আমার লেখা কবিতা "স্বপ্নের মৃত্যু "। @ shy-fox ১০% বেনিফিসিয়ারী।

in hive-129948 •  3 years ago 

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো? আমিও বেশ ভাল আছি।


জীবনে চলার পথে যে বিষয়গুলো মানুষকে গতিশীল রাখে তার মধ্যে অন্যতম হলো স্বপ্ন। স্বপ্ন দেখে বলেই মানুষ বেঁচে থাকার অবলম্বন খুঁজে পায়। আর যখন স্বপ্নের পূর্ণতা আসে তখন জীবন ভরে ওঠে ভিন্ন মাধুরীতে। কোন কারনে খুব কাঙ্খিত স্বপ্নটা যখন ভেঙে যায় তখন বিষন্নতায় ছেয়ে যায় মন, বেঁচে থাকাটাকে অর্থহীন মনে হয়। আমাদের প্রত্যেকের জীবনেই এরকম অভিজ্ঞতার মুখোমুখি দাঁড়াতে হয়। এ বিষয়টি নিয়েই আমার আজকের লেখা কবিতা স্বপ্নের মৃত্যু।

received_542383750711290.jpeg
ছবি লিঙ্কঃ
https://www.pexels.com/photo/silhouette-photo-of-a-person-under-gray-sky-4018960/


স্বপ্নের মৃত্যু

সোনিয়া স্নিগ্ধা


বুকের ভেতর জোনাক জলা থাকে
চোখের তারায় থাকে স্বপ্ন আঁকা,
মুখবন্ধ জুড়ে থাকে
সুখী জীবনের প্রতিচ্ছবি।
তবুও সে আত্মহননের পথে হাটে
কেননা সেই শুধু জানে
এই জীবনের বোঝা কতটা ভারী।

ভেতর আর বাহিরের ক্রমাগত যুদ্ধে
একসময় ক্লান্ত হয়ে শান্তির ঘুম চায়,
জেগে ওঠার আকুতি নয়!
টুপ করে নিঃসীমে পাড়ি দেবার বাসনা
ক্রমাগত কড়া নাড়ে দরজায়।


স্বপ্নভূক মানুষ আর যাই পারুক
স্বপ্নের মৃত্যু মেনে নিতে পারেনা!
যখন স্বপ্ন ভঙ্গ হয়
কাঁচের চুড়ির মত ভাঙে মন,
ঝড়া ফুল বা বিজলির চমক
কোনটাই আপ্লুত করেনা তাকে।
নেশাগ্রস্ত মানুষের মত হেটে চলে
উন্মনা একাকী, শূণ্য গ্রহের মত!


আমি সোনিয়া বাংলাদেশি, বাংলায় লিখি গান-কবিতা। ভালোবাসি দেশ বিদেশ ঘুরতে। অবসর কাটে বই পড়ে গান শুনে। জীবনের বোধ আনন্দে বাঁচো আর হাত বাড়িয়ে দাও অসহায় মানুষের দিকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

স্বপ্নভূক মানুষ আর যাই পারুক
স্বপ্নের মৃত্যু মেনে নিতে পারেনা!
যখন স্বপ্ন ভঙ্গ হয়

লাইনগুলো সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

ধন্যবাদ আপনাকে।

আপনার কবিতা পড়ে মনটা ভাল হয়ে গেল ।আপনি খুব সুন্দর ভাবে কবিতা রচনা করে থাকেন ।আপনার কবিতার শব্দচয়ন গুলো এতটা সুন্দর হয় যা আসলে বলার মতো না। শব্দের উপর ভালো দখল না থাকলে এভাবে কবিতা লেখা যায় না। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাদের মন্তব্য আমাকে উৎসাহিত করে। ধন্যবাদ এত
সুন্দর মন্তব্যের জন্য।

আপনার কবিতার ধরণ আমার বেশ ভালো লাগে। এর আগেও আপনার কবিতা পড়া হয়েছে। আপনি অসাধারণ লিখেন আপু। আপনার প্রতিটি পোস্ট আমি ভিজিট করার চেষ্টা করি। আপনার সাফল্য কামনা করছি।

আপনারাই আমার লেখার অনুপ্রেরণা। ধন্যবাদ আপনাকে।

আপনার লেখা কবিতাটি অনেক নিখুঁত ভাবে শব্দগুলো ব্যবহার করেছেন। আসলে প্রত্যেকটা অর্থবহ কথা প্রকাশ করে আপনার লেখা কবিতা। আমার কাছে অনেক ভালো লেগেছে পড়ে শেয়ার করার জন্য ধন্যবাদ।

স্বপ্ন দেখে বলেই মানুষ বেঁচে থাকার অবলম্বন খুঁজে পায়।

বাহ কথাটি খুব চমৎকার বলেছেন তো। আর আপনার কবিতার ভাষা বেশ গভীর।খুব সুন্দর ছিল কবিতা টি।

ধন্যবাদ আপনাকে।

একদম একমত আমি।স্বপ্নই মানুষকে বাচতে শেখায় আবার সেই স্বপ্নই অনেকসময় নিয়ে যায় পরকালে।
একটা স্বপ্ন পূরন হলে কতটা স্বস্তি পাওয়া যায় তা কেবোল সেই জানে যার স্বপ্ন পূর্নতা পায়।বেশ বড় একটা স্বপ্ন বুকে পুষে আমিও এগোচ্ছি আপু,দোয়া রাখবেন।
ভালোবাসা নিয়েন 💚❤️

দোয়া করি আপনার সব স্বপ্ন পূরন হোক।শুভকামনা আপনার জন্য।

আপু আপনি খুব সুন্দর করে কবিতাটি লিখেছেন। কবিতার প্রতিটি লাইন আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি খুব সুন্দর করে প্রতিটি লাইন ছন্দ মিলিয়ে লিখেছেন। কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকেও।

আপনার কবিতাটি পড়ে সত্যি খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে অত্যন্ত দক্ষতার সহকারে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। বেশ দুর্দান্ত হয়েছে। বিশেষ করে এই লাইনগুলো আমার হৃদয় ছুঁয়ে গেল।

স্বপ্নভূক মানুষ আর যাই পারুক
স্বপ্নের মৃত্যু মেনে নিতে পারেনা!
যখন স্বপ্ন ভঙ্গ হয়
কাঁচের চুড়ির মত ভাঙে মন,

এত অসাধারণ কবিতা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

ধন্যবাদ আপনাকেও কবিতাটা মন দিয়ে পড়েছেন এবং মতামত জানিয়েছেন।

খুবই চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন স্বপ্নের মৃত্যু এই কবিতাটি সত্যিই আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। আপনার কাছ থেকে পরবর্তীতেও এরকম সুন্দর সুন্দর কবিতা আশা করব। কবিতাটির চরণ অনেক বেশি ভালো ছিল শেয়ার করার জন্য ধন্যবাদ।

অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। আজকাল দেখছি অনেকেই খুব সুন্দর সুন্দর কবিতা লিখছে। আপনার কবিতাটাও পড়তে বেশ ভালো লেগেছে। এরকম সুন্দর কবিতা লিখতে পারেন জানা ছিল না কবিতার প্রত্যেকটা লাইন পড়ে খুবই ভালো লেগেছে। এরকম সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

সত্যি বলতে আপু আপনার কবিতাটি আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার কবিতাটা আসলে মন ভাল করার মত একটি কবিতা। আর আপনি একটি কথা ঠিকই বলেছেন আসলে যখন আমাদের কোনো স্বপ্ন সত্যি হয় না তখন আসলে আমাদের মন বিষন্নতায় ছেয়ে যায়। আসলে এরকম পরিস্থিতিতে আমার মনে হয় অনেকেই পড়েছেন ধন্যবাদ।