হ্যালো সবাইকে।
কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভালোই আছেন।
আমিও ভালো আছি।
Source: Freepik.com
তবে একেক জন হয়তো ভালোর সঙ্গা একেক ভাবে দিতে চাইবেন। এ নিয়ে দ্বিমত থাকতেই পারে। এটা খুব একটা স্বাভাবিক বিষয়। ভালো-মন্দ, সুন্দর-অসুন্দর, সুখ-দুঃখ এরকম অনেক বিষয় আমাদের সমাজে আছে যার আসলে সার্বজনীন সঙ্গা নেই। একেক জন একেক ভাবে দেখে। এই বিষয়গুলো আপেক্ষিক। আপনি যেটাকে ভালো দেখছেন অন্যকেও হয়তো তার চোখে ভালো দেখছে না।
তবে আসল কথা হলো ভালো থাকতে হলে, ভালো রাখতে হলে সব সময় নিজের থেকে শুরু টা করতে হয়। নিজের মধ্যে পরিবর্তন আনতে হয়। নিজেকে ভালোর দিকে নিয়ে যেতে হয়।
Source: Freepik.com
আমরা সবাই দুনিয়া বদলানোর কথা বললেও কেউ নিজেকে বদলানোর কথা বলি না।
পরিবেশ সমাজ দেশ বিশ্বকে বদলানোর প্রথম পদক্ষেপ টা সব সময়ই আমাদের থেকেই শুরু করতে হয়। আমরা নিজেরা যদি নিজেদের বদলাতে না পারি তাহলে কখনোই অন্য কাউকে বা পরিস্থিকে বদলানো সম্ভব না।
কথায় আছে সঙ্গদোষে লোহা ভাসে।
আমাদের সমাজে কথাটা খুব বেশি প্রচলিত। কথাটার মর্ম ও গভীরভাবে উপলব্ধি করার মতো।
অনেক আগে একটা গল্প শুনেছিলাম যে,
কোন এক গ্রামের এক কৃষক তার জমিতে ভালো ধান চাষ করে আসছে। গ্রাম দেশ পেড়িয়ে তার সুখ্যাতি এখন বিশ্ব মন্ডলে। বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক পদক সম্মাননা পেয়েই চলছে। একদিন তাকে এক সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়-
আপনার এমন সাফল্যের পিছনের কারণ কি?
কৃষক ভালো মনের মানুষ। সে খুব সোজাভাবেই উত্তর দেয় যে- সে ভালো মানের বীজ এবং খুব যত্ন নিয়ে তার জমি চাষ করে। সাথে এটাও বলে তিনি যে ভালো বীজ বপন করে তা সে তার আশে পাশের মানুষদেরও দেয় তাদের চাষ করার জন্য। আশে পাশের জমির ধানও যেন ভালো হয় সে জন্য যতটুকু তার পক্ষে করা সম্ভব সে তার সবটুকুই মন দিয়ে করার চেষ্টা করে।
উপস্থাপন শুনে তো অবাক। উপস্থাপক বলে আপনি আপনার আশে পাশের মানুষদেরও আপনার জমিতে যে বীজ লাগান তা তাদের দিয়ে দেন?
এতে করে আপনার ক্ষতি হয় না?
তারা তো আপনার প্রতিযোগী। তাদের ধান যদি আপনার চাইতে ভালো হয় তাহলে তো আপনি এত এত সব পুরষ্কার সম্মাননা পাবেন না।
Source: Pixabay.com
Source: Pixabay.com
আপনি যাদের সাথে চলাফেরা করেন দিনশেষে আপনি তাদের মতোই একজন হবেন।
Source: Freepik.com
মার্টিন লুথার কিং একটা কথা বলেছিলেন যে
আগামীকাল পৃথিবী ধ্বংস হবে জানলেও আমি আজ একটি আপেল গাছ লাগিয়ে যাবো।
ধন্যবাদ সবাইকে।
ভালো থাকবেন সবাই।
সবার জন্য শুভকামনা।
খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করেছেন আজ। আপনি আসলেই আমরা অন্যে কতটুকু ভালো সেটা খুঁজি। কিন্তু নিজের মধ্যেও যে ভালো কিছু পরিবর্তন আনা দরকার সে ব্যাপারে আমরা বেশ উদাসীন। তাই আমরা এই আমাদের পরিবার সমাজ দেশ এবং পৃথিবী পরিবর্তন করতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি আপু পরিবর্তন টা শুরু হওয়া উচিত নিজের থেকে। নিজে একটু পালটে গেলেই তা সমাজ দেশ জাতির উপর প্রভাব ফেলবে একটু একটু করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্টটি থেকে অনেক কিছু শেখার এবং জানার আছে। আসলেই সবাই নিজের থেকে ভালো হলে পুরো পৃথিবীটাই ভালো হয়ে যাবে। তাই আমরা নিজের থেকে চেষ্টা করি ভালো হতে। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি ভাই কথা সত্য। আমাদের নিজের উচিত আগে নিজেদের ঠিক করা।
ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নিজে ভালো তো জগত ভালো আমি নিজেও কিন্তু এই নীতি টাই মেনে চলি ভাই। এবং কৃষকের কথাগুলো আমার কাছে দারুণ লেগেছে। অনেক শিক্ষনীয় ছিল ঘটনা টা আপনার পোস্টের টাইটেল টা দেখেই মোটামুটি ধারণা করতে পেরেছিলাম পোস্ট টা সম্পর্কে।
কথাটার সাথে আমি নিজেও একমত। এবং বর্তমান সমাজে এটার প্রবণতাই কিন্তু বেশি।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি ভাই কথাটা একদম সত্য বলে মনে হয় আমার কাছে। পরিবর্তন টা আমার থেকেই শুরু হওয়া উচিত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit