দায়িত্ব কর্তব্য সুখ। 10% to @shy-fox & 5% to @abb-school

in hive-129948 •  3 years ago 

হ্যালো সবাইকে।
আশা করি সবার দিন ভালো যাচ্ছে।

happy-boy-enjoying-music-headphones-while-commuting-by-bus-with-is-grandfather.jpg

Grandfather photo created by Drazen Zigic - www.freepik.com
আমরা সবাই সবার মতো করে সুখে থাকতে পছন্দ করি। দিনশেষে আসলে আমরা কে কত টুকু সুখি?
এই প্রশ্নের উত্তর দেয়াটা আসলেই দুরুদ ব্যাপার। একটা বিষয় খেয়াল করার মতো, দেখবেন কিছু লোক আছে সে যে কাজই করুক না কেন, তাকে যদি তার পেশার অনুভূতি সম্পর্কে বলতে বলা হয়, তবে বলবে সুখি। আবার এমন সব মানুষও খুঁজে পাওয়া যাবে, যারা বলবে আরে ভাই এইডা কোন কাজ হইলো? এর চাইতে জঘন্য কাজ দুনিয়ায় নাই। হুর জীবটা শেষ এইসব করে করে। কিন্তু ঠিকই কিন্তু সে, সেই কাজটাই করতেছে। আসলে সুখের একক কোন সংজ্ঞা নেই।
সুখ একেক জন একেক জিনিসে খুঁজে যেমন পায় ঠিক একই রকম ভাবে সুখ একেক জনের কাছে একেক রকম। ধরুণ আপনি উদাস থেকে খুশি আমি খুশি মনোযোগে। আপনি গান গেয়ে ভালো বোধ করেন আমি কবিতা লিখে। আপনি হয়তো কারো সাথে জমিয়ে আড্ডা দিতে পছন্দ করেন, হতে পারে আমি একা থাকতেই স্বাচ্ছন্দবোধ করি। হতেই পারে। একেক জন একেক রকম। তবে সবারই কিছু দায়িত্ব-কর্তব্য থাকে। কেউ এই দুনিয়ায় একদম ছন্ন ছাড়া ভালো আছে তাও কিন্তু না। দিন শেষে আমাদের কোন না কোন দায়িত্ব নিতেই হয়।
জীবন ভর শুধু দায়িত্ব পালনও যেমন আমাদের প্রকৃত সুখ দেয় না ঠিক একই রকম ভাবে সারা টা জীবন হাসি তামাশা উল্লাসে কাটানোতেও সুখ নেই।

আশা করি আমরা সবাই চামচে মার্বেল রেখে মুখে নিয়ে দৌড় প্রতিযোগিতার সাথে পরিচিত। প্রতিযোগিতায় খেয়াল করবেন যে মার্বেল সহ চামচ মুখে নিয়ে নির্দিষ্ট লাইন পার করতে পারে সেই বিজয়ী হয়। এখানে যদি শুধু আপনি সবার আগে যেতে চান সব কিছু ফেলে তাহলে যেমন আপনার পক্ষে বিজয়ী হওয়া সম্ভব না ঠিক একই রকমভাবে শুধু মার্বেলের দিকে লক্ষ রেখে খুব ধীর পায়ে এগুলেও বিজয়ী হওয়ার সম্ভাবনা কম। আমাদের দুইদিকেই লক্ষ্য রেখে এগিয়ে যেতে হবে।
এখানে চামচে এই মার্বেল টাকে যদি দায়িত্ব হিসেবে ধরি তাহলে যখন আমরা শুধু মার্বেলের দিকেই লক্ষ্য রাখতে যাই আশে পাশের সকল সৌন্দর্য, সকল আবেদন আমরা মিস করি। আবার একই ভাবে যখন শুধুই আশে পাশের সব সৌন্দর্য, আনন্দ, আড্ডা উপভোগ করে এগিয়ে যেতে চাই তখন চামচে মার্বেল টা আর থাকে না।
জীবনে সুখি হতে আমাদের এই দুইটার মধ্যে সমতা রেখে চলতে হয়। একদম যেমন সব কিছু পেছনে ফেলে শুধু জীবনটাকে উপভোগ করার মাঝে সুখ নেই ঠিক একই রকম ভাবে সারাটা জীবন শুধু দায়িত্ব-কর্তব্য পালনেও একঘেয়েমি এসে পড়ে।
আমাদের সবার উচিত দায়িত্ব কর্তব্য এবং জীবন উপভোগের মধ্য একটা ব্যালেন্স রেখে চলা। একঘেয়েমি জীবন আমাদের কারোরই কাম্য না। আমরা চাই আমাদের জীবনে যেমন গতি আসুক তেমনি চাই সুখ ও থাকুক। আমরা চাই আমরা ভালো থাকি, আমরা চাই আমরা সবার সাথে থাকি। একা একা থাকার বিড়ম্বনা সম্পর্কে আমরা সবাই জানি। কীভাবে একজন বালক একলা বনে একা থাকার নেশায় গিয়ে সবার সাথে আবার মিশে যায়। আসলে জীবনে একলা থাকায়ও সুখ নেই।
ভালো মানুষের পাশে থাকতে হয়, ভালো মানুষদের পাশে রাখতে হয়।
দায়িত্ব কর্তব্য ও জীবন উপভোগের মধ্যে সমতার যে মাপকাঠি আছে তার চর্চা আমাদের এখন থেকেই চালিয়ে যাওয়া উচিত। দিন শেষে আমরা সবাই সুখে থাকার পাগল।
ভালো থাকুন সবাই। ভালো রাখুন আশে পাশের মানুষদের। পরিবার পরিজনের প্রতি হোন দায়িত্বশীল, সেইসাথে নিজের জীবনকেও উপভোগ করতে শিখুন।

সবার জন্য শুভকামনা।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি একদম ঠিক বলেছেন আমাদের সবার উচিত দায়িত্বের মাঝে যে সুখ যে অনুভূতি তা প্রকাশ করা ।আমরা যে পেশায় থাকিনা কেন সেখানে অবশ্যই সুখ আছে ।না থাকলেও আমাদের সুখ খুঁজে নিতে হবে কারণ আমরা সুখের পাগল ।যেখানে সুখ যেখানে শান্তি আমরা সেখানেই ছুটে চলি এইভাবে চলতে চলতে আমরা ক্লান্ত হয়ে যাই একটা সময় আমাদের বিতৃষ্ণা না চলে আসে। আপনি খুব সুন্দর একটি বিষয় আমাদের মাঝে আলোচনা করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল।

জ্বি আপু। সুখ দায়িত্ব এবং জীবন উপভোগের সাথে ভারসাম্য রক্ষা করে চলাতেই আছে। আমাদের সবারই সেদিকে একটু লক্ষ্য রাখা উচিত।

আসলে আমাদের সবার জীবনে কোন নির্দিষ্ট দায়িত্ব কিংবা কর্তব্য থাকে সে দায়িত্ব কর্তব্য গুলো আমাদেরকে খুব সুন্দর করে পালন করা উচিত। যারা আসলে এগুলো মন দিয়ে পালন করে তারাই কিন্তু সুখী। আপনি একদম ঠিক বলেছেন যে আমাদের সবারই উচিত দায়িত্ব মাঝে যে সুখ আছে এবং যে অনুভূতি আছে তা প্রকাশ করা। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো খুব সুন্দর গুছিয়ে আপনি লিখেছেন।

জ্বি ভাই। দায়িত্ব কর্তব্য যেমন আমাদের ভালো ভাবে পালন করা উচিত ঠিক একই ভাবে আমাদের জীবন ও উপভোগ করা উচিত।