স্ক্রিনশট নেয়া হয়েছে Gaada gada ইউটিউব চ্যানেল থেকে
১৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে দিল্লি ক্যাপিটালস ২৪ রানেই তাদের প্রথম উইকেট হারিয়ে বসে। তারপরে পৃথ্বী স আর জ্যাক ফ্রেজার এর মধ্যে ৩৯ রানের একটি জুটি গড়ে ওঠে। পৃথ্বী শ আউট হয়ে গেলে জ্যাক ফ্রেজার রিশাব পানটের সাথে ৭৭ রানের জুটি গড়ে তোলেন। ততক্ষণে দিল্লি ক্যাপিটালস জয়ের অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছিলো। তারপর জ্যাক ফ্রেজার আর রিশাব পন্ট দ্রুত আউট হয়ে গেলেও তাতে দিল্লি ক্যাপিটালসের তেমন কোন সমস্যা হয়নি। কারণ ত্রিস্তান স্ট্যাব এবং শাই হোপ মিলে বাকি রানগুলো সহজেই করে ফেলে। শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালস ১৮ ওভার এক বলে চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
লখনৌ সুপার জায়ান্টস ম্যাচ হারলেও তাদের বোলার কুলদীপ যাদব চমৎকার বোলিংয়ের জন্য ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। আর এভাবেই শেষ হয় লখনৌ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস এর মধ্যকার ম্যাচটি। লখনৌ সুপার জায়ান্টস অল্প রান করায় এই ম্যাচে তেমন কোন ফাইট হয়নি। বলতে গেলে অনেকটা একপেশে একটা ম্যাচ হয়েছে। তবে লখনৌ সুপার জায়ান্টস যদি আরো ২৫ থেকে ৩০ রান বেশি করতে পারতো তাহলে দর্শকরা চমৎকার একটি ম্যাচ উপহার পেতো। আশা করি এর পরের ম্যাচগুলো দারুন উত্তেজনা পূর্ণ হবে।
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
আসলে খেলাতে যদি রান্না হয় তাহলে সেই খেলা দেখে খুব একটা ভালো মজা পায় না দর্শকেরা। যেহেতু এই ধরনের খেলা গুলোতে দর্শক সমাগম বেশি হয় তাই খেলাতে বেশি রান হওয়াটাও অনেক জরুরী। লাখনাও যদি আর কিছুটা রান করতে তাহলে দর্শকেরা খেলা দেখে মজা পেত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তবে এই খেলাটির টানটান উত্তেজনা ছিল না। তাই খেলা দেখে তেমন কোন ফিলিংস আসে নাই। লখনৌ সুপার জায়ান্টস যদি পঞ্চাশ রান বেশি করত তাহলে খেলাটি হাড্ডাহাড্ডি লড়াই হতো। তখন খুব বেশি উপভোগ্য থাকতো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit