🫂জনসেবা হোক আমাদের নিত্যদিনে অনুপ্রেরণা,🙋‍♀️ ১০% @shy-fox কে

in hive-129948 •  3 years ago 

১০% @shy-fox কে

মানব সেবাই বড় ধর্ম

IMG_20210825_164225.jpg


আসসালামু আলাইকুম
আশা করি সকলেই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আপনাদের সামনে লিখব আমাদের জীবনের বড় একটি অধ্যায় নিয়ে। জিটি সচরাচর সবসময় আমাদের চোখের সামনে পড়ে কিন্তু আমরা প্রায়ই জিনিসটি এড়িয়ে যাই। আসলে এড়িয়ে যাবার মধ্যে কি আমাদের সার্থকতা নাকি আমরা যদি বিষয়টি সম্পর্কে সংযুক্ত থাকতে পারে তাহলে তার মধ্যে আমাদের সার্থকতা সেই বিষয়ে আজ বলার চেষ্টা করব। চলো বন্ধুরা তাহলে শুরু করা যাক আমার আজকের টপিক জনসেবা হোক আমাদের নিত্যদিনের সঙ্গী টপিকটি আমি লিখছি কাউকে ছোট করার জন্য নয় বরং মানুষের সেবামূলক কাজে অংশগ্রহণ করার অনুপ্রেরণা মূলক পোস্ট হিসেবে।।

জনসেবা কিংবা কাউকে সাহায্য করা

জনসেবা একটি বড় অধ্যায়ের নাম। যে অধ্যায় চাইলে আপনিও অংশগ্রহণ করতে পারে। তবে জনসেবামূলক কাজে অংশগ্রহণ করতে হলে আপনাকে অবশ্যই মানুষকে ভালবাসতে হবে এবং জনসভা করার জন্য আপনার মন-মানসিকতা অবশ্যই আকাশ সমান হওয়া চাই। তা না হলে আপনি কখনোই জনসেবামূলক কোন কাজে অংশগ্রহণ করতে পারবেন না। জনসেবামূলক কাজে অংশগ্রহণ করতে হলে সর্বপ্রথম ভাবনাকে তৈরি হতে হবে একজন ভালো মনের মানুষ হিসেবে। আপনার মনকে অবশ্যই অন্যান্য মানুষদের তুলনায় অবশ্যই নিজেকে সবসময় নগণ্য মনে করতে হবে এবং আপনার মনে সহানুভূতিশীল প্রকাশ করে জন্য সেবামূলক কাজে অংশগ্রহণ করতে হবে।

এই জনসেবামূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পেতে পারে। তবে শুধু আপনি যদি জন্য সেবামূলক কাজ করে যান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের জন্য তাহলে সেটি হবে পরম সার্থকতা। দুনিয়ার উদ্দেশ্য যদি আপনি জনসেবামূলক কাজকর্ম করে যান তাহলে যদিও সেটি আপনার ইহকালের জীবনকে স্বনামধন্য করবে কিন্তু পরকালে কোন প্রকার বেনিফিট পাবেন না আপনার সেই জনসেবামূলক কাজের মাধ্যমে। সুতরাং যে কোন জন্য সেবামূলক কাজের মাধ্যমে আপনি যদি সার্থকতা অর্জন করে করতে চান তাহলে সেটি অবশ্যই হতে হবে আপনার সৃষ্টিকর্তাকে রাজি-খুশি করার জন্য। তবেই জনসেবামূলক কাজ করলে আপনার সার্থকতা সুনিশ্চিত।।।

জনসেবামূলক আজ কেন করবেন??

সৃষ্টিকর্তা আমাদের সবাইকেই কোনো-না-কোনোভাবে স্বাবলম্বী করে তৈরি করেছেন। কিন্তু আমাদের পৃথিবীতে এমন মানুষ আছে যাদের সৃষ্টিকর্তা দুইটি হাত কিংবা দুটি পা বিকল করে দিয়েছে অথবা দুই চোখ বন্ধ করে দিয়েছে। যাদের পৃথিবী দেখার কোনো সাধ্য নাই। কিন্তু আপনি তো তাদের থেকে অনেক সুখে আছেন পায়ে হেঁটে যেকোন জায়গায় যেতে পারেন কিংবা দুই হাত দিয়ে যেকোনো কাজ করতে পারেন। এবং সৃষ্টিকর্তার দেওয়া দুটি চোখ দিয়ে পৃথিবীকে দেখতে পারেন।

কিন্তু সৃষ্টিকর্তার আজাদের চোখের দৃষ্টিশক্তি দেয়নি তারা সমাজে কি করে থাকে এটি হলো এখন বড় কথা??

এমন সময় আপনি যদি তাদের পাশে গিয়ে তাদের সাহায্য করেন কিংবা তাদের পাশে গিয়ে দাঁড়ান অবশ্যই সৃষ্টিকর্তা আপনার প্রতি সন্তুষ্ট হবেন এবং আপনি যদি সৃষ্টিকর্তার আনুগত্য প্রকাশ করেন তাহলে সৃষ্টিকর্তা নিয়ে যে আপনার আরও ধন সম্পদ বৃদ্ধি করে দিতে পারে। আপনি যদি জন্য সেবামূলক কাজে অংশগ্রহণ করেন এবং অসহায় গরীব দুঃখী মানুষের কে পাশে রেখে তাদের যথার্থ সাহায্য এবং সহযোগিতা করে থাকেন তাহলে সৃষ্টিকর্তা অবশ্যই আপনার প্রতি সন্তুষ্ট হবে এবং আপনি পরবর্তীতে আরো ধন-সম্পদের মালিক হতে পারেন। সৃষ্টিকর্তা কখনোই কৃপণ ব্যক্তি দের পছন্দ করেনা। সুতরাং আমাদের অবশ্যই হৃদয়বান ব্যক্তি হওয়া দরকার এবং সমাজের অসহায় গরীব দুঃখী মানুষদের কে সাহায্য করা প্রয়োজন।

শুধু কি গরিব দুঃখী মানুষ বলে কথা?? যার হয়তো অনেক অনেক টাকা আছে অর্থ আছে সম্পদ আছে কিন্তু দেখবেন সে কোন না কোন দিক দিয়ে বিপর্যস্ত এর মধ্যে পড়ে আছে। তাকে আপনি যদি অর্থ টাকা দিয়ে সাহায্য করতে না পারেন তাহলে আপনি তার বিপদের সময় তাকে অবশ্যই সান্ত্বনা দিয়ে অথবা তার পাশে গিয়ে জনসেবামূলক কাজে অংশগ্রহণ করতে পারেন।

মানব সেবার উপকার

মানব পৃথিবীর শ্রেষ্ঠ জীব। শ্রেষ্ঠ জীব হিসেবে আপনি যদি মানুষ হয়ে মানুষকে সাহায্য করেন তাহলে সৃষ্টিকর্তা আপনার প্রতি এতটাই খুশি হবে যা আপনি কখনোই বুঝে উঠতে পারবেন না। আপনি যদি জনসেবামূলক কাজে অংশগ্রহণ করেন কিংবা কাউকে সাহায্য করেন তবে আপনার প্রতি সেই ব্যক্তির ভালোবাসা বৃদ্ধি পাবে। আপনার প্রতি যদি সে মানুষটির ভালোবাসা বৃদ্ধি পায় তখন সে আপনার প্রতিটি কথার মূল্যায়ন করবে এবং আপনার কথামতো সব কিছু করার চেষ্টা করবেন। জনসেবামূলক কাজের মাধ্যমেই মানুষের মন জয় করা সম্ভব এবং সমাজে জনগণ যদি চায় আপনাকে আরো ভালো কিছু উপহার দিতে সেটি সম্ভব। তাছাড়াও সৃষ্টিকর্তাকে রাজি এবং খুশি করতে সমাজের মানুষের কাছে বুক ফুলিয়ে কথা বলতে এবং সমাজের জন্য সেবামূলক কাজে অংশগ্রহণ করে আপনিও হতে পারেন একজন ভালো মনের মানুষ। দেশের মানুষের ভালোবাসা এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের জন্য জনসেবামূলক কাজের কোনো বিকল্প হয় না।

বি ফল

আপনি যদি জনসেবামূলক কাজে অংশ গ্রহণ না করেন এবং কৃপণতা করেন তাহলে সেটি হয়তো সৃষ্টিকর্তা পছন্দ করবেন না। ধরুন আপনার কাছে কোন ব্যক্তি এসে বলল বাবা আমার খুব ক্ষুদা লেগেছে আমাকে 10 টি টাকা দাও আমি কিছু কিনে খাব।তখন যদি আপনি সেই লোককে সাহায্য করার পরিবর্তে অন্য কোনভাবে উপহাস করেন এবং তাকে টাকা না দিয়ে তাকে অপমান অপদস্থ করে তাড়িয়ে দিলেন সে ক্ষেত্রে যদি সৃষ্টি করতে চান তাহলে আপনাকে যেকোন ধরনের সমস্যার সম্মুখীন করতে পারে।

মনে করেন আপনার পরিবারের কাউকে এমন অসুস্থ করে দেবে কিংবা আপনাকে এমন অসুস্থ করে দেবে আপনি সেখান থেকে কোন ভাবেই রোগমুক্তি কিংবা সমস্যার সমাধান খুঁজে পাবেন না। যদিও সমস্যার সমাধান খুঁজে পান দেখবেন আপনার সেই 10 টাকার পরিবর্তে হাজার হাজার টাকা লোকসান গুনতে হতে পারে।

এবং আমরা সকলেই জানি জনসেবামূলক কাজে অংশগ্রহণ করলে আমাদের উপর থেকে সৃষ্টিকর্তার সকল বিপদ আপদ দূর করে দেন এবং আমাদেরকে নিরাপদ রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সুতরাং আমাদের অবশ্যই উচিত মানুষের সেবা করা এবং আমাদের সমাজের নিরীহ এবং অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ানোর।

তবে তো আমাদের মানব জন্ম সার্থক হবেসার্থক হবে আমাদের পৃথিবীতে আসা এবং সার্থক হবে সৃষ্টিকর্তা যে কারণে আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছিলেন সেই স্বার্থ।

20210716_084711.jpg

IMG_20210809_142631_mfnr.jpg

20210716_084721.jpg

মানুষ তো মানুষের জন্য

হা বন্ধুরা ঠিকই শুনেছেন। মানুষ মানুষের জন্য। আপনি যদি মানুষকে জনসেবামূলক কাজ এ অংশগ্রহণ করতে চান তাহলে আপনাকে যে শুধু অর্থ দিয়ে জনসেবামূলক কাজে অংশগ্রহণ করতে হবে সেটি কোনো বড় কথা নয়। অর্থ ছাড়া বিভিন্ন উপায় আছে মানুষকে জনসেবামূলক কাজ করতে পারেন এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করতে পারেনি।

  • যেমন ধরুন কোন অসহায় ব্যক্তি কিংবা কোনো অন্ধ ব্যক্তি রাস্তা পারাপার হতে পারছে না। সে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এবং রাস্তায় প্রচুর পরিমাণে জ্যামে আটকে আছে। সে ক্ষেত্রে আপনি চাইলে সেই অন্ধ ব্যক্তি কে রাস্তা পারাপারে সাহায্য করতে পারে। এটি আসলে একটি বড় ধরনের জনসেবামূলক কাজের অংশ বিশেষ

  • তাছাড়াও আপনি চাইলেও আরো বিভিন্ন ভাবে মানুষকে জনসেবামূলক কাজ করতে পারেন। তার মধ্যে পড়ে, মনে করেন কোন ব্যক্তি তার মাথায় এমন কোন বস্তু আছে যেটি সে বহন করতে সক্ষম নয় কিন্তু আপনার গায়ে যথেষ্ট পরিমাণে শক্তি আছে সেই বস্তুটি বহন করার মত। তাহলে আপনার অবশ্যই উচিৎ হবে সেই লোকটির কাছ থেকে উক্ত বোঝা আপনি বহন করা এবং তাকে সাহায্য করা।

  • রাস্তাঘাটে অনেক সময় দেখা যায়, শত শত গাড়িওয়ালা যথেষ্ট পরিমাণে মালবাহী গাড়ি নিয়ে রাস্তায় যেতে খুব কষ্ট হচ্ছে এবং উঁচু রাস্তার উপরে উঠতে তার খুব কষ্ট। সুতরাং চাইলে আপনি এক্ষেত্রে সেই গাড়ি ওয়ালার গাড়ি পিছন থেকে ধাক্কা দিতে পারেন এবং তাকে খুব সহজে কোন প্রকার অর্থ ছাড়াই সাহায্য এবং সহযোগিতার অংশগ্রহণ করতে।

আর এভাবেই আপনি সকল প্রকার মানুষের জন্য সেবামূলক কাজ গুলোর অংশবিশেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন

Screenshot_20211015-130412_Chrome.jpg

@amarbanglablog এর জনসেবামূলক কাজে অংশগ্রহণ

#amarbanglablog জনসেবামূলক আরো একটি বিশেষ কমিটির নাম। যেখানে আমাদের এডমিন এবং ফাউন্ডার সকলেই খুব সুন্দর মানের জনসেবামূলক কাজে অংশগ্রহণ করে আসছে প্রতিনিয়ত। তারা প্রত্যেক মেম্বার দের প্রতি যথেষ্ঠ সহানুভূতিশীল এবং সব সময় তারা তাদের জন্য সেবামূলক কাজ এর প্রভাব ফেলে তাদের কমিউনিটির সকল একটিভ মেম্বার দের উপর।

তারই ধারাবাহিকতা নিয়ে আমার বাংলা ব্লগ এমন একটি চ্যারিটি তৈরি করেছে যেখান থেকে যে কোন অসহায় এবং বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করা যেতে পারে । আমার বাংলা ব্লগ এমন একটি চ্যারিটি আয়োজন করেছে @abb-charity যার মাধ্যমে আমরা এবং আমাদের মেম্বারগন যদি কখনো কোনো বিপদ গ্রস্থ হয়ে যায় তবে সেখান থেকে আমরা তাকে সাহায্য করতে সক্ষম হব।

যদি আমরা সকলেই বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন দেশ থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় ধরে কাজ করে আসছি। তার পরেও আমাদের কমিউনিটির নিয়মকানুন যথেষ্ট পরিমাণে সুন্দর থাকার কারণে আমরা সকলেই এই @abb-charity এর মাধ্যমে বিভিন্ন রকমের জনসেবামূলক কাজে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে। এটি আমাদের জন্য বড় পাওয়া।

তবে আপনি যদি এই জন্য সেবামূলক কাজে অংশগ্রহণ করতে চান তাহলে সেটি আপনি দুইটি পর্যায়ে করতে পারেন

  • ১ প্রতিটি পোস্ট করার সময় যে কোন প্রকার বেনিফিশিয়ারি হিসেবে যেমন ( ৫ ১৫ ২০ ২৫ ইত্যাদি) % হিসেবে আপনি @abb-charity কে নিযুক্ত করতে পারেন। যার মাধ্যমে একটি পার্সেন্ট আপনার ব্লগ থেকে আয়ের উৎস হিসেবে যথেষ্ট প্রাপ্য পার্সেন্ট আপনি সেই ছেলেটিকে উপহার দিতে পারেন এবং সেখান থেকে আপনি জনসেবামূলক কাজে অংশগ্রহণ করতে পারেন

  • ২ আপনি বিভিন্ন সময় @abb-charity কে আপনি যত খুশি মন চাইলে আপনার টোকেন পাঠাতে পারেন কোন প্রকার ঝামেলা ছাড়াই। যার মাধ্যমে আপনি একটি বড় ধরনের জন্য সেবামূলক কাজে অংশ গ্রহণের সুযোগ পেতে পারেন।।

জনসেবামূলক কাজের বিভিন্ন প্রকার গুরুত্ব রয়েছে। যেটি আমাদের পরবর্তী ভবিষ্যৎ এবং যে কোন প্রকার বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করতে সক্ষম। সুতরাং আপনাদের অবশ্যই উচিত হবে সবসময় মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং মানুষের পাশে এসে দাঁড়ালেন।।

cc

@rme @shy-fox

ব্যবহারকারী কমিউনিটি

Screenshot_20210916-033845_Chrome.jpg

@amarbanglablog (শুধুমাত্র বাংলায় যারা ব্লগিং করেন তাদের জন্য এটি একটি সুন্দর কমিউনিটি। বাংলা ভাষা ছাড়া অন্য কোন ভাষাকে স্বীকৃতি দেওয়া হয় না।)

প্রিয় রেগার্ডস

Screenshot_20210911-222132_Chrome.jpg
মোঃ আকাশ খান। আমি একজন গার্মেন্টস কর্মচারী পাশাপাশি ইস্টিমিটি এ আমার বাংলা ব্লগ এবং বিউটি অফ ক্রিটিভিটি কমিউনিটি তে কাজ করি। অসহায় এবং গরীব দুঃখী মানুষের কে সাহায্য করতে পারলে খুব বেশি ভালো লাগে। জনসেবামূলক কাজে অংশগ্রহণ করতে চাই সব সময়

@steem-for-future

w3w

https://w3w.co/mulls.rudder.spindles

জনসেবায় হোক আমাদের জীবনের মূল লক্ষ্য

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কাউকে সাহায্য করতে পারলে সত্যি নিজের কাছে ভালো লাগে। আর আমরা যদি একে অপরকে এই ভাবে সাহায্য না করি তাহলে থুমকে যাবে একদিন এই পৃথিবি।

জিটি এটা মনে হয় যেটি হবে ভাই। আর গত কাল মিটিং এ বলেছিল দাদাকে ম্যানশন না দিতে এই বিষয় টা একটু ফলো করবেন প্রিয় ভাই আমার। সত্যি পোস্ট টা অনেক শিক্ষনীয় ছিল।

অতঃপর, যতটুকু পারেন সাহায্য করেন আপনার প্রতিবেশীদেরকে। এবং অন্যকে উৎসাহিত করুন মানুষের সেবায় নিয়োজিত থাকতে। অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো সঙ্গে থাকার জন্য

আপনার পোস্টটি পারে ভালো লাগলো। আসলেই রাস্তায় বের হলে এইরকম অন্ধ, হাত পা নেই এমন লোকজন দেখলে মনটা খুব খারাপ লাগে। এদের দেখলে খুব সামান্য হলেও সাহায্য করার চেষ্টা করি।

শুভকামনা রইল আপু তোমার জন্য। অবশ্যই আমাদের সকলেরই উচিত অসহায় মানুষদের কে সাহায্য করা এবং তাদের পাশে এসে দাঁড়ানোর।
তোমার এমন সহানুভূতিশীল আচরণে আমি খুব সন্তুষ্ট প্রকাশ করতে পারি। অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য

জন সেবা বা মানুষকে সেবা করা এটার মধ্যে অনেক ভালোবাসা নিহিত থাকে। যারা এই জন সেবা প্রতিনিয়ত করছে বা করে তাদের মন মানসিকতা অন্য সবার থেকে ভালো।

জনসেবামূলক কাজে অংশগ্রহণ করতে হলে আপনাকে অবশ্যই মানুষকে ভালবাসতে হবে

এই কথাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রথমতো আমাদের উচিত মানুষকে ভালোবাসা। আমরা যদি মানুষকে ভালোবাসি তাহলে আমরা জনসেবা মূলক কাজে আরো বেশি অংশগ্রহণ করতে পারবো। সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই

শুধু পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ দিলে কি চলবে?? আমাদের সকলের উচিত অসহায় মানুষদের কে সাহায্য করা এবং সবসময় তাদের পাশে থাকা।
খুব সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করেছেন।

অবিরাম ভালোবাসা এবং শুভকামনা রইল আপনার জন্য

আপনার পোস্ট দেখে অনেক ভালো লাগলো। কারণ রাস্তায় বের হলে এরকম অসহায় মানুষের প্রচুর দেখা যায়। আমাদের উচিত এসব লোকদের সাহায্য করা। ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

শুভকামনা অবিরাম এবং দোয়া রইল যেন তুমিও আমার মতো মানুষকে সাহায্য করার চেষ্টা করব এবং সুন্দর সুন্দর কাজগুলোকে আমাদের অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করতে পারো।

সুন্দর দিনের অপেক্ষায় রইলাম

কাওকে সাহায্য করাতে কিন্তু নিজের ই লাভ। এইযে কাওকে সাহায্য করলে দিন শেষে পুণ্যের খাতাতে নামটা আমার ই উঠছে। খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। প্রত্যেকটি লাইন খুব প্রয়োজনীয়।

ঠিক বলেছেন আপু। এসকল সাহায্য করতে পারলে আমাদের নিজের ভালো কাজগুলো প্রকাশ পাবে এবং যার মাধ্যমে আমরা পরকালে মুক্তি পেতে পারি।

।আপনি খুব সুন্দর পোস্ট করেছেন। আসলেই রাস্তায় বের হলে এইরকম অন্ধ, হাত পা নেই এমন লোকজন দেখলে মনটা খুব খারাপ লাগে। এদের দেখলে খুব সামান্য হলেও সাহায্য করার চেষ্টা করি। সৃষ্টকর্তা হয়তো আমাদের মাধ্যমে তাদের রিজিক এর ব্যবস্থা রাখছে।

রিজিকের মালিক আমাদের। তবে হয়তো আমাদের মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা করবেন আমাদের সৃষ্টিকর্তা।
ব্লখটি সুন্দর করে অনুধাবন করেছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ

আত্ম মানবতার সেবার নিজেকে নিয়োজিত করা উচিত। অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। এটি মানুষ হিসাবে নৈতিক দায়িত্ব এর মধ্যে। আপনার পোস্ট পড়ে ভালো লাগলো।এভাবেই মানুসের পাশে থাকেন। এই রকম কন্টেন্ট তুলে ধরার জন্য ধন্যবাদ

ঠিক ভাই নিজেকে অবশ্যই মানবতার সেবায় নিয়োজিত রাখা আমাদের একমাত্র দায়িত্ব।
অবিরাম শুভকামনা রইল গঠনমূলক মন্তব্য প্রদান করার জন্য।

আপনার পোস্টি একটি শিক্ষনীয় পোস্ট। এখন রাস্তা ঘাটে চলতে হলেই বিভিন্ন ধরনের মানুষের সাথে দেখা হয়।তবে কিছু কিছু মানুষের সাথে দেখা হয় যেগুলোকে সাহায্য না করলে নিজের কাছেও কেমন লাগে।ভাইয়া আপনি আপনার পোস্টির মাধ্যমে আমাদেরকে সুন্দর করে সব বুঝিয়েছেন। শুভ কামনা রইল আপনার জন্য।

মানবিক দিক দিয়ে বিচার করলে আমাদের অবশ্যই উচিৎ এই সকল মানুষদের কে সাহায্য করা। তবে আমরা সৃষ্টির সেরা জীব হিসেবে পৃথিবীতে বিচরণ করতে সক্ষম।
মন্তব্যের ধরন অতীব চমৎকার ছিল।

অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো

আমি মুগ্ধ আপনার এই পোস্টটি পড়ে। কত সুন্দর ভাবে আমাদের জীবনের বাস্তবতা গুলো তুলে ধরেছেন। গরিব -দুঃখীদের জীবনের কথা বলেছেন। আর হা দানে সম্পদ বাড়ে। সেবামূলক কাজ করলে মানসিকভাবে যে তৃপ্তি পাওয়া যায় তা অন্য কোনো কাজে সম্ভব না।

ঠিক বলেছেন আপু। দান করলে আমাদের সম্পদ সৃষ্টিকর্তা বহুগুণে বাড়িয়ে দেন। আর দানের মধ্যে অনেক তৃপ্তি পাওয়া যায় এবং আমাদের সামাজিকতা বেড়ে যায়।

অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য

আপনার পোস্ট কোয়ালিটি আগের তুলনায় অনেক উন্নতি হইছে। এভাবেই নিজের কোয়ালিটি ইম্প্রোভ করতে থাকলে অনেক ভালো ব্লগার হতে পারবেন। তবে বানানের বিষয় টা মাথায় রাখতে হবে। আপনার জন্য শুভ কামনা রইলো।

অনেক অনেক শুভকামনা রইল প্রিয় ভাই আপনার জন্য। আশা করি সব সময় পাশে থাকবেন এবং নজরে রাখবেন।
প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবেন আমার বাংলা ব্লগ ও সকল মেম্বারদের।

শুভকামনা জানানোর জন্য অনেক অনেক ভালোবাসা রইলো