হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, নিশ্চয়ই ভালো? আমিও বেশ ভাল আছি।
"আজকের শিশু আগামী দিনের আলোয় এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই"। প্রত্যেকটি শিশুর মধ্যে লুকিয়ে আছে অপার সম্ভাবনা। খুব ছোট্ট বয়স থেকে সেই সম্ভাবনার দিক গুলি তার সামনে তুলে ধরাসব অভিভাবকদের দায়িত্ব। ১৭ মার্চ ছিলো শিশু দিবস,সারাদিন ভীষণ ব্যস্ততা গিয়েছে অফিসে তারপর ও দিনটিকে রঙিন করতে সন্ধ্যায় আমার ছেলে লুব্ধককে নিয়ে বেরিয়েছিলাম তার পছন্দের রেষ্টুরেন্টে এ। সে খুব খুশি হয়েছে এবং বুঝেছে তার গুরুত্ব মায়ের কাছে অনেক বেশি।
চাকরিজীবি মা তাই সন্তানের জন্য সময় বের করাটা বেশ কষ্টকর, তারপরও ওর মানসিক বিকাশের জন্য সব সময়ই চেষ্টা করি বাইরের জগৎ টাকে ওর সামনে মেলে ধরতে। মাঝে মাঝেই হুট করে অফিস থেকে ফিরে বাসার নীচে দাড়িয়ে বলি চলো বাইরে থেকে তোমার পছন্দের খাবার খাওয়াই, এই বিষয়টা সে দারুণ উপভোগ করে। সেদিন রেষ্টুরেন্ট নিয়ে যাবার পর বললো আজকের সারপ্রাইজ এর কারণ কি? আমি বললাম আজকে শিশু দিবস আজকের দিনটি তোমার জন্য স্পেশাল, তখন লুব্ধক ভীষণ খুশি হলো। আর আমি ওর আনন্দ বাড়িয়ে দিতে ওর পছন্দের সব খাবার অর্ডার করলাম। ওর চোখের আনন্দের ঝিলিক ছড়িয়ে পড়লো আমার ভেতরেও।
রেষ্টুরেন্টের সময়টা দারুণ কাটলো মা-ছেলের। খেতে খেতে নানান রকম গল্প চললো। শিশু দিবস কেনো হয় জানতে চাইলো, অফিসে আজকে শিশু দিবসে কি হলো, সেসব গল্প করে কাটালাম বেশ খানিকটা সময়। এরপর বের হয়ে রাস্তায় রাস্তায় ঘুরলাম, জামা কাপড়ের দোকানে ঢু দিলাম কিছু কিনতে চায় কি না জিজ্ঞেস করলাম কিন্তু লুব্ধক কিছু চাইলো না সে বাইরে খেয়েই খুশি।ছোট বেলা থেকেই ওকে শিখিয়েছি অকারণ অপচয় ঠিক নয় সেই শিক্ষাটা ও নিয়েছে আজ সেটা জানান দিলো।
সন্তানের মানসিক বিকাশের জন্য বাবা -মাকে অনেক শিক্ষা ছোট বেলা থেকেই দিতে হয়। আমি সব সময় ওকে শেখানোর চেষ্টা করি পরীক্ষায় নিজে না পারলে লিখবেনা।
অন্যের কাছ থেকে দেখে লিখে নম্বর পাবার চেয়ে ফেল করা ভালো। তুমি যেটা অন্যের খাতা দেখে লিখছো সেটা তোমার জ্ঞান নয় সেটা চুরি করা এটাও সে নিয়েছে। বই পড়ার নেশা ওর মধ্যে ঢুকিয়ে দিতে ছোট বেলা থেকেই ওর বাবা রাতে বা দুপুরে ওকে বই পড়ে শোনাতে। এখন আমি পড়তে বসলে কখনো কখনো ও গল্পের বই নিয়ে বসে।
আমরা চেয়েছি লুব্ধকের বেড়ে ওঠা হোক সুর আর ছন্দের সাথে। বর্তমান বাস্তবতায় বাচ্চারা অনেক বেশি আসক্ত মোবাইল, ট্যাবসহ নানান রকম ইলেকট্রনিক ডিভাইসে লুব্ধক ও তার ব্যতিক্রম নয়। তবে এই আসক্তি কমাতে খুব সচেতন ভাবে ওর হাতে তুলে দিয়েছি নানান রকম বাদ্যযন্ত্র।সন্তানের যত্নে নিজেকে অনেকটা ছাড় দিতে হয়,তার সঠিক ভাবে বেড়ে ওঠায় শুধু পড়াশুনা বা খবারের দিকে নয় যত্ন নিতে হবে তার মনেরও।
আমি সোনিয়া বাংলাদেশি। বাংলায় লিখি গান-কবিতা। ভালোবাসি দেশ-বিদেশ ঘুরতে। অবসর কাটে বই পড়ে গান শুনে। জীবনের বোধ আনন্দে বাঁচো।
শিশু দিবস উপলক্ষে লুব্ধক কে নিয়ে খুবই সুন্দর সময় কাটিয়েছেন রেস্টুরেন্টে গিয়ে তা আপনার ফটোগ্রাফি দেখেই বুঝতে পারছি। নিজের সন্তানদের পছন্দনীয় খাবার খাওয়াতে পারলে সত্যিই আলাদা একটা ভালো লাগা অনুভূতি কাজ করে থাকে। আপনাদের মা ও ছেলের আনন্দঘন মুহূর্তের সময়টুকু আমাদের মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ আপু। এভাবেই যদি আপনার মত করে প্রতিটি মা সন্তানের পাশে দাঁড়ায় তাহলে প্রতিটি সন্তান কিছু-না-কিছু শিখতে থাকবে। আপনি আপনার সন্তানের সাথে অনেক সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছেন আপু। আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের আনন্দময় মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকেও।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শিশু দিবস উপলক্ষে আপনার ছেলের সাথে সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন আপু। দেখে অনেক ভালো লাগলো। আসলেই ইট পাথরের দালান কোঠায় শিশুদের খেলার মাঠ সবকিছু হারিয়ে গেছে। তবে আপনাকে দেখে অনেক ভালো লাগলো আপনার ছেলেকে নিয়ে রেস্টুরেন্টে খাইতে গিয়েছেন। ছেলেকে সুন্দর একটি মুহূর্ত উপহার দিয়েছেন।এরকম সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ!! সত্যি আপনার পোস্ট পড়ে অনেক ভাল লাগল। এইভাবে সব মায়েরা যদি তার সন্তান এর সাথে সবসময় কাটায় তাহলে তার সন্তান অনেক কিছু শিক্ষা নিয়ে বড় হতে পারবে।ধন্যবাদ আপু খুবই সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে। ে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit