আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করার অনুভূতি। ১০% @shy-fox & ৫% @abb-school.

in hive-129948 •  2 years ago  (edited)

সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে, উজ্জ্বলতা ধরে আর্দ্র,
মায়াবী করুণ!
এটা সেই পাথরের নাম নাকি? এটা তাই?

আবুল হাসান হয়তো আমার বাংলা ব্লগ এর ন্যায় পরশ পাথরের কথাই বলে থাকবেন।


Untitled (1080 × 600 px).png

আমি ক্ষুদ্র নগন্য নবীন ব্লগার। আমার বাংলা ব্লগের সাথে পরিচয় অল্প কিছু দিনের। তবে যে ভালোবাসায় সিক্ত করে চলেছে এ প্ল্যাটফর্ম তাতে একে দ্বিতীয় পরিবার না বানিয়ে উপায় নেই। সে প্রথম থেকেই এডমিন মডারেটরদের যে আন্তরিকতা তা অনন্য। আমার কৌতুহলী মন নিয়ে যখনই কিছু জানার ইচ্ছা পোষণ করেছি তারা তা কোন প্রকার কার্পণ্য না করে জানিয়ে দেয়ার চেষ্টা করছেন। আমার খুব ভালো করে মনে আছে একবার @rme দাদাও আমার একটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন ডিসকর্ডে, তখনও আমি খুব বেশিই নতুন। এ একটা মানুষ কত ব্যস্ততার মাঝেও সবাইকে নিয়ে এতোসব চিন্তা ভাবনা করেন তা আসলেই আদর্শের জায়গা তৈরি করে। যেকোন সমস্যায় সবার পাশে থেকে কিভাবে আমার বাংলা ব্লগের যাত্রার বন্ধুর পথকে সহজ করে গেছেন তা খুব বেশি দিন দেখার সৌভাগ্য না হলেও এ কদিনে বুঝার বাকি নেই।


আমার বাংলা ব্লগের অনবদ্য প্রতিষ্ঠা @abb-school, যা নতুন উদীয়মান তরুণ ব্লগার তৈরির পাঠশালা হিসেবে খ্যাত , তা কত সুশৃঙ্খলভাবে প্রতিভাবান ব্লগারের প্রতিভা বিকাশের পথকে কিভাবে উন্মোচিত করতে হয় তার পথ দেখান। কিভাবে একজন সচেতন ব্লগার তার ব্লগিং জার্নি চালিয়ে যেতে পারেন তার শিক্ষা দেয়। @abb-school এর সকল শিক্ষক যে কত ভালোবাসা দিয়ে নবীনদের গাইড করেন তার সাক্ষী আমি নিজে। আমি এখনো শিক্ষানবিশ। কোথায় কোন ভুলের কি সমাধান কিভাবে করতে হবে তার প্রতিটা ধাপে তারা এগিয়ে এসে বলে যান, "এভাবে না, এভাবে করুন"।


আমরা যখন একঘেয়ে হয়ে যাই এ ব্লগিং জীবনের পথ পারি দিতে, তখনই প্রতি সপ্তাহে আয়োজন থাকে বিশেষ বিনোদনের। সেখানে পরিবারের সকল সদস্য উপস্থিত থেকে খুব আনন্দে মেতে উঠেন। সেখানে পরিবারের প্রতিষ্ঠাতা, এডমিন মডারেটসহ সকল সদস্য যে যা পারে তা তারা উপস্থাপন করে মাতিয়ে রাখতে চায় সকলকে। সুখ দুঃখ হাসি কান্না সব কিছুই ভাগাভাগি হয়ে যায় এসব আয়োজনে। আমরা একে অপরের সাথে অপরিচিত হয়েও খুব পরিচিত হয়ে যাই ডিসকর্ড আলাপের মাধ্যমে। সবাই কত আন্তরিক, সবাই কত সৌহার্দ্যপূর্ণ আচরণে সবার সাথে একাত্ম হয়ে যায় বুঝাই যায় না যে এরা কখনো আমার অপরিচিত ছিলো।


আমরা খুব ভালোভাবেই লক্ষ্য করি আমার বাংলা ব্লগ কিভাবে একটি একটি নিরাপত্তার বেষ্টনী তৈরি করে রেখেছেন আমাদের চারপাশে। আমরা দেখি, এখানে মেধা বুদ্ধি কাজে লাগিয়ে কাজ করে যাওয়া নারীদের নিরাপত্তা নিশ্চিতে আমার বাংলা ব্লগ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের আপ্রাণ প্রচেষ্টা। একটি সৃজনশীলতা প্রকাশের ভালো মাধ্যম হিসেবে কিভাবে এখানে সকল প্রকার অসাধু কার্যক্রম রুখে দেয়া হয়। আমরা আরও দেখি আমার ভাইয়ের, আমার বোনের মেধার যেন যথাযথ মূল্যায়ন হয় তার যথেষ্ঠ ব্যবস্থা। এখানে খালি হাতে এসে হাত ভরে নিয়ে নিজের পরিবার, নিজের সমাজের যেন উপকারে আসতে পারে তার ব্যবস্থা কিভাবে করা হয়। আমার বাংলা ব্লগ একজন স্বাবলম্বী মানুষ তৈরিতে কত বড় ভূমিকা পালন করে তা আমাদের সবার জানা। আমার বাংলা নিজের মেধার বহিঃপ্রকাশকে কিভাবে তরান্বিত করে সকল প্রকার উপকরণ দিয়ে আমরা তা অনবিদিত নই। আমরা বাংলা ব্লগ যেমন ভালো কাজে উদার তেমনি সকল প্রকার অনৈতিক কাজে খুব বেশি কঠোর। তাইতো যখনই দেখি কেউ অন্যের বুদ্ধিবৃত্তিক কর্মকে নিজের বলে চালিয়ে দেয়ার প্রচেষ্টায় মত্ত ঠিক তখন তা রুখে দিতে কঠোর ভূমিকায় অবতীর্ণ হয় আমরা বাংলা ব্লগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

One year of glory (1).png

বাংলা ভাষায় নিজের সৃজনশীলতা প্রকাশে বড় মাধ্যম হয়ে আমাদের সামনে এসেছে আমার বাংলা ব্লগ।

বঙ্গবাণী কবিতায় আব্দুল হাকিম লিখেছিলেন-

যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।
সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি॥

আমরা আমাদের ভাষাকে ভালোবাসি। আমরা আমাদের ভাষায় প্রকাশ করাকে ভালোবাসি। আমরা ভালোবাসি নিজের জীবনের সুখ দুঃখ হাসি কান্না সবার সাথে এই বাংলা ভাষাতেই ছড়িয়ে দিতে।


ব্লগিং জগতে তার সুযোগ করে দিছে আমার বাংলা ব্লগ। সে সুযোগ তৈরির কারিগর @rme দাদা। সাথে আছে এডমিন মডারেটর সহযোদ্ধা। এপথকে মসৃণ করে এগিয়ে চলতে সবাই সবার জায়গা থেকে চেষ্টার ত্রুটি রাখছেন বলেই মনে করি। আমি যেমন আমার জায়গায় আমার সর্বোচ্চ দেয়ার চেষ্টায় নিয়োজিত সেরকম ভাবে আমার মতো আরো যারা এ ব্লগকে নিজের পরিবার করে নিয়েছেন তারা দিন রাত তাদের মেধা শ্রম দিয়ে যাচ্ছেন সব সময়।

Ani (1).png

আমার বাংলা ব্লগের প্রথম বর্ষপূর্তিতে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

সব শেষে বলে যেতে চাই -

এভাবেই কেটে যাক যুগের পর যুগ,
আমি নাহয় যৌবন হারাই,
তোমার গায়ে লাবণ্যের আভা আরো বেশি করে লাগুক।



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি যদিও একজন নবীন ব্লগার তবে আমাদের একজন ভাই। আপনি আপনার অনুভূতি গুলো খুব সুন্দর করে লিখেছেন এবং আমাদের প্রতিটা মডারেটর অনেক ভালো। নিজের আপন ভাইয়ের মতন হাতে-কলমে শেখান এবং ভুল ত্রুটি সংশোধন করে দেন। সত্যি আমার বাংলা ব্লগ প্লাটফর্ম অসাধারণ এবং আমাদের ফাউন্ডার এবং আমাদের মডারেটর ঠিক সেভাবেই সাজিয়েছেন যেভাবে আমাদের ভালো হবে। আপনার অনুভূতি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।

আমার বাংলা ব্লগের সাথে যত দিন পার করছি ততোই একে আরো বেশি করে আপন করে নিচ্ছি। দোয়া করবেন আমার জন্য।

আসলেই ঠিক বলেছেন দাদা এমন একজন মানুষ যিনি এত ব্যস্ততার মাঝেও আমাদের সাথে এত সময় দেন। এটাই তো আমাদের সৌভাগ্য বলতে হবে। আপনার এত সুন্দর লেখার অনুভূতি দেখে বেশ ভালো লাগলো। এইভাবে এই পরিবারের সাথে মিশে থাকুন। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপু। আসলেই দাদা একজন অমায়িক মানুষ। তার অবদান এই আমার বাংলা ব্লগের প্রতি আসলেই অতুলনীয়। সেই সাথে আমার বাংলা ব্লগকে তিনি নিয়ে যাচ্ছেন আরো উপরে।

আমি খুবই সুন্দরভাবে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে কাজ করার অনুভূতি শেয়ার করেছেন সবার অনুভূতির গল্প পড়তেই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বাংলা ব্লগ এ কাজ করার অনুভূতি অন্যরকম যেটা বলে বোঝানো খুবই কষ্টসাধ্য।

সত্যি বলছেন ভাই, এ পরিবারের সাথে লেগে থাকার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। যতই চাইবেন বুঝাতে ততই মনে হবে আরও কিছু বাকি থেকে গেলো।
ধন্যবাদ আপনাকে ভাই।