিয়ে দিবো।
ধাপঃ ৯ |
---|
এপর্যায়ে Pen Tool সিলেক্ট করে তার সাইজ ১৫ নিয়ে ,কালার সাদা করে বিভিন্ন জায়গায় ছোট করে করে দিয়ে দেবো যাতে সেগুলো তারার মতো লাগে। এরপর সেগুলোর Contrash এবং brightness কমিয়ে বাড়িয়ে দৃষ্টিনন্দন করার চেষ্টা করবো।
ধাপঃ ১০ |
---|
এখন ফাইলটি Device এ Save করে নিবো।
ধন্যবাদ সবাইকে।
ভালো থাকবেন সবাই।
সবার জন্য শুভকামনা।
খুব সুন্দর করেচি ডিজিটাল চিত্র আমাদের সামনে উপস্থাপন করেছেন। সতী যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। সেই সাথে আপনার উপস্থাপনা অনেক ভাল ছিল। খুব সুন্দর করে সবকিছু বর্ণনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর চোখ দিয়ে দেখার জন্য।
আপনার জন্যও শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডিজিটাল ল্যান্ডস্কেপ - চন্দ্রপ্রভার সৌন্দর্য খুব সুন্দর ডিজিটাল আর্ট করেছেন ভাইয়া।আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। সুন্দর ডিজিটাল আর্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাদের এমন এমন উৎসাহই আমার মুল উদ্দীপক হিসেবে কাজ করে।
ধন্যবাদ আপু আপনাকে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ডিজিটাল আর্ট টি খুবই ইউনিক হয়েছে। গতানুগতিক ধারার বাইরে একটি আর্ট করে আজকে আপনি আমাদের সাথে তুলে ধরেছেন এবং সেটা যথাযথ বর্ণনার মাধ্যমে ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ক্ষুদ্র প্রচেষ্টা ভাই। শেখার চেষ্টায় আছি।
দোয়া করবেন যেন আরো ভালো ভাবে এগিয়ে যেতে পারি।
ধন্যবাদ ভাই আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ভালো ছিল আশা করি ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবেন। এগিয়ে যান সে কামনা থাকবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি Photopea সফটওয়্যার দিয়ে তো খুব সুন্দর একটি জিটাল ল্যান্ডস্কেপ চন্দ্রপ্রভার সৌন্দর্য অঙ্কন করেছেন। আপনার চিন্তা ধারা অনেক সুন্দর। আকাশের তারা গুলো অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর করে দেখার জন্য ধন্যবাদ ভাই আপনাকে। দোয়া এবং ভালোবাসা রাখবেন আমার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit