"প্রথম বেতন পেয়ে বাবাকে কিছু কিনে দেওয়ার অনুভূতি "

in hive-129948 •  7 days ago 

আসসালামুআলাইকুম/আদাব🤝

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ্ ভাল আছি। আমি @srshelly0399
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।

IMG_20241114_205545.jpg

জীবনে বাবা মা আমাদের জন্য অনেক কিছু করেছেন।ছোট থেকে বড় হওয়া থেকে শুরু করে সব সময় নিজেদের সব আমাদের জন্য বিলিয়ে দিয়ে যাচ্ছেন।কিন্তু তাদের জন্য সব সময় কিছু করা হয়ে উঠে নাহ।আমার মেডিকেল এবং বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালীন আমার মা-বাবা অনেক কষ্ট করেছেন, অনেক টাকা ফুরিয়েছেন। দুর্ভাগ্যবশত আমার কোথাও ওইভাবে হয়ে ওঠেনি কারণ আমি উচ্চমাধ্যমিকে খুব অসুস্থ থাকায় রেজাল্ট টা একটু খারাপ হয়েছিল। এইচএসসি খারাপ হওয়ায় বিশ্ববিদ্যালয়গুলোতে আমি অনেক পিছিয়ে পড়ি। কি আর করার অবশেষে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেই। বাবা আমার কথা শুনে সেখানেও রাজি হয়। তখন থেকেই ভেবে নিয়েছিলাম নিজে কিছু করব এবং আমার মা, বাবার মুখ উজ্জ্বল করা এবং তাদের ভালো রাখার চেষ্টা করা । তাই টুকটাক টিউশনি করা শুরু করি। প্রথম বেতন পাই, বেতন পেয়েই দেখেছিলাম বাবার ঘড়িটা অনেক পুরনো হয়ে গেছে।প্রথম বেতন পাওয়ার অনুভূতিটা অন্যরকম। নিজের মধ্যে অন্যরকম একটা প্রশান্তি চলে আসে। বাবার ঘড়ি কেনার সিদ্ধান্ত নিলাম, সেই মতো ছোট বোনকে নিয়ে গেলাম দোকানে । সাথে আমার কিছু কেনার ছিল, আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে যেহেতু এর বয়স প্রায় পাঁচ বছর, সেটা ঠিক করার দরকার ছিল। দোকানে গিয়েই বাবাকে ফোন দিলাম, আসেন আমার একটা দরকারি কাজ আছে। বাবাকে দোকানে এনে সারপ্রাইজ দিলাম।


IMG_20241107_192620.jpg

বললাম বাবাকে যে আপনার পছন্দ মত একটা ঘড়ি নিয়ে নেন আজকে আমি আপনাকে একটা ঘড়ি কিনে দেবো। বাবা প্রথমে কিছুতেই রাজি হয় না দরকার নেই। আসলে বাবা মারা ছেলে মেয়েদের থেকে কিছুই চায় না। ছেলেমেয়েরা শুধু ভালো করুক ভালো থাকুক এটাই চায়, নিঃস্বার্থভাবে ভালবেসে যায়। তারপর অনেক রিকোয়েস্ট করে শেষমেষ বাবা রাজি হলেন। দোকানে দেখলাম অনেক রকমের ঘড়ি। বললাম সব থেকে দামি ঘড়িটায় বের করেন। আমি বাবাকে সবথেকে ভালো ঘড়ি টাই দিতে চাই। বাবার নিজের মতো পছন্দ করে নিচ্ছিলেন।

IMG_20241107_193105.jpg

দুটো করি আমার হাতে দিয়ে বাবা বললেন দেখতো এই দুইটার মধ্যে কোনটা ভালো লাগে যে কোন একটাই নেব। আমার কাছে সবুজটাই বেশি ভালো লাগলো। বাবাকে বললাম সবুজ টাই নাই। হাতে পড়ে নিল, মুখে একটা অন্যরকম খুশি দেখতে পেলাম এই খুশিটাই আমার সার্থকতা।

IMG_20241107_200017.jpg

ওখান থেকে বের হয়ে দোকানে গেলাম। ফোনের টুকটাক কাজ শেষ করলাম। ফোনের জন্য একটা সুন্দর কাভার খুজছিলাম। দুই তিনটা দোকান খোঁজার পরে একটা সুন্দর কভার পেলাম ফোনের জন্য।

IMG_20241107_200001.jpg

তারপর একটা ভালো এয়ারপড দরকার ছিল। দেখে শুনে একটা কিনে নিলাম। ওখান থেকে বের হয়ে ফুচকা কিনে নিয়ে বাসায় গেলাম সবাইকে খাওয়াবো বলে। আমার আম্মুর জন্য পরবর্তীতে আমি কিছু কিনে দেবো ভেবেছি। আপনাদের মাঝে আবার তুলে ধরব আমি আমার আম্মুকে কি দিলাম ইনশাআল্লাহ। এভাবে যেন আমি আমার বাবা-মার পাশে ধীরে ধীরে দাঁড়াতে পারি।

এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।


Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

banner-abbVD.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi note 9
ক্যামেরা.মডেলnote9
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnztsmhqXECFWhnYScssX21XdqSgM3oVAxxx35K4bsUQXRKwwCsw9GRePhwFW6wnPkumnwFzjxJ7cZ8QEN9.gif

আমার পরিচয়
আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।
🌼💖🌼


👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

প্রত্যেকটা সন্তান চায় জীবনে প্রথম যদি ইনকাম করতে পারে সেই ইনকামের টাকা দিয়ে পিতা-মাতার কোন কিছু কিনে দেওয়ার মধ্য দিয়ে মুখে হাসি ফোটা দেয়। ঠিক তেমনি আজকে আপনি আমাদের মাঝে সেই চেষ্টা করেছেন দেখে অনেক ভালো লাগলো। আশা করব আরো বেশি বেশি রোজগার করবেন এবং পিতা-মাতার দেয়ার চেষ্টা করবেন।

ধন্যবাদ ভাইয়া।

বাবা মা সন্তানদের কাছ থেকে কিছু নিতে না চাইলেও জোর করে কিনে দিলে তারা মনে মনে যে আনন্দ পায় তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনার বাবাও সেরকমই আনন্দ পেয়েছেন আপনার ইনকামের প্রথম টাকা দিয়ে ঘড়ি পেয়ে। আসলে এরকম ছোট ছোট আনন্দগুলোই বাবা-মাকে দিতে পারলে নিজের কাছেও খুব ভালো লাগে।

ঠিক বলেছেন আপু এই ছোট ছোট আনন্দগুলো জীবনের পরম পাওয়া।

আপন মানুষগুলোকে সারপ্রাইজ দিতে কিংবা উপহার দিতে সত্যি অনেক ভালো লাগে। আপনার ফোনের সমস্যা ঠিক না করে আপনি আপনার বাবাকে উপহার দিয়েছেন আর সারপ্রাইজ দিয়েছেন এটা জেনে সত্যি অনেক ভালো লাগলো। এই মুহূর্তগুলো সত্যি অনেক বেশি আনন্দের।

আসলেই আপু এই মুহূর্ত সত্যিই অনেক আনন্দের।