নিজে ভালো তো দুনিয়া ভালো। 10% @shy-fox & 5% @abb-school.

in hive-129948 •  3 years ago 

হ্যালো সবাইকে।
কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভালোই আছেন।
আমিও ভালো আছি।


৫ই আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ
১৯ জুন ২০২২ ইং

diversity-casual-teenager-team-success-winning-concept.jpg
Source: Freepik.com

এ দুনিয়ায় ভালো মন্দ সবাই আছি আমরা। আমরা মানুষ। আমাদের মধ্যে ভালো খারাপ দুটোই বিদ্যমান। প্রকৃতির সব কিছুতেই এমন। ভালো না থাকলে যেমন মন্দ চেনা যাবে না ঠিক একই ভাবে আপনি মন্দ চিনতে পারবেন না যদি না আপনার ভালোর সাথে চলার অভিজ্ঞতা থাকে। ভালো মন্দ সব কিছু মিলিয়েই আমাদের এ পৃথিবী। এমন তো না যে দুনিয়ার সবাই খারাপ। যদি সবাই খারাপউ হতো তাহলে হয়তো আমি আপনি এখানে টিকে থাকতাম না। ভালোও আছে, মন্দও আছে।
তবে একেক জন হয়তো ভালোর সঙ্গা একেক ভাবে দিতে চাইবেন। এ নিয়ে দ্বিমত থাকতেই পারে। এটা খুব একটা স্বাভাবিক বিষয়। ভালো-মন্দ, সুন্দর-অসুন্দর, সুখ-দুঃখ এরকম অনেক বিষয় আমাদের সমাজে আছে যার আসলে সার্বজনীন সঙ্গা নেই। একেক জন একেক ভাবে দেখে। এই বিষয়গুলো আপেক্ষিক। আপনি যেটাকে ভালো দেখছেন অন্যকেও হয়তো তার চোখে ভালো দেখছে না।
তবে আসল কথা হলো ভালো থাকতে হলে, ভালো রাখতে হলে সব সময় নিজের থেকে শুরু টা করতে হয়। নিজের মধ্যে পরিবর্তন আনতে হয়। নিজেকে ভালোর দিকে নিয়ে যেতে হয়।

People_showing_gestures_01.jpg
Source: Freepik.com

রুশ সাহিত্যিক লিও টলস্টয় যেমন বলেছিলেন

আমরা সবাই দুনিয়া বদলানোর কথা বললেও কেউ নিজেকে বদলানোর কথা বলি না।

পরিবেশ সমাজ দেশ বিশ্বকে বদলানোর প্রথম পদক্ষেপ টা সব সময়ই আমাদের থেকেই শুরু করতে হয়। আমরা নিজেরা যদি নিজেদের বদলাতে না পারি তাহলে কখনোই অন্য কাউকে বা পরিস্থিকে বদলানো সম্ভব না।

কথায় আছে সঙ্গদোষে লোহা ভাসে।
আমাদের সমাজে কথাটা খুব বেশি প্রচলিত। কথাটার মর্ম ও গভীরভাবে উপলব্ধি করার মতো।

অনেক আগে একটা গল্প শুনেছিলাম যে,
কোন এক গ্রামের এক কৃষক তার জমিতে ভালো ধান চাষ করে আসছে। গ্রাম দেশ পেড়িয়ে তার সুখ্যাতি এখন বিশ্ব মন্ডলে। বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক পদক সম্মাননা পেয়েই চলছে। একদিন তাকে এক সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়-

আপনার এমন সাফল্যের পিছনের কারণ কি?

কৃষক ভালো মনের মানুষ। সে খুব সোজাভাবেই উত্তর দেয় যে- সে ভালো মানের বীজ এবং খুব যত্ন নিয়ে তার জমি চাষ করে। সাথে এটাও বলে তিনি যে ভালো বীজ বপন করে তা সে তার আশে পাশের মানুষদেরও দেয় তাদের চাষ করার জন্য। আশে পাশের জমির ধানও যেন ভালো হয় সে জন্য যতটুকু তার পক্ষে করা সম্ভব সে তার সবটুকুই মন দিয়ে করার চেষ্টা করে।

উপস্থাপন শুনে তো অবাক। উপস্থাপক বলে আপনি আপনার আশে পাশের মানুষদেরও আপনার জমিতে যে বীজ লাগান তা তাদের দিয়ে দেন?
এতে করে আপনার ক্ষতি হয় না?

তারা তো আপনার প্রতিযোগী। তাদের ধান যদি আপনার চাইতে ভালো হয় তাহলে তো আপনি এত এত সব পুরষ্কার সম্মাননা পাবেন না।

hierarchy-2499789_1920.jpg
Source: Pixabay.com

কৃষক উত্তরে বলে - আমার জমির ধান ভালো হওয়ার পেছনে তাদের জমিরও অবদান আছে। আমার জমির আশে পাশের জমিতে যদি খারাপ ধান হয় তাহলে আমার জমির ধানও ভালো হবে না। কারণ ওই জমির ধান যদি খারাপ হয় তাহলে ওই জমির পরাগরেণু বাতাসে উড়ে এসে আমার জমির ধানের ক্ষতি করবে। যার ফলে আমার জমির ধানও ভালো হবে না। তাই তাদের জমিত ধান ভালো হওয়াটা আমার জমির ধান ভালো হওয়ার জন্য খুব জরুরী।

bar-chart-297122.png

Source: Pixabay.com

ঠিক এরকভাবেই শুধু নিজের কথা চিন্তা করলে হয় না। আপনি হয়তো ভাবেন শুধু আমি ভালো থাকলেই তো হয়। আশে পাশের মানুষ যা ইচ্ছে করুক গে। যত ঝামেলা আছে তাতে আমার কি? কিন্তু একটু খেয়াল করে দেখবেন সে ঝামেলার ফলাফল আপনার জীবনকেও প্রভাবিত করে কোন না কোনভাবে। শুধু শুধু একা একা এ দুনিয়া ভালো থাকা যায় না। ভালো থাকতে হলে আশে পাশের সবাইকে নিয়ে ভালো থাকার চিন্তা করতে হয়। আজকে হয়তো আপনি আপনার কর্ম ক্ষেত্রে বা আপনার একাডেমিক রেজাল্ট ভালো করার জন্য নিজে নিজে লুকিয়ে লুকিয়ে ভালো করার চেষ্টা করেন। কিন্তু দিনশেষে যখন বড় কিছু করতে যাবেন, ভালো কিছু নিজের জন্যই করতে যাবেন পারবেন না। কারণ হলো এক সময় গিয়ে দেখবেন আপনার আশে পাশের মানুষজন আপনার যেই কোয়ালিটির সাহায্য দরকার তারা তাদের জায়গা থেকে করতে ব্যর্থ হবেন। আমরা যতক্ষণ পর্যন্ত না আমাদের আশে পাশের মানুষের লেভেল টা আপ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের বর্তমান লেভেল থেকে পরবর্তী লেভেলে যেতে পারবো না। আশে পাশের মানুষজনকে খারাপ রেখে ভালো থাকতে চাইলে, ভালো করতে গেলে দেখবেন অনেক সময় তারাই আপনাকে টেনে হিচরে নিচে নামিয়ে তাদের দলের লোক হিসেবেই বানিয়ে রাখবে। কথায় আছে না
আপনি যাদের সাথে চলাফেরা করেন দিনশেষে আপনি তাদের মতোই একজন হবেন।

2102.i605.003.nationality_people_crowd.jpg
Source: Freepik.com

তাই ভালো থাকতে, ভালো করতে আশে পাশের মানুষের দিকেও লক্ষ্য রাখতে হয়। তাদের কথাও চিন্তা করতে হয়। তাদের লেভেল টা কিভাবে বাড়ানো যায় তা আমাদেরও চিন্তা করতে হবে।
মার্টিন লুথার কিং একটা কথা বলেছিলেন যে

আগামীকাল পৃথিবী ধ্বংস হবে জানলেও আমি আজ একটি আপেল গাছ লাগিয়ে যাবো।



ধন্যবাদ সবাইকে।
ভালো থাকবেন সবাই।
সবার জন্য শুভকামনা।


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করেছেন আজ। আপনি আসলেই আমরা অন্যে কতটুকু ভালো সেটা খুঁজি। কিন্তু নিজের মধ্যেও যে ভালো কিছু পরিবর্তন আনা দরকার সে ব্যাপারে আমরা বেশ উদাসীন। তাই আমরা এই আমাদের পরিবার সমাজ দেশ এবং পৃথিবী পরিবর্তন করতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে।

জ্বি আপু পরিবর্তন টা শুরু হওয়া উচিত নিজের থেকে। নিজে একটু পালটে গেলেই তা সমাজ দেশ জাতির উপর প্রভাব ফেলবে একটু একটু করে।

আপনার পোস্টটি থেকে অনেক কিছু শেখার এবং জানার আছে। আসলেই সবাই নিজের থেকে ভালো হলে পুরো পৃথিবীটাই ভালো হয়ে যাবে। তাই আমরা নিজের থেকে চেষ্টা করি ভালো হতে। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

জ্বি ভাই কথা সত্য। আমাদের নিজের উচিত আগে নিজেদের ঠিক করা।
ধন্যবাদ ভাই।

নিজে ভালো তো জগত ভালো আমি নিজেও কিন্তু এই নীতি টাই মেনে চলি ভাই। এবং কৃষকের কথাগুলো আমার কাছে দারুণ লেগেছে। অনেক শিক্ষনীয় ছিল ঘটনা টা আপনার পোস্টের টাইটেল টা দেখেই মোটামুটি ধারণা করতে পেরেছিলাম পোস্ট টা সম্পর্কে।

আমরা সবাই দুনিয়া বদলানোর কথা বললেও কেউ নিজেকে বদলানোর কথা বলি না।

কথাটার সাথে আমি নিজেও একমত। এবং বর্তমান সমাজে এটার প্রবণতাই কিন্তু বেশি।।

জ্বি ভাই কথাটা একদম সত্য বলে মনে হয় আমার কাছে। পরিবর্তন টা আমার থেকেই শুরু হওয়া উচিত।