ড্রয়িংঃ ঋতু পরিবর্তের চিত্র। 10% @shy-fox

in hive-129948 •  2 years ago 

হ্যালো সবাইকে।
কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভালোই আছেন।
আমিও ভালো আছি।


২৭শে শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ
১১ আগষ্ট ২০২২ ইং

আজকে আমি একটি ড্রয়িং শেয়ার করবো আপনাদের সাথে। ড্রয়িং এ নতুন হিসেবে মনে হচ্ছে খুব একটা পেরে উঠছি না। তবুও নতুন কিছু শেখার নেশায় সব সময় বুদ হয়ে থাকতে আমার ভালো লাগে। তারই খায়েশ মিটানোর ফল আজকের চিত্রকর্মটি।

P20811-201445.jpg

ঋতুর বৈচিত্রময়তা বাংলার প্রকৃতিকে দেয় এক অনন্য সৌন্দর্য। আমরা উপভোগ করি ছয় ঋতু যা বিশ্বের আর কোন দেশে নেই। এখানে একেক ঋতু একেক বিশেষ বৈশিষ্ঠ্য নিয়ে আমাদের মাঝে হাজির হয়। ঋতু বৈচিত্যময়তায় কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর মুদ্ধ হয়ে লিখেছিলেন -

ও মা, ফাগুনে তোর আমের বনের ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায়রে - ওমা অঘ্রানে তোর ভরা ক্ষেতে কী দেখেছি মধুর হাসি।

ঋতু তরঙ্গে উদ্ভাসিত বাংলার প্রকৃতি। বাংলার প্রকৃতিতে ঋতু নিয়ে আসে ছন্দোময়, সংগীতময়তায় আবহ ৷ এখানে প্রতিটি ঋতুর পর্ব খেলা দেখায় রুপের, খেলা দেখায় সুরের, খেলা দেখায় রঙের৷ এমন উজ্জ্বল্যময়তা বাংলার প্রকৃতি ছাড়া আর কোথাও মেলা ভার ৷ এসবের পুলকিত হয়ে কবি অধির আবেগে বলে উঠেছিলেন বাংলাকে 'রূপসি বাংলা' ৷ এখানে ছয় ঋতুর ছয় রুপে বিমোহিত হয় সকলে ৷
সকল ঋতু নিয়ে আসে তার নিজস্ব স্বাতন্ত্র্য রূপসজ্জার বিশাল বহর৷ কানায় কানায় ভরিয়ে দেয় বাংলার মাঠ ঘাট রাস্তা খাল বিল৷ এরপর বেজে উঠে বিদায়ের করুণ সুর, সেই সাথে আগমনী সুর তুলে আসে আরেক ঋতু ৷
ঋতু যায়, ঋতু আসে ৷ এভাবে বাংলাকে করে তোলে এক অনন্য সৌন্দর্যের এক আধার ভূমি ৷

তবে এখন চলুন তাহলে আমার এ ক্ষুদ্র প্রয়াস চালানোর যন্ত্রাংশগুলো দেখে নেই।

তারপর দেখে নিবো কিভাবে ধাপে ধাপে অঙ্কন টি আমি শেষ করেছি।


উপকরণসমূহঃ
- সাদা কাগজ
- পেন্সিল
- রাবার
- পেন্সিল কাটার
- রুলার
P20811-175724(1).jpg
ধাপ ১ঃ
প্রথমে দুটো বৃত্ত এঁকে নিয়ে, দুটো বৃত্তের মাঝ বরাবর দাগ কেটে নিবো৷

P20811-180456(1).jpg

ধাপ ২ঃ
এবার উভয় বৃত্তে নদীর বাঁক এঁকে নিয়ে দুটো বৃত্তকে লিংক করে নিবো।

P20811-180944(1).jpg

ধাপ ৩ঃ
এপর্যায়ে নদীর বাঁকের পাড় একটু গাঢ় করে নিবো৷
P20811-181227(1).jpg

ধাপ ৪ঃ
এখন নদীতে পানি বোঝানোর জন্য পেন্সিল দিয়ে হাল্কা দাগ দিয়ে দিয়ে সৌন্দর্য এনে নিবো ৷

P20811-181854(1).jpg

ধাপ ৫ঃ
আমরা এখন উপরের বৃত্তে একটি পাতা ছাড়া গাছ এঁকে নিবো৷

P20811-182512(1).jpg

ধাপ ৬ঃ
এখন আরো দুটো পাতা ছাড়া গাছ এঁকে নিবো।

P20811-183029(1).jpg

ধাপ ৭ঃ
এরপর আমরা বৃত্তের মাঝের রেখা বরাবর পেন্সিল দিয়ে কিছু আগাছা টাইপ এঁকে নিবো।

P20811-183317(1).jpg

ধাপ ৮ঃ
তারপর আমরা চলে যাবো নিচের বৃত্তে। নিচের বৃত্তে এখন একটি পাতাসহ মোটাসোটা গাছ এঁকে নিবো। সাথে বৃত্তের মাঝ রেখা বরাবর কিছু ছোট বড় করে গোল গোল করে নিবো যাতে তা পাড়ের দৃশ্য এর মতোন হয় ।

P20811-191423(1).jpg

ধাপ ৯ঃ
এখন এই শেষের ধাপে রাবার দিয়ে যেসকল জায়গার দাগ মুছে ফেলা দরকার তা মুছে ফেলে পেন্সিল দিয়ে আশে পাশের যে সকল দাগ গাঢ় করলে চিত্রের সৌন্দর্য বৃদ্ধি পায় সেসকল জায়গা পেন্সিল দিয়ে গাঢ় করে দিয়ে চিত্র আকা শেষ করবো।

P20811-193117(1).jpg


ভালো থাকবেন সবাই।
সবার জন্য শুভকামনা।
ধন্যবাদান্তে, @solaymanspn


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার ঋতু পরিবর্তনের চিত্রটি খুবই সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ এত সহজভাবে দেখিয়েছেন যে কেউ চাইলেই আকতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি চিত্র উপহার দেয়ার জন্য।

ধন্যবাদ ভাই কমেন্ট করুন উৎসাহ দেয়ার জন্য । আপনার জন্য শুভকামনা । দোয়া করবেন আমার জন্য।

ভাইয়া আপনার ঋতু পরিবর্তনের চিত্র টা অনেক সুন্দর হয়েছে। খুবই যত্ন সহকারে আর্ট করেছেন দেখে বোঝাই যাচ্ছে। প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর একটি আর্ট পোস্ট শেয়ার করার জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য।

ধন্যবাদ ভাই আপনাকে এভাবে পাশে থেকে সবসময় উৎসাহ জুগিয়ে যাওয়ার জন্য।

শীতের সময়ে মৃত প্রায় গাছ গুলো বসন্তের আগমনে যেন প্রাণ ফিরে পায় । জন্ম নেয় কতশত নতুন পাতা । গাছে গাছে ফোটে কত রঙ বে রঙের ফুল ।
ধন্যবাদ ভাইয়া আপনি খুব সুন্দর ভাবে দুইটি ঋতুর সময়ে গাছের অবস্থার একটি তুলনা মুলক চিত্র অংকন করেছেন । খুব ভাল লাগছে দেখতে ।

ধন্যবাদ ভাই আপনাকে। ভাই আমি চেষ্টা করেছি । কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি তা জানি না । তবে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

পেন্সিল ব্যবহার করে আপনি অনেক সুন্দর ভাবে ঋতু পরিবর্তনের চিত্র অংকন করেছেন । যেটা দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি ভাবে ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি অংকন আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এভাবে কমেন্ট করে আমাকে উৎসাহ দেয়ার জন্য।

বাস্তবতাকে পেন্সিল আর্ট এর মাধ্যমে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন যেটা দেখতে খুবই সুন্দর লাগছে ভাইয়া আর আপনার আর্ট করার দক্ষতা আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য অনেক ধন্যবাদ।

চেষ্টা করে যাচ্ছি ভাই কিছু নতুন শেখার। জানিনা কতটুকু পেরেছি । ধন্যবাদ ভাই আপনাকে কমেন্ট করে উৎসাহ দেয়ার জন্য।

সুন্দর একটি ঋতু পরিবর্তনের চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। পেন্সিলের এই অংকন দেখে আমি সত্যিই রীতিমতো অবাক হয়ে গিয়েছি দক্ষতার সাথে অঙ্কন করেছেন আপনি ।ধন্যবাদ শেয়ার করার জন্য।

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে । নতুন হিসেবে যতটুকু পারি ভাই করে যাচ্ছি দোয়া করবেন আমার জন্য।

আপনি অনেক সুন্দর ভাবে পেন্সিল দিয়ে ঋতু পরিবর্তনের একটি চিত্র অঙ্কন করেছেন। দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর আর্ট করেছেন। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

আপনাদের অনেক ধন্যবাদ আপু। এভাবে সবসময় পাশে থেকে উৎসাহ জুগিয়ে যাওয়ার জন্য। আপনাদের ভালোবাসা হয়তো আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

আপনি পেন্সিল ব্যবহার করে খুব সুন্দর ঋতু পরিবর্তন এর চিত্র অঙ্কন করেছেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনার এই চিত্রাংকন। এত সুন্দর একটি উপস্থাপনা করে শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনাদের কাছে ভালো লেগেছে শুনে আমি খুবই আনন্দ উপভোগ করছি । দোয়া রাখবেন যেন এভাবেই আপনাদের পাশে থেকে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ ভাই আপনাকে।

এত সুন্দর দৃশ্য অংকনের মধ্য দিয়ে আপনি ঋতু পরিবর্তনের বিশেষ বর্ণনা করে আমাদের মাঝে শেয়ার করছেন। খুবই ভালো লেগেছে আপনার এই সুন্দর পোস্ট পড়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গান আমার সোনার বাংলা দুটি লাইন লেখার মধ্য দিয়ে বেশ সুন্দর বর্ণনা করেছেন। সব মিলিয়ে বলবো দারুণ একটি পোস্ট হয়েছে।

আপনার অসংখ্য ধন্যবাদ ভাই । আমি ক্ষুদ্র মানুষ নতুন , হিসেবে যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি । আপনাদের এমন উৎসাহ আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে বলে আশা করি।

আপনি অনেক সুন্দর করে ঋতু পরিবর্তের চিত্র অংকন করেছেন। দেখতে অসম্ভব ভালো লাগলো আমার। আপনি অনেক সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবসময় পাশে থেকে এরকম উৎসাহ জুগিয়ে যাওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা