আমাদের গ্রাম্য বাজার (প্রথম পর্ব-১) ১০% সুবিধাভোগী লাজুক শিয়াল 🦊 @shy-fox কে

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম। হিন্দুদের প্রতি আদাব এবং অন্যান্য সকল ধর্ম বর্ণ মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজকে আমি কথা বলব আমাদের গ্রাম্য বাজার নিয়ে। বেশ কয়েকদিন আগে আমি যখন আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম জরুরি একটি কাজে তখন আমার দাদী আমাকে বলেছিল বাজার থেকে কিছু প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনে আনার জন্য। তখন আমি আমার দাদির কথা মত যে সকল উপকরণ গুলো তার পরিবারের জন্য প্রয়োজন ছিল আমি সে সকল উপকরণ সম্পর্কে যথেষ্ট ধারণা নিলাম এবং বাজার করার জন্য একটি ব্যাগ এবং সাইকেল নিয়ে রওনা হলাম বাজারের উদ্দেশ্যে। সাইকেল নিয়ে আমি বেলা প্রায় তিনটার দিকে বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম।।

IMG_20210917_160251.jpg

W3w codehttps://w3w.co/indicative.quid.quotable
PhotographySamsung galaxy A10 s

গ্রাম্য বাজার

গ্রাম্য বাজার হল এমন একটি বাজার যেখানে সপ্তাহে দুইদিন বাজার বসানো হয়। বিশেষ করে যেখানে প্রচুর পরিমাণে আমাদের পরিবারের চাহিদা মেটানোর জন্য কাঁচা শাকসবজি থেকে শুরু করে সকল ধরনের দ্রব্য সামগ্রী পাওয়া যায়। গ্রাম্য বাজারের বৈশিষ্ট্য হলো এসকল বাজারগুলো ফাঁকা জায়গায় বসে এবং বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের ফলমূল শাকসবজি এবং সকল প্রকার দ্রব্য এবং উপকরণ নিয়ে এক জায়গায় মিলিত হয় এবং গ্রামের লোক গুলো সেখান থেকে তাদের প্রয়োজন এবং সাধ্য অনুযায়ী দ্রব্য সামগ্রী ক্রয় করে থাকেন। গ্রাম্য বাজার সাধারণত সপ্তাহে দুইদিন বসানো হয়।

আমি আমার গ্রাম্য বাজারে যে তুমি বেড়াতে গিয়েছিলাম সেদিনটি ছিল শুক্রবার। তো চলো বন্ধুরা দেখা যাক আমার গ্রাম্য বাজারে যে সকল উপকরণ গুলো পাওয়া যায় তার প্রথম দিনের প্রথম পর্বে আমি তোমাদের কিছু নমুনা এবং চিত্র দেখাতে চাই। আশা করছি সবাই মনোযোগ সহকারে উপভোগ করবে আমার ব্লগ টি।।
IMG_20210917_160231.jpg

W3Whttps://w3w.co/indicative.quid.quotable
PhotographySamsung galaxy a10s

সাইকেল নিয়ে দুপুর তিনটা বেজে পনের মিনিটে আমি আমার গ্রাম্য বাজারে যাবার জন্য বেরোলাম। তারপর আমি একটি সাইকেল নিয়ে প্রায় দশমিনিট সাইকেল চালানোর পর আমার গ্রামের বাজারে গিয়ে উপস্থিত হলাম।।
IMG_20210917_155830.jpg

W3Whttps://w3w.co/indicative.quid.quotable
PhotographySamsung galaxy A10 s

বাজারের ভেতরে ঢুকতেই প্রথমে দেখা হলো একজন মরিচ এবং বেগুন ব্যবসায়ীর সাথে।
IMG_20210917_155816.jpg

PhotographySamsung galaxy a10s
W3Whttps://w3w.co/indicative.quid.quotable

কিছুক্ষণ যাওয়ার পর দেখা হল একজন লাউ এবং কলমি শাক এবং স্বার্থে ডাটা শাক বিক্রেতার সাথে। তার সাথে ছিল কয়েকজন ক্রেতা।।
IMG_20210917_155812.jpg

W3Whttps://w3w.co/indicative.quid.quotable
PhotographySamsung galaxy a10s

আরো একটু যাবার পর দেখা হল কলা কুমড়ো এবং মিষ্টি লাউ বিক্রেতার সাথে। যেখানে বিভিন্ন ধরনের কলা এবং মিষ্টি লাউ বিক্রি করা হয়েছিল।।
IMG_20210917_155808.jpg

W3Whttps://w3w.co/indicative.quid.quotable
PhotographySamsung galaxy A10 s

চতুর্থ নাম্বারে আমি যে দোকানে গিয়েছিলাম সেটি হল একটি মান কচু এবং অন্যান্য সকল ধরনের কোষের একটি দোকানের। যে দোকানে যাবার পর আমি বেশ কয়েকটি মালামাল ক্রয় করি।

IMG_20210917_155758.jpg

W3Whttps://w3w.co/indicative.quid.quotable
PhotographySamsung galaxy a10s

এই দোকানদারের কাছে পাওয়া যায় রসুন পেঁয়াজ মরিচ আদা সকল ধরনের দ্রব্য সামগ্রী। পেঁপে কাঁচা মরিচ এবং সকল ধরনের কাঁচামাল এর সমারোহ রয়েছে এই দোকানটিতে।
IMG_20210917_155736.jpg

W3Whttps://w3w.co/indicative.quid.quotable
PhotographySamsung galaxy a10s

কিছুক্ষণ পর আমি যখন সাইকেল নিয়ে যাচ্ছিলেন তখন দেখা হলো একজন বড় মুদি দোকানের মালিক এর সাথে। সেখানে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সকল প্রকার দ্রব্য সামগ্রী পাওয়া যায়।

IMG_20210917_154815.jpg

W3Whttps://w3w.co/indicative.quid.quotable
PhotographySamsung galaxy a10s

আমি যখন বাজার থেকে বের হয়ে চলে আসবো এমন সময় দেখা হল একজন পান বিক্রেতার সাথে। অনেকগুলো পানি এই বিক্রেতা বসেছিল বাজারের এক কর্নারে।
আমি তার কাছ থেকে 10 টাকার পান কেনার পর বাসার উদ্দেশ্যে রওনা হয়ে চলে আসলাম।।

যাইহোক অনেকক্ষণ সময় বাজারে ঘোরাফেরা করার পর কিছুক্ষণ পর আমি এক কেজি মাছ পান সুপারি এবং আলু নিয়ে পুনরায় বাড়িতে চলে আসলাম। আর এভাবেই আমার গ্রামে বাজারের প্রথম পর্ব প্রথম দিনের ফটোগ্রাফি বলল আমি তোমাদের মাঝে শেয়ার করলাম। দ্বিতীয় দিন অবশ্যই অন্য কোন প্রতীক নিয়ে হাজির হব।

©©@rme @photoman @beautyofcreativity @blacks
I am@steem-for-future

প্রিয় রেগার্ডস

@steem-for-futureIMG_20210915_085555.jpg

আমি মোঃ আকাশ আলী একজন গার্মেন্টস কর্মচারী এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করতে ভালবাসি। বাংলা ভাষায় জগতে সবথেকে বেশি ভালো লাগে। গরিব দুঃখী অসহায় মানুষদের কে সাহায্য করতে পারলে খুব বেশি ভালো লাগলো। পিতা মাতার সেবা করতে চাই। গ্রামের মানুষদের প্রিয় পাত্র হিসেবে পরিচয় দিতে চাই!!

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার গ্রামের বাজার সম্পর্কে আপনে খুব সুন্দী ভাবে উপস্থাপন করেছেন। রাস্তার পাশের সবজি আমাদের এলাকাতেও অনেক সময় বিক্রয় করা হয়। সুন্দর ভাবে বিষয়টাকে ফুটিয়ে তুলেছেন। শুভ কামনা রইল।

আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। সাথে থাকার জন্য। সাথে থাকার জন্য আমার বাংলা ব্লগ এর

আপনি মুহূর্তটি অনেক সুন্দর ভাবে কাটিয়েছেন আসলে এক গ্রাম্য বাজারে যেতে অনেক ভালো লাগে। আপনি প্রথমে বেগুন ব্যবসায়ীর কাছে গেলেন বেগুন গুলো অনেক সুন্দর ছিল। তারপর ডাটা, কুমড়া অনেক শাকসবজি আপনি আমাদের মাঝে খুব গুছিয়ে তুলে ধরেছেন। সুন্দর ছিল এক কথায় আপনি সুন্দর মুহূর্ত কাটিয়েছেন আপনার জন্য শুভকামনা রইল

ব্লগ টি সুন্দর হবে পড়েছেন এবং চিত্র গুলো মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে আন্তরিক ভাবে অভিনন্দন। আরহা প্রিয় জিনিস গুলোর মধ্যে আমাদের গ্রাম্য বাজার অন্যতম

ভাইয়া খুব সুন্দর ভাবে আপনার গ্রাম্য বাজার নিয়ে পোস্ট তৈরি করেছেন। দেখে মনে হচ্ছে প্রতিটি সবজি তরতাজা। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

আমার গ্রাম বাজার আমি খুব মিস করি। যখনই গ্রামের বাড়িতে যাই তখনই আমি আমার গ্রামের বাজার পর্যবেক্ষণ করি।

সকাল সকাল গ্রাম্য বাজার জমে যায় ভাই। আপনার এলাকার এই গ্রাম্য বাজার বেশ জমে গেছে। আমাদের এখানকার গ্রাম্য বাজার বিকেল থেকে রাত ১২ টা অবদি চলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সামনে তুলে ধরার জন্যে।

আমাদের এখানেও গ্রাম্য বাজার দুপুর থেকে রাত দশটা পর্যন্ত চলে। ধন্যবাদ মতামতের জন্য

ভাই মজার ব্যাপার হচ্ছে শেষের আগের ছবিটার কথা যদি বলি তাহলে বলবো পিছেতো দেখো। গ্রামের বাজার সম্পর্কে খুব সুন্দর একটি প্রতিবেদন করেছেন অনেক অনেক সুন্দর হয়েছে। আমার গ্রামে ঠিক এমন বাজার বসে সকাল ছয়টায় আর শেষ হয়ে যায় সাড়ে সাতটার মধ্যে। দাদি যখন জীবিত ছিল তখন বাড়িতে গেলে খুব জ্বালাতন করত সকাল-সকাল বলতো তোর দাদার সাথে বাজারে যায় এটা আমার কাছে খুব পেইন মনে হতো

তবে ভাই আমার গ্রামের বাজারগুলো বসে দুপুরের পর থেকে এবং সর্বোচ্চ রাত আটটার দিকে শেষ হয়ে যায়। ধন্যবাদ এমন গঠনমূলক মন্তব্য করার জন্য