হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই নিশ্চই ভালো? আমি ও ভালো আছি।
আলোয় ফেরা
সোনিয়া স্নিগ্ধা
ছবি লিঙ্কঃ
https://www.freeimages.com/photo/ama-dablam-2-1516572
আমিও তেমনি জ্বলে উঠতে চাই।
পায়ের ক্লান্তি ছাপিয়ে উঠে যাবো এভারেস্টে
স্বচ্ছ নীল আকাশের সাথে হবে উদযাপন।
দহন কালে কেউ থাকেনা পাশে,
শুধু নিঃসীম শূন্যতা পেরিয়ে একা হেটে চলা!
দুর্গম সমুদ্রে বৈতরণী পারের অপেক্ষায়
কেটে যায় ঝঞ্ঝা বিক্ষুব্ধ রাত।
হঠাৎ আলোর ঝলকানি
লন্ঠন হাতে দাড়িয়ে কেউ
সে আমায় বৃত্ত ভাঙতে শেখায়।
অতলান্তে হারিয়ে যাওয়া এই আমি
ভেসে উঠি দারুণ পেলবতায়,
নিজের সীমা নিজেই নির্ধারন করি
পায়ের কাছে রুক্ষ কঠিন পাহাড়কে
অনায়াসে অগ্রাহ্য করে আকাশে গড়ি বসত।
জীবন রসহ্যময়, বাঁক পেরিয়েই চমক
হঠাৎ আলোর স্পর্শ,নদীতে জলের কল্লোল
নিঃশব্দে স্রোতস্বিনী পেরুনো।
তারপর দহন কালের গল্প ভুলে
আবার কুসুম শয্যা, আবার আলোয় ফেরা।
ছবি লিঙ্কঃ
https://www.freeimages.com/photo/ship-at-sea-1388159
আমি সোনিয়া বাংলাদেশি,বাংলায় লিখি গান-কবিতা। ভালোবাসি দেশ বিদেশ ঘুরতে। অবসর কাটে বই পড়ে গান শুনে। জীবনের বোধ আনন্দে বাঁচো।
আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো । আপনি অনেক সুন্দর ভাবে কবিতাটির একটি লাইন অপরটির সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে দিয়েছেন । এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit