শুভ নববর্ষ ১৪২৯ 💒 ১০% বেনিফিসিয়ারি 🦊 @shy-fox কে ।

in hive-129948 •  3 years ago 

1649950450-picsay.jpg

আসসালামু আলাইকুম @amarbanglablog তে #steemitblog দ্বারা প্রকাশিত @steem-for-future এর মাধ্যমে।

প্রথমেই সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪২৮ । আশাকরি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া এবং আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভাল আছি। সকলেই সব সময় সুস্থ সুন্দর এবং ভাল থাকুন সেই দোয়া এবং শুভকামনা হোক আমাদের নতুন বছরের প্রত্যয় এবং অঙ্গীকার।

best write.png

আজ পহেলা বৈশাখ

১৪২৮ বঙ্গাব্দ

১৪ ই এপ্রিল ২০২২

১২ ই রমজান হিজরী ।

best write.png

pohela-falgun-5973793__480.jpg

Src

প্রথমেই পহেলা বৈশাখের একরাশ ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগিং। বৈশাখ মাস দীর্ঘ এক বছর পর আমাদের মাঝে আগমন ঘটে নতুন নতুন সব সুন্দর প্রকৃতি এবং অসাধারণ ভালোলাগা কিছু বিষয়। পহেলা বৈশাখ মাসে যেমন একদিকে অনেক অনেক আনন্দের একটি বিষয় এবং অপরদিকে একটু ভয় লাগার বিষয় থাকে এখানে।

বিশেষ করে এক দিক থেকে যদি বলতে চাই তাহলে বৈশাখ মাস আসে আমাদের জীবন টাকে আরও একধাপ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে।

rice-3515323__480.jpg

Scr

কেন বৈশাখ মাস আসে আমাদের বাঙ্গালীদের জীবনে অনেক আনন্দের একটি দিন। কেননা বৈশাখ মাসে সূচনা হয় বিভিন্ন ধরনের উৎসব এর। বিশেষ করে বৈশাখ মাসে আমাদের গ্রামে শুরু হয় ধান কাটার মৌসুম। বাংলাদেশ ভাত খাদ্য প্রধান হওয়ার কারণে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন করা হয় আমাদের বাংলাদেশের। তবে এই ধান উৎপন্ন করা হলেও বৈশাখ মাসে এই ধান কাটার আগমন শুরু হয়। বৈশাখ মাসে গ্রামের নারী-পুরুষ সকলে মিলে এই ধান কাটার কাজে অংশগ্রহণ করে। সকলেই অনেক অনেক ব্যস্ত থাকে বৈশাখ মাস কে নিয়ে। যদিও সকলে অনেক অনেক বিজি তার পরেও মনের ভিতরে নতুন ফসল পাওয়ার একটা আনন্দ কাজ করে এবং সবার ভিতরেই সুখের দেখা মেলে।।

rice-field-5973748__480.jpg

src

তাছাড়াও বৈশাখ মাস উপলক্ষে আগমনে বিভিন্ন ধরনের পিঠা পুলি উৎসব এর আয়োজন করা হয়। এর মধ্যে প্রধান পিঠাপুলি উত্সব নবান্ন এর আয়োজন করা হয়। অন্যান্য সকল উৎসব এর তুলনায় বাঙ্গালীদের জীবনের নবান্ন উৎসব খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নবান্ন উৎসব হলো নতুন ধান কাটার আগমনের উৎসব। কৃষকেরা নবান্ন উৎসব পালন করে যখন তারা গোলায় নতুন ধান উঠাইছে আনন্দে কৃষকেরা নবান্ন উৎসবের আয়োজন করে থাকে।

তাছাড়াও এর ভিতরে রয়েছে বিভিন্ন পল্লীগীতি বাউল গান অথবা জারি সারি গান। বাঙালিরা বেশ রসিক প্রিয় মানুষ। সারাদিন ক্ষেতে খামারে কাজ করার পরে রাতের বেলা অবসর সময়ে বাউল গান শুনতে বেশ ভালোবাসি। তাছাড়াও বৈশাখ মাস কিন্তু অনেক চমৎকার একটি মাস বাংলা মাসের অন্যান্য মাস থেকে।। নবান্ন উৎসব ছাড়াও অনেক অনেক উৎসব পালন করা হয় এই পহেলা বৈশাখে।

lightning-1158027__480.webp

Scr

তবে পহেলা বৈশাখে আমাদের বেশ কিছু বিষয়ে সতর্ক থাকা দরকার। যেমন বৈশাখ মাসের বিশেষ ভয়ঙ্কর একটি দিন হিসেবে আমি বৈশাখী ঝড় কে খুব ভয় পাই। বৈশাখ মাসের দিকে যেমন অনেক আনন্দ এবং উৎসব মুখর হয়ে থাকে তবে একটি বিষয় আমাদের সবসময় সর্তকতা অবলম্বন করতে হবে আর সেটি হলো ঝড় ঝাপটা। কেননা আমরা সকলেই জানি বৈশাখ মাস মানেই ঝড়ের আগমনের একটা সময়। সুতরাং বৈশাখ মাসে ঝড়ে প্রচুর পরিমাণে মানুষের ক্ষতির সম্মুখীন হতে হয় এবং তা ছাড়াও বিভিন্ন মানুষ বর্জ্যপাতের কারণে মারা যায়। সুতরাং আমাদের এই সময় অবশ্যই কিছু সর্তকতা অবলম্বন করতে হবে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNz5aFAMaDbxg5YwoHFVudQee43aS2gXDSpdMX6MycEUQuzYPaq3gHtAvnxN3MF2CuG3D2Sc4wQ.png

bride-1741838__480.jpg

Scr
নববর্ষ আমাদের জীবনের নতুন বার্তা বয়ে আনুক সেই কামনা করি সকলের জন্য। নববর্ষের মতো আমাদের প্রতিটি দিন যেন হাসিখুশিতে আনন্দে উৎসবে পার হয়ে যায় সেই দোয়া এবং ভালোবাসা রইল সকলের জন্য। আনন্দঘন মুহূর্তের ভিতর দিয়ে বৈশাখ মাস বয়ে আনুক সবার জীবনে সুখের বার্তা। সকলের প্রতি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে এ পর্যন্তই।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iP9hrmo7HHjXhuejr1qDohdtJQsmCmKhy9HuRvHqMTJSKWVbMc2A7WQYb5wESGLzw3vN3PgJA2J.png

Join us on our official discord server for make good communication

আমার w3w লোকেশন কোড সংযুক্ত

https://w3w.co/crazy.cries.stupidly

cc

@amarbanglablog @blacks @photoman @club75 @booming01

প্রিয় রেগার্ডস

png_20220130_135916_0000.png

@steem-for-future

amarbanglablog.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনাকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আপনি আজকে চমৎকার ভাবে শুভ নববর্ষ সম্পর্কে অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভ কামনা রইলো।

অনেক অনেক ধন্যবাদ লিমন ভাই। আপনাকেও রইল নববর্ষের শুভেচ্ছা।

শুভ নববর্ষশুভ

আপনাকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা ভাই। বৈশাখ আসলে যেন সঙ্গে করে নিয়ে আসে ঝড় বাতাস। তবে আমরা এর ভালো দিকও দেখব। বাঙালি শত বছর ধরে এটা পালন করে আসছে। অনেক সুন্দর গুছিয়ে লিখেছেন ভাই পহেলা বৈশাখ নিয়ে। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।

আপনার এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। পহেলা বৈশাখ উপলক্ষে শুভেচ্ছা। ভাইয়া আপনি সত্যিই খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।প্রতি বছর এই দিনটি পালন করা হয়। এই দিনটি আমাদের সবার মাঝে খুবই প্রিয় ও আনন্দের দিন। আপনার জন্য শুভকামনা রইলো।

অনেক সুন্দর করে নববর্ষ ফুটে তুলে আমাদের বুঝার মত কিছু বললেন। ভাল কিছু ছিল।

শর্টকাট গঠনমূলক মন্তব্য। আপনি কিন্তু খুব ভালো করে মন্তব্য করেছেন তার জন্য ধন্যবাদ।

প্রথমেই নববর্ষের শুভেচ্ছা। আপনি নবর্বষ নিয়ে খুব ভালো লিখেছেন।অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।

আপনাকে বৈশাখের শুভেচ্ছা জানাই ❤️
সত্যিই এর গুরুত্ব বাঙালি জীবনে বেশ অর্থবহ।।
খুব ভালো বর্ননা দিয়েছেন, ভালো লাগলো।

ভালোলাগার জন্য ভালোবাসা নিবেন। সুস্থ সুন্দর ভালো থাকবেন

প্রথমে জানাই আপনাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সম্পর্কে আপনি খুব সুন্দর করে গুছিয়ে একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যা দেখে খুবই ভালো লাগছে ভাইয়া। নতুন বছর সম্পর্কে আপনার অনুভূতিটা বেশ ভালো ছিল। আপনাকে ধন্যবাদ এত সুন্দর পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

ভালো লাগলো মন্তব্যটা পড়ে। এত সুন্দর গঠনমূলক মন্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কার সাথে ধন্যবাদ আমার বাংলা ব্লগ পরিবারের সাথে থাকার জন্য।