আসলে আমার মতো বাড়ির প্রাণ হলো বয়স্ক এবং শিশুরা। কারণ ধরুন, আপনার বাড়িটিকে একটি শিশু যেভাবে মাতিয়ে রাখবে। আর কেউ কখনোই ঠিক যেভাবে মাতিয়ে রাখতে পারবেনা। যেমন ধরুন, আপনারা বাড়িতে অনেকে বড় মানুষ রয়েছেন এবং শিশু মাত্র একজনই রয়েছে। দেখবেন যে সেই শিশুটি সবার সাথে এগিয়ে আলাপ, আলোচনা, মজা, দুষ্টুমি করছে এবং তার কারণেই অন্য মানুষেরাও আপনার রুমে আসছে। কারণ ঐ বাচ্চাটি আছে বলে। কিন্তু সাধারণভাবে দেখবেন ওই মানুষেরা কিন্তু প্রয়োজন ছাড়া খুব একটা আপনার রুমে কিংবা আপনার সাথে কথা বলতে আসে না।
আর বয়স্করা ও ঠিক তাই। অর্থাৎ একটা পরিবারে যখন কোনো বয়স্ক মানুষ থাকে। তখন কিন্তু সে ঘুরে ঘুরে সবার খবর নেয়। এবং সবাই বাধ্য হয় তার জন্য একসাথে হতে। আর তাই আমি মনে করি, একটি বাড়ির প্রাণ হলো একজন বৃদ্ধ কিংবা একজন শিশু। তারা থাকলেই বাড়িটা অনেক বেশি আলোকিত হয়ে যায়। অন্তত আমার কাছে তো এমনটাই মনে হয় যে কোনো বাড়ি বয়স্ক এবং শিশু ছাড়া একেবারেই যেনো মৃত।
যেমন আমি যদি আমার কথা বলি। তাহলে আমার বাড়িতে আমার ছোট বোন রয়েছে এবং সে অনেকটাই ছোট এবং সেই সারাদিন দুষ্টামি করে করে পুরো বাড়িটাকে মাতিয়ে রাখে একজন এই। আর আমরাও সারাক্ষণ ওর সঙ্গে আনন্দ উল্লাস করি।
একদম ঠিক বলেছেন। প্রথমত আমি শুধু মাত্র শিশুদের কথাই ভেবেছিলাম।তবে এক্ষেত্রে বয়ষ্করাও যে বাড়ির প্রাণ সেটা অবশ্য আমি তেমন একটা মাথায় রাখিনি। যাই হোক এরা দুই বয়সের মানুষরাই কিন্তু আমাদের বাড়ি ঘর মাতিয়ে রাখে। আর এটার প্রমাণ তো আমাদের ঘরেই আছে। যাই হোক আপনার পোস্টটা পড়ে খুব ভালো লাগলো। আর এদেরকে সব সময় ভালোবাসা আর আদর যত্নে রাখা উচিত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit