গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়েলস ম্যাচের রিভিউ।

in hive-129948 •  7 months ago 

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


গতকাল চব্বিশ তম ম্যাচে আইপিএলে গুজরাট টাইটানসের মুখোমুখি হয়েছিলো রাজস্থান রয়েলস । এদিন টসে জিতে গুজরাট টাইটান্স রাজস্থান দলকে ব্যাটিংয়ে পাঠায়। রাজস্থানের ব্যাটসম্যানরা মোটামুটি দেখেশুনে ইনিংসটা শুরু করেছিলো। কিন্তু ৩২ রানের সময় প্রথম উইকেট এবং ৪২ রানের সময় দ্বিতীয় উইকেট হারিয়ে বসে তারা। তারপর সাঞ্জু স্যামসাং এবং রিয়ান পরাগ মিলে ১৩০ রানের দারুন একটি জুটি উপহার দেয়। সাঞ্জু করেন ৩৮ বলে ৬৮ আর রিয়ান পরাগ করেন ৪৮ বলে ৭৬। তাদের এই চমৎকার জুটির উপর ভর করে রাজস্থান রয়েলস বিশ ওভার শেষে ১৯৬ রান সংগ্রহ করে। গুজরাট টাইটানসের বোলারদের ভেতর একমাত্র রশিদ খান ছাড়া বাদবাকি সবাই ছিলেন বেশ খরুচে। রশিদ খান চার ওভারে ১৮ রান দিয়ে একটি উইকেট লাভ করেন।

Screenshot_20240411_212353.jpg

স্ক্রিনশট নেওয়া হয়েছে R.S MEDIA চ্যানেল থেকে

জবাব দিতে নেমে গুজরাট টাইটানসের ব্যাটসম্যানরা দারুন ভাবে ইনিংসের সূচনা করেন। গুজরাট টাইটানসের দুই ওপেনার সাই সুদর্শন এবং শুভমান গিল ৬৪ রানের একটি ওপেনিং পার্টনারশিপ উপহার দেন। অপর প্রান্ত থেকে সাই সুদর্শন আউট হয়ে গেলেও সুভমান গিল দারুন ভাবে ব্যাটিং করতে থাকেন। প্রথম উইকেট হারানোর পর গুজরাট টাইটান্স পরাপর আরো দুটি উইকেট হারায়। তারপর লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যানরা সকলেই কিছু রান করেন। বিজয় শংকর করেন ১০ বলে ১৬ রান, রাহুল তেওয়াটিয়া করেন ১১ বলে ২২ রান আর শাহরুখ খান করেন ৮ বলে ১৪ রান।


তবে শেষ পর্যন্ত রশিদ খানের ১১ বলে ২৪ রানের ইনিংসে ভর করে গুজরাট টাইটানস ম্যাচটি জিতে নেয় সাত উইকেটে। শেষ ওভারে গুজরাট টাইটানসের জেতার জন্য প্রয়োজন ছিলো ১৫ রান। আর শেষ বলে প্রয়োজন ছিল দুই রানের। তখন রশিদ খান দুর্দান্ত একটি বাউন্ডারি মারেন। রশিদ খানের কল্যাণে গুজরাট টাইটান্স ম্যাচটি জিততে সক্ষম হয়। রশিদ খান তার অলরাউন্ড নৈপুন্যের জন্য ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। এই ম্যাচের মাধ্যমে দর্শকরা আইপিএলের আরো একটি দুর্দান্ত ম্যাচ উপহার পেলো। আশা করি সামনে আরো এমন ম্যাচ দেখতে পাবো।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার স্পোর্টস রিভিউটি পড়ে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়েলস দুই দলের মধ্যে দারুন একটি উত্তেজনাকর ম্যাচ হয়েছিল এটি। সাঞ্জু স্যামসাং এবং শুভমান গিল দুজনই দুই দলের জন্য বেস্ট প্লেয়ার। তবে জয়টা কিন্তু রশিদ খানের কৃতিতেই হয়েছে গুজরাট টাইটান্সের। রশিদ খান ও নিঃসন্দেহে একজন ভালো মানের অলরাউন্ডার। তাইতো ম্যাচের শেষে দারুন একটি বাজিমাত করে ফেলেছে। রাজস্থান রয়েলস এবং গুজরাট টাইটেলস এর মধ্যকার সুন্দর এই ম্যাচের রিভিউ টি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।