সীমাহীন দুর্নীতির কারণ জবাবদিহিতার অভাব

in hive-129948 •  6 months ago 

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


পত্রিকার পাতায় খবর দেখতে গিয়ে একটি খবরে চোখ আটকে গেলো। যদিও খবরটা দেখে আমি খুব একটা অবাক হইনি। কারণ এই ধরনের খবর আমরা ছোটবেলা থেকেই পত্রিকায় দেখে আসছি। খবরটা ছিলো এমন কাবিখা প্রকল্পের জন্য অর্থ উত্তোলন করে নয়টা প্রকল্পের জায়গায় মাত্র একটা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। বাকি প্রকল্পগুলো শুধু কাগজ কলমে বাস্তবায়িত হয়েছে। আর প্রকল্পের পুরো টাকাটাই মেরে দেয়া হয়েছে। আমরা ছোটবেলা থেকেই এই ধরনের দুর্নীতি দেখে আসছি। তবে বর্তমান ডিজিটাল যুগেও যে এমন দুর্নীতি হতে পারে সেটা চোখে না দেখলে বিশ্বাস করা মুশকিল।


IMG_20240503_074355.jpg

একটা সময় ছিলো যখন যোগাযোগ ব্যবস্থা ছিলো খুবই খারাপ। তখন ইন্টারনেটে সাথে আমাদের একেবারেই পরিচয় ছিল না। এখনকার মতো তখন হাতে হাতে ক্যামেরা সহ মোবাইল ফোনও ছিলো না। তখন প্রত্যন্ত অঞ্চলের প্রকল্প গুলিতে এই ধরনের দুর্নীতি হোতো। কারণ সেখানে সরজমিনে গিয়ে দেখার লোক ছিলো না। তাই তারা এই সুযোগটা গ্রহণ করতো। কিন্তু এখন যখন যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে। সেই সাথে মানুষ ইন্টারনেটে যুক্ত হওয়ার মাধ্যমে মুহূর্তেই এক জায়গায় খবর অন্য জায়গায় পৌঁছে দিতে পারছে। তখনও এসে এই ধরনের দুর্নীতি আসলেই আমাদের সিস্টেমটা যে ভালোভাবে চলছে না সেটাই নির্দেশ করে। আর এই ধরনের দুর্নীতি যে শুধু এই একটি জায়গা হয়েছে তা নয়। খোঁজখবর নিলে দেখা যাবে দেশের প্রায় প্রতিটা এলাকাতেই এই ধরনের দুর্নীতি হয়েছে। তবে কোনোটা হয়তো সংবাদ মাধ্যমে এসেছে কোনোটা আসেনি। যেখানকার দুর্নীতি সংবাদমাধ্যমে উঠে আসেনি তারা পরবর্তীতেও দুর্নীতি করার প্রস্তুতি নিচ্ছে।


এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের অনিয়ম দুর্নীতি থেকে বাঁচতে হলে করণীয় কি? সবচাইতে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে সংশ্লিষ্ট সকলকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমাদের দেশে সরকারি চাকরিজীবীদের ভেতরে একটা কথা প্রচলিত রয়েছে সেটা হচ্ছে সরকারি চাকরি সহজে যায় না। আপনি যত বড় অপরাধই করেন যত বড়ো দুর্নীতি করেন আপনার চাকরি যাবে না। আপনি কিছুদিনের জন্য সাসপেন্ড হবেন। কিছুদিন পর আপনি কর্মকর্তাদেরকে ঘুষ দিয়ে আবার পুনরায় চাকরিতে বহাল হতে পারবেন। খেয়াল করলে দেখতে পাবেন সিস্টেমটা এমনভাবে তৈরি করা হয়েছে যেটা দুর্নীতিকে উৎসাহ প্রদান করে। সেই সাথে তৈরি হয়েছে দেশে অগণতান্ত্রিক ব্যবস্থা। এখন রাজনৈতিক নেতাদেরও জবাবদিহির কোন চিন্তা নেই। কারন তাদেরকে এখন জনগণের কাছ থেকে ভোট চাইতে হয় না। এজন্য দুর্নীতিমুক্ত সিস্টেম করতে হলে সর্বপ্রথম সর্ব জায়গায় জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একমাত্র তাহলেই সম্ভব এই অবস্থা থেকে বেরিয়ে আসা।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR 90

---|---

স্থান | ফরিদপুর


ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আসসালামুআলাইকুম, কেমন আছেন ভাইয়া?
আপনার লেখাগুলা খুবই সুন্দর। আপনার লেখাগুলা পড়তে খুবই ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি আপনার লিখাগুলো পড়ার জন্য।
আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনার কোনো কন্টাক্ট ডিটেলস কি দেওয়া যাবে? Discord, facebook, or whatsapp.
দয়া করে রিপ্লাই করবেন, আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো।।
ভালোবাসা ।।