আত্মবিশ্বাসের হাত । 10% @shy-fox

in hive-129948 •  2 years ago 

হ্যালো সবাইকে।
কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভালোই আছেন।
আমিও ভালো আছি।


২১শে ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ
০৫ সেপ্টেম্বর ২০২২ ইং

আজকে আমি আপনাদের সাথে একটি ভরসার হাত এর গল্প শেয়ার করবো। একটি হাত কতটা শক্তিশলী হতে পারে এবং তা কতটা শক্তি সঞ্চার করার ক্ষমতা রাখে সে গল্পই দেখবো।

hands-2888625_1920.jpg
Source: Pixabay.com

চলুন তাহলে এক স্কুল শিক্ষকের গল্প দিয়ে শুরু করি।
এক গ্রামের ছোট্ট একটা স্কুলের এক শিক্ষকের একটা অভ্যাস ছিল তার ক্লাসের ছাত্রদের সব সময় মাতিয়ে রাখার। সে প্রায় প্রতি সপ্তাহেই একটা বিশেষ দিন রাখতো খুব মজা করে ছাত্রদের সাথে কাটানোর জন্য। সে বিশেষ দিনে তিনি তার ছাত্রদের বলতেন ইচ্ছামত কোন কিছু আঁকার জন্য।
এরকম কোন এক সপ্তাহে সে শিক্ষক তার ছাত্রদের বললেন, এমন কিছু আঁকার জন্য যা তাদের সব চাইতে বেশি আনন্দ দেয়। তা যে কোন কিছুই হতে পারে। ছাত্ররা খুব মজা করে তাদের আনন্দ দেয় এমন জিনিসের চিত্র আঁকা শুরু করে। বেশ কিছুক্ষণ পর তারা শিক্ষকের নির্দেশে জমা দেয় শিক্ষকের সামনে। শিক্ষক একে একে চিত্র গুলো দেখা শুরু করে। দেখে কেউ মিষ্টির ছবি, চকলেটের ছবি, বাবার আদর করার চিত্র আবার দেখে কেউ হয়তো খেলা করে বেশ মজা পায়। এমন বহু রকমের চিত্র নিয়ে শিক্ষক তার ছাত্রদের সাথে আলাপ আলোচনা করতে থাকে।

hand-5961660_1920.jpg
Source: Pixabay.com

আলোচনার এক পর্যায়ে শিক্ষক একটি হাতের চিত্র দেখতে পায়। সবাইকে জিজ্ঞেস করতে থাকে এটা কিসের হাত হতে পারে। সবাই সবার মতামত জানানোর চেষ্টা করতে থাকে।
কেউ বলে বাবার হাত,কেউ বলে ছোট বাচ্চার হাত ,কেউ বলে বৃদ্ধ মানুষের হাত, কেউ বলে মায়ের হাত , আবার কেউ বলে ভাইয়ের হাত। সকলের মতামত জানার পর এবার শিক্ষক জিজ্ঞেস করে,
"এটা একেছে কে? আকার পেছনের কারণ কি?"
যে এঁকেছে তাকে দাড়াতে বলে । তো এক ছাত্র উঠে দাড়ায়।
শিক্ষক তাকে বলে ,"এটা কার হাত?"
ছাত্র বলে, "এটা আপনার হাত।"
শিক্ষক তো অবাক হয়ে যায়।
বলে, "আমার হাত তোমাকে সব চাইতে বেশি আনন্দ দেয়? "
ছাত্র বলে, "জ্বি, স্যার।"
শিক্ষক তো আবেগাপ্লুত হয়ে পড়ে। বলে, "কিভাবে?"
ছাত্র বলে, "স্যার আপনি যখন আপনার হাত দিয়ে আঁকা সেখান, খেলার মাঠে নিয়ে যান, পিঠে মাঝে মাঝে হাত বুলিয়ে দেন, আমার তখন অনেক ভালো লাগে।"
শিক্ষক মৃদু স্বরে জিজ্ঞেস করে, "কোন টা সব চাইতে বেশি ভালো লাগে?"
ছাত্র বলে, "স্যার , যখন হাত ধরে মাঠে নিয়ে যান খেলার জন্য তখন।"

hands-5655424_1920.png
Source: Pixabay.com

শিক্ষক তখন চিন্তা করে এভাবে সে কখনো ভেবেই দেখে নাই। তার হাত ও যে কারো কাছে সব চাইতে আনন্দের বিষয় হতে পারে। সে কাউকে হাত ধরে মাঠে খেলার জন্য নিয়ে গেলে কেউ খুশি হয়। তার হাত কারো কাধে রাখলে কেউ খুব বেশি আনন্দ উপভোগ করতে পারে। কেউ যে তার হাতের প্রতি এত বেশি কৃতজ্ঞ হতে পারে সে কখনো চিন্তাই করে দেখে নাই।

একটা বিষয় খেয়াল করে দেখেন একজন শিক্ষক বা একজন শিক্ষিকা কত বেশি পরিমাণে একজন শিক্ষার্থীর জীবনে প্রভাব ফেলতে পারে। আমি যদি আমার জীবনের কথাই চিন্তা করি তাহলে বিষয়টার গুরুত্ব খুব ভালো ভাবে অনুধাবন করতে পারি। জীবনে এমন অনেক শিক্ষক- শিক্ষিকা পেয়েছি যারা খুব সুক্ষ ভাবে আমার জীবনে প্রভাব ফেলেছে। কিছু শিক্ষক বা শিক্ষিকা পেয়েছি জীবনে যাদের হাত কাধের উপর একবার পেলে বুক আনন্দে আসলেই ভরে যেত। ক্লাসের একদম পেছনের সারির ছাত্র হয়েও যখন কোন শিক্ষকের মুখে আমার নাম ধরে ডাক টা শুনতাম খুশিতে নিজেকে অন্য কিছু মনে হতো।

i-m-always-here-you-indoor-shot-warm-hearted-young-african-american-man-showing-compassion-unrecognizable-male-patting-him-shoulder-while-trying-comfort-reassure-his-best-friend.jpg
Source: Freepik.com

বিশ্ববিদ্যালয় জীবনে এসে খুব বেশি হতাশ হয়ে গিয়েছি কিছু কিছু সময়। হতাশা টা কেটে যেত যখন কোন শিক্ষক দেখা হওয়ার সাথে সাথে নাম ধরে ডেকে হালচাল জিজ্ঞাসা করতো। দিন কাল কেমন যাচ্ছে, বাড়ির সবার কি অবস্থা এসবের উত্তর যখন কোন শিক্ষক কে দিতে পারতাম আমার খুব ভালো লাগতো। উৎসাহ দেয়ার জন্য এমন কিছু শিক্ষক পেয়েছি যারা বলতো এত ভেঙে পড়লে তো হয় না সোলায়মান। জীবনে অনেক কিছুই দেখতে পাবে সামনে। যা তোমাকে একদম ভেঙে নতুন করে গড়ে দিবে। এমন ভেঙে পড়ার মুহুর্তে তোমার দরকার হবে আত্মবিশ্বাস আর টিকে থাকার মানসিকতা। বেঁচে থাকো জীবনে অনেক কিছু দেখতে পাবে। হতাশ হয়ে হাল ছেড়ে দিও না কখনো। হতাশা মানুষের সারা জীবন থাকে না। কেটে যায়। অন্ধকার কেটে গেলে আলো না এসে পড়ে না, একথা সব সময় মনে রেখো। আমি এ ছোট্ট জীবনে বহুবার বহুভাবে আমার শিক্ষকদের কাছ থেকে বেঁচে থাকার অনুপ্রেরণা পেয়েছি। বেঁচে থাকার কায়দা শিখেছি। যা দরকার হয় তা হলো একটা আত্মবিশ্বাস যোগানোর হাত। যে হাত জীবনের কঠিন সময়ে এসে কাধে পড়ে বলতে থাকবে বেঁচে থাকো, আরো অনেক কিছুই দেখার বাকি। হাল ছেড়ো না, জীবন কাউকে নিরাশ করে না। হেরে গিয়েই জিত তে হয়। হেরে গিয়েই বিজয়ের মালা পড়তে হয়। না পুড়লে কেউ খাটি হয় না।

align-fingers-71282_1280.jpg
Source: Pixabay.com

কোন এক বিখ্যাত লোকের একটা উক্তি আমার মাঝে মাঝেই মনে হয়

যার জীবনে যত ভুল তার জীবনে তত মঙ্গল।

হাল না ছেড়ে এগিয়ে যান । ভরসার হাত যদি কাধে পান সে হাতের অমর্যাদা কখনো না করে তার বিশ্বাসটাকে ভুল প্রমাণিত না করে সঠিক প্রমাণিত করার চেষ্টা করুন। সুযোগে পেলে আপনার হাত তাকেও কারো কাধে রাখুন , আত্মবিশ্বাস যোগান।


ধন্যবাদ সবাইকে।
ভালো থাকবেন সবাই।
সবার জন্য শুভকামনা।


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

গল্পটা যখন পড়েছিলাম সত্যি মনের মধ্যে একটা আনন্দ অনুভব করছিলাম, সেই ছাত্রর জায়গায় নিজেকে রেখে উপলব্ধি করছিলাম আবার টিচারের জায়গায় নিজেকে রেখে উপলব্ধি করেছিলাম, দুজনের অনুভূতি ছিল চমৎকার। সত্যিই ওই বিশেষ মানুষগুলো আমাদের জীবনের অনেক ভূমিকা পালন করে যাদেরকে আমরা শ্রদ্ধা করি ভালোবাসি ,ভালোবাসা এবং শ্রদ্ধা রইল সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি।

জ্বি ভাই আসলেই তারা আমাদের জীবনের একটা বিরাট বড় ভূমিকা পালন করে। তাদের প্রতি অবশ্যই আমাদের ভালোবাসা থাকা জরুরি।

কি আর বলবো ভাই আমি মুগ্ধ হয়ে গেলাম আপনার গল্পটি পড়ে। আমু মনে করি আমাদের প্রতিটি ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা লক্ষ্যনীয়। শিক্ষক আমাদের গুরুজন তাদের সম্মান করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। ভালোছিলো সব মিলিয়ে।

ধন্যবাদ ভাই। জ্বি ভাই সমাজের সকল শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আমাদের থাকা উচিত।