হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই নিশ্চই ভালো? আমিও ভালো আছি।
সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর সেই খুশিতে মাতোয়ারা হতেই বেরিয়ে পড়েছিলাম ফাঁকা রাজধানীতে। যান্ত্রিক কোলাহল ছাপিয়ে ঢাকা সেজে উঠেছিলো রাঙা কৃষ্ণচুড়া, রাধাচূড়া আর জারুল ফুলে।
লোকেশন লিঙ্কঃ
https://w3w.co/punk.wasps.pressing
ব্যস্ততার নগরীতে যারা সারা বছর জীবিকার প্রয়োজনে ঢাকায় থাকে, তারাই ঈদের সময় নাড়ীর টানে ফিরে যায় গ্রামে বা নিজ শহরে। তখন ঢাকায় থাকেনা কোন যানজট। ফাঁকা ঢাকায় জ্যামমুক্ত হয়ে ঘুরে বেড়ানোর সেই সুযোগ কাজে লাগাতে আমার মত আরো অনেকেই বেরিয়েছিলো ঘুরতে।
লোকেশন লিঙ্কঃ
https://w3w.co/informal.scribble.marginal
গ্রীষ্মের প্রকৃতিতে নানান রঙের ছড়াছড়ি। রাজধানীর হাতিরঝিলের রঙিন ফুল গুলো ভীষণ ভালো লেগেছে। সবুজের ছায়ায় ঘেরা প্রকৃতির মাঝে হঠাৎ হলুদ রঙের সোনালু ফুল মুহূর্তেই নিয়ে গিয়েছিলো শৈশবে। সোনালু ফুলের গাছকে ছোটবেলায় বলতাম বানরলাঠি।বছরের এই সময়ে দারুণ রঙের ফুলের সম্ভার দেখতে হলে চলে যেতে পারেন হাতিরঝিলে।
লোকেশন লিঙ্কঃ
https://w3w.co/shipwreck.inversely.basic
কংক্রিটের এই নগরীতে হিজল ফুলের দেখা মেলা সত্যিই দুরহ। খুব সকালে আমরা গিয়েছিলাম হাতিরঝিলে সেখানে গাছ তলায় ছড়িয়ে থাকা হিজলের ফুল মুগ্ধ করেছে ভীষণ ভাবে। মনে হচ্ছিলো স্বপ্নের মায়াময় পথ ধরে হেটে যাই।
ফাঁকা ঢাকায় ঘুরে বেড়ানোর একমাত্র উদ্দেশ্য ছিলো প্রকৃতির কাছাকাছি যাওয়া, প্রাণ ভরে অক্সিজেন গ্রহন করা তাইতো গিয়েছিলাম চন্দ্রিমা উদ্যানে। সেখানে সবুজ
গাছপালায় চোখ জুড়িয়ে গিয়েছিলো তবেও সেখানেও নেমেছিলো মানুষের ঢল।
ঈদ উৎসবকে রাঙাতে প্রিয়জনের সাথে আমার মত আরো অনেকেই বেরিয়েছিলো ঘুরতে কেউ সপরিবারে, কেউবা বন্ধু বান্ধবের সাথে। তবে কারো ঘোরাঘুরি ছিলো শুধুই বিশেষ মানুষের সাথে। কৃষ্ণচুড়া রাঙা রঙের সবার মনে ছড়িয়ে পড়ুক উৎসবের রং।
আমি সোনিয়া বাংলাদেশি, বাংলায় লিখি গান-কবিতা। ভালোবাসি দেশ বিদেশ ঘুরতে। অবসর কাটে বই পড়ে গান শুনে। জীবনের বোধ আনন্দে বাঁচো।
ঈদের ঘোরাঘুরি নিয়ে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। বর্তমান সময় ঈদের ঘোরাঘুরি একটি ঐতিহ্যবাহী হিসেবে চিহ্নিত হয়েছে। ঈদের সময় মানুষেরা আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে যায় এবং আনন্দ করে। ঈদের সময় প্রতিটি মানুষ বাসায় আসে এবং আত্মীয়-স্বজনদের সাথে ঘুরতে যাই। আমার খুব ভালো লেগেছে আপনার এই পোস্টটি। অনেক অনেক ধন্যবাদ । শুভকামনা রইল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু শুধু রাজধানীর ফুল নয় সকল স্থানের ফুলগুলো কিন্তু সুন্দর দেখিয়েছিল কারণ প্রকৃতি সুন্দর আবহাওয়া থাকায় ক্যামেরাবন্দি যা করেছি সবই দারুন দারুন হয়েছে। যাইহোক খুব ভালো লেগেছে ঈদের ছুটিতে ভরাভরির বিষয়গুলো আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখেই বোঝা যাচ্ছে ঈদের ছুটিতে অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন সেই সাথে ঘুরাঘুরি ও করেছেন বটে। যদিও এবার ঈদের ছুটিতে তেমন ঘোরাঘুরি করতে পারেনি তবে এলাকার বন্ধুদের সঙ্গে অনেক সুন্দর মুহূর্তে অতিবাহিত করেছি। আপনার এই ঘুরাঘুরির মুহূর্ত দেখে খুবই ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit