আলসে ব্যাঙ - ডিজিটাল আর্ট | 10% beneficiary to @shy-fox & 5% beneficiary to @abb-school

in hive-129948 •  2 years ago 

export1652302198625.png

আসসালামু আলাইকুম সবাইকে।
আশা করি সবাই ভালো আছেন।

আজকে একটি আলসে ব্যাঙের আত্মকাহিনী ডিজিটাল আর্টের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করবো।

আমি এখানে আর্ট টি আমার মোবাইল ফোন দিয়েই করেছি। আমার ফোন টি হচ্ছে
Meizu M6 note
OS - Android |
এখানে আমি সফটওয়্যার হিসেবে ব্যবহার করেছি MediBang Paint.

চলুন তাহলে ধাপে ধাপে শুরু করা যাক।


ধাপ-১ঃ

আমরা প্রথমে সফটওয়্যারের ভিতরে ঢুকে New Canvas এ ক্লিক করে ক্যানভাসের সাইজ ঠিক করে নিয়ে Create এ ক্লিক করলে নিচের মতো ইন্টারফেস দেখতে পাবো।

S20511-22034137.jpg

ধাপ-২ঃ

এখন নিচের layer চিহ্নিত অংশে ক্লিক করে একটি নতুন লেয়ার নিবো এবং তার নাম দিবো Layer2BG। এখানে যেমন করে নতুন লেয়ার নিলাম এরকম আরো কয়েকবার নিবো সামনে।

S20511-22040870(1).jpg

ধাপ-৩ঃ

নতুন আরেকটি লেয়ার নিয়ে একটা বালিশ আঁকবো পেন্সিল এর মাধ্যমে।

S20511-23445721(1).jpg

ধাপ-৪ঃ

আবার আরেকটি নতুন লেয়ার নিবো এবং ব্যাঙের মাথা এঁকে নিবো। আঁকার পর বালিশ এবং ব্যাঙের লেয়ারর মধ্যে যেই রেখাগুলো ওভার রাইট হয়ে গেছে সেগুলো ইরেজার দিয়ে মুছে দিবো।

S20511-23491997.jpg

S20511-23511301(1).jpg

ধাপ-৫ঃ

এই ধাপে আমরা ব্যাঙের শরীর, হাত ও পা এঁকে নিবো।

S20511-23564163.jpg

ধাপ-৬ঃ
এখন নতুন আরেকটি লেয়ার নিয়ে ব্যাঙের ছাতাটা যত্নের সহিক অংকন করবো।
অংকন করার পর নিচের ছবিতে মার্ক করা অংশে ক্লিক করে Free Transform সিলেক্ট করে ছাতাটি বড় এবং সুবিধাজনক স্থানে সরিয়ে নিবো।

S20512-00022162(1).jpg

S20512-00025651.jpg

ধাপ-৭ঃ

এখন কোন অভার রাইট থাকলে সেগুলা ইরেজার দিয়ে সুক্ষ্মভাবে মুছে দিয়ে ছবির সৌন্দর্য বর্ধনের জন্য পেন্সিল দিয়ে নিচের মতো করে কালো দাগ দিয়ে দিবো।

S20512-02192040.jpg

ধাপ-৮ঃ

এখন আরেকটি Color নামে নতুন লেয়ার সংযুক্ত করে প্রথমে ছাতাটি নিজের মতো করে বাকেট টুল এর মাধ্যমে রঙ করে নিবো। (বাকেট এবং রঙ এর টুলস মার্ক করে দেয়া হলো বোঝার সুবিধার্থে)

S20512-02231496(1).jpg

ধাপ-৯ঃ
এই ধাপে আমরা ব্যাঙের উপর ওভার রাইট থাকা দাগ ইরেজার দিয়ে মুছে বাকেট টুল এর মাধ্যমে ইচ্ছা মতো রঙ দিয়ে দিবো ব্যাঙ এবং বালিশ টাকে।

S20512-02361345.jpg

ধাপ-১০ঃ

এরপর রঙ বাকি থাকা অংশগুলোতে বাকেট সিলেক্ট করে ইচ্ছা মতো রঙ দিয়ে দিবো এবং ছবিতে আরেকটু সৌন্দর্য্য আনার জন্য ব্যাঙের আশে পাশে পেন্সিল সিলেক্ট করে কালার অংশে গিয়ে সাদা রঙ নিয়ে হাল্কা হাল্কা আঁকাবাকা দাগ নিজের মতো করে দিয়ে দিবো।

S20512-02425140.jpg

ধাপ-১১ঃ

এই ধাপে আমি আমার সিগনেচার ছাড়া ফাইলটি সর্ব বামের তিনটি দাগে ক্লিক করে Export png/jpg files এ ক্লিক করে এক্সপোর্ট করে নিবো আমার ডিভাইসে।

S20512-02425140(1).jpg

ধাপ-১২ঃ

এখন আমি আমার সিগনেচার দেয়ার জন্য আলাদা আরেকটি লেয়ার নিবো এবং তাতে নিজের স্টিমিট ইউজারনেম লিখে পূর্বের ন্যায় আবার এক্সপোর্ট করবো।

export1652302198625.png


ব্যবহৃত জিনিসপত্রঃ

ডিভাইসঃ Meizu M6 Note
সফটওয়্যারঃ MediBang Paint


আশা করি সবার ভালো লেগেছে। আমি আমার সাধ্যমতো ধাপে ধাপে অলস ব্যাঙ টি কিভাবে এঁকেছি তা বর্ণনা করার চেষ্টা করেছি। যদি কোথাও বুঝতে কোন সমস্যা হয় নির্দ্বিধায় আমাকে জানাতে পারেন কমেন্ট করে।
ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ব্যাঙ ও ব্যাঙের ছাতা দেখে আমি প্রথমে ভেবেছিলাম আপনি বাস্তবে কোথাও ফটোগ্রাফি তুলেছেন। শেষে আপনার পুরো পোস্ট দেখে বুঝতে পারলাম আপনি ডিজিটাল আর্ট করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল। আপনি এভাবে সামনের দিকে এগিয়ে যান।

দোয়া করবেন আপু আমি যেন আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে এভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি।

আপনি অনেক চমৎকার একটি ডিজিটাল অংকন আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এই ডিজিটাল অংকনে আলসে ব্যাঙের চিত্রটি খুবই চমৎকার দেখাচ্ছে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনাকে ধন্যবাদ। দোয়া এবং ভালোবাসা রাখবেন আমার জন্য। আপনাদের অনুপ্রেরণাই আমাকে সামনে নিয়ে যাবে।

আপনি খুবই সুন্দর ভাবে একটি অলস ব্যাঙের চিত্র ডিজিটাল আর্টের মাধ্যমে তুলে ধরেছেন। যা দেখে সত্যিই অনেক ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের মাঝে উপস্থিত করার জন্য।

ধন্যবাদ আপনাকে এমন উৎসাহব্যঞ্জক মন্তব্য করার জন্য। দোয়া করবেন ভালো কাজ করে যেন এগিয়ে যেতে পারি।

আপনি আলসে ব্যাঙের আর্টটি অসাধারণ ভাবে করেছেন। দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের ডিজিটাল আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই এমনভাবে একজন নগণ্য মানুষের কাজকে ভালোভাবে, ভালোমনে দেখার জন্য। দোয়া করবেন সামনে যেন শক্ত পায়ে এগিয়ে যেতে পারি।