🆒আমার বাংলা ব্লগ 🆗এবং সাথে রাতের খাবার🌮১০% 🦊@shy-fox🦊 কে

in hive-129948 •  3 years ago 


20211129_223243.jpg

আসসালামু আলাইকুম

আশা করছি সকলে সুস্থ এবং সুন্দর আছেন। আলহামদুলিল্লাহ আমিও আজ অনেক অনেক সুস্থ এবং সুন্দর আছি আপনাদের দোয়ায় এবং সৃষ্টিকর্তার অশেষ রহমতে।

আমি আজ #amarbanglablog এ পোস্ট করতে একটু বিলম্ব করে ফেলেছি। আমি খুঁজে পাচ্ছিলাম না আজকে আমি কি সম্পর্কে পোস্ট করব।

কেননা আমি সারাদিন অফিসে কাজ করার পর যখন রাত 8 টায় বাসায় আসি তখন আর ক্লান্ত শরীর নিয়ে কাজ করার কোনো মন-মানসিকতা থাকেনা। কিন্তু তার পরেও কি আর করার??

পৃথিবীতে টিকে থাকতে হলে যে লড়াই করে টিকে থাকতে হবে। আর মনের ভিতরেই এই সিদ্ধান্তে আমি রাত 8:15 মিনিটে অফিসে সবার বাসায় আসলাম। বাসায় আসার পর অফিসের ড্রেস চেন্জ করলাম এবং হাত মুখ ধুয়ে মায়ের রুমে গেলাম রাতের খাবার খাওয়ার জন্য। রাতের খাবার দেখেই আমিতো মহা খুশি।।
IMG_20211129_212828.jpg

IMG_20211129_212817.jpg

রুটি একটি অসাধারণ খাদ্য। বিশেষ করে শরীরের মেদ কমাতে এবং শরীরকে সুস্বাস্থ্য এবং ফিট রাতে রুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

যাদের পেটে অতিরিক্ত চর্বি জমে গেছে এবং অল্প কাজ করতে হাঁপিয়ে যান তারা চাইলে রাতে রুটি খেয়ে আপনাদের শরীরের চর্বি গুলো কমিয়ে ফেলতে পারেন খুব সহজেই। তাছাড়াও ডায়াবেটিকস এবং অন্যান্য রক্তচাপ জনিত রোগ থেকে বেঁচে থাকার জন্য আপনার অবশ্যই উচিত হবে প্রতিনিয়ত রুটি গ্রহণ করা।

যা আপনার সুস্বাস্থ্য এবং উন্নত স্বাস্থ্যের দিকে নজর রাখতে সাহায্য করে।।

IMG_20211129_212929.jpg

IMG_20211129_212828.jpg

আজকের রাতের খাবারে গিয়ে দেখি মা অসাধারণ হাতে রুটি তৈরি করেছে। রুটি খেতে আমার খুবই ভালো লাগে। পৃথিবীতে অন্যান্য যতগুলো খাবার রয়েছে তার মধ্যে রুটি আমার অন্যতম এবং প্রিয় খাবার। তাই আমি তিন বেলা রুটি খেয়ে আমার জীবন যাপন করে যাচ্ছি প্রতিনিয়ত ইনশাল্লাহ।

সুতরাং রুমে ঢুকে মাকে ডাক দিলাম এবং মা তখন এসে আমাকে একটি ঝুড়িতে বেশ কয়েকটি রুটি দিল। রুটি দেখে আমিতো মহা খুশি।

সকল খাবারে থেকে রুটি আমার কাছে সব থেকে প্রিয়। আমি টেবিলে বসে ছিলাম রুটি নিয়ে এবং আমি ভাবছিলাম মা মা আমার জন্য কি তরকারি ব্যবস্থা করেছে আল্লাহ জানে।

IMG_20211129_213020.jpg
কিন্তু মা যখন আমার সামনে তরকারির বাটি দিল আমি তখন রীতিমত অবাক হয়ে গেলাম। আজকে রাতে যে এত সুন্দর বেডরুম বা আমার জন্য রান্না করে রেখেছে এটা আমি সত্যিই ভাবতে পারিনি। রাতের রেসিপি দেখে আমার মাথা সত্যিই টক্কর দিয়ে উঠল এবং আমি অনেক আনন্দিত এবং খুশি হয়ে গেলাম।।

IMG_20211129_213016.jpg
ইলিশ মাছের মাথা। তার সাথে রুটিগুলো টুকরো টুকরো করে ভেঙে আমি খুব আদর দিয়ে খেতে থাকলাম। যদিও এখন শীতকাল তার পরেও শীতকালে কচু এবং ইলিশ মাছের রেসিপি সহকারে আমি যে রুটি খেয়েছিলাম তার সাধ ছিল অসাধারণ।

মা আজকে আমাদের রাতের খাবারের জন্য অসাধারণ তার হাতের ছোঁয়া দিয়ে তৈরি করেছেন অসাধারণ রুটি। তার সাথে সুন্দর কচুর তরকারি সাথে ইলিশ মাছের মাথা।

বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। এটি খেতে অত্যন্ত সুস্বাদু। তাছাড়াও যখন ইলিশ মাছ রান্না করা হয় তখনকার সেই শুঘান আমার খুব বেশি ভালো লাগে।।

সুতরাং মায়ের দেওয়া রুটি কচুর তরকারি সাথে অসাধারণ ইলিশ মাছের রেসিপি দেখে আমি সত্যিই অনেক আনন্দিত। তখন আমি খুব আনন্দ করে সুন্দর মাছের রেসিপি এবং রুটি দিয়ে রাতের ডিনার করলাম।

IMG_20211129_212936.jpg
এবং আমি যখন ভাবলাম যে। আমার বাংলা ব্লগ এ সুন্দর এবং অসাধারণ আনন্দঘন মুহুর্ত গুলো শেয়ার করলে বন্ধ হয়না। সুতরাং অবশেষে রাতের খাবার পর আপনাদের মাঝে পোস্ট করে ফেললাম।।

আমার বাংলা ব্লগ এবং রাতের খাবার

মূলত আমি আজকে আমার পোস্ট শেয়ার করেছি রাতের খাবারের সাথে সম্পর্ক রেখে। যখন আমি পোস্ট করার জন্য কোন বিষয় কিংবা কনটেন্ট খুঁজে পাচ্ছিলাম না এমন সময় হঠাৎ আবার রাতের খাবারের কথা মনে পড়ে গেল।

সুতরাং আমি যখন রাতের খাবার খাওয়া শুরু করেছিলাম তখন আমার মাথায় হঠাৎ সিদ্ধান্ত আসলো যে আজকে রাতের খাবার নিয়ে #amarbanglablog নিয়ে পোস্ট করলে মন্দ হয় না। সুতরাং আমি রাতের খাবার খাওয়ার পর ফটোগ্রাফির গুলো সংগ্রহ করলাম এবং আমার বাংলা ব্লগ কমিউনিটি তে শেয়ার করলাম।।

ফটোগ্রাফিঅরিজিনাল ফটোগ্রাফি
ফটোগ্রাফার@steem-for-future
ব্যবহৃত ডিভাইসSamsung galaxy a10s
ধরনখাদ্য এবং আমার বাংলা ব্লগ
লোকেশনগাজিপুর বাংলাদেশ

পোস্ট তৈরিতে ব্যবহৃত কমিউনিটি

Screenshot_20210916-033845_Chrome.jpg

স্ক্রিনশট এর মাধ্যমে

#amarbanglablog , বাংলা ভাষাভাষী মানুষের জন্য এক দুর্দান্ত কমিউনিটি আমার বাংলা ব্লগ। যা বিশ্ববাসীর কাছে পুরো বাঙালি কে পরিচয় করিয়ে দেয় এক শক্তিশালী এবং নতুন আঙ্গিকে। শুধুমাত্র বাংলায় ব্লগিং করতে পারবেন আমার বাংলা ব্লগ এ। বাংলা ছাড়া অন্য কোন ভাষা এখানে সাপোর্ট করা হয় না।

স্পেশালি ধন্যবাদ

@shy-fox @abb-school @amarbanglablog @photoman @blacks

আমার লোকেশন কোড

https://w3w.co/decisive.essay.shadows

খাবারগুলো রিভিউ

20211129_225553.gif

প্রিয় রেগার্ডস

Screenshot_20211107-161819_Gallery.jpg

আমি মোঃ আকাশ আলী। একজন গার্মেন্টস কর্মচারী পাশাপাশি #beautyofcreativity n #amarbanglablog কমিউনিটিতে কাজ করতে খুব ভালোবাসি। গরিব-দুঃখী এবং অসহায় মানুষদের কে সাহায্য করতে পারলে খুব ভালো লাগে। এবং আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা আমার জন্য যতটুকু নির্ধারণ করে রেখেছেন আমি ঠিক ততটুকুই পাবো সময় ব্যবধানে।।

সুন্দর করুন আপনার মনকে। বদলে দিন পুরো পৃথিবীটাকে।।।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

What is mixed with the bread?

রুটি কচু সাথে ইলিশ মাছের রেসিপি।।

ভাই রাতের খাবার খাওয়ার পরেও আপনার উপস্থাপনা দেখে সত্যি আমার খিদে লেগেছে । তবে রুটি খেয়ে মেদ কমানোর বিষয়টা ভালো লেগেছে । কিন্তু সত্যিই কি আপনি তিন বেলা রুটি খেয়ে থাকেন । তাহলে তো ব্যাপারটা অসাধারণ । ❤️💖👌👌👌❤️💖

জি ভাই। জন্মের পর থেকে আমি তিন বেলা রুটি খেয়ে থাকি। ভাত খেলে আমার বমি আসে। ভাত দেখলে আমি সহ্য করতে পারিনা।

তিন বেলা রুটি খেয়ে আমি আমার জীবন যাপন করে আসছি প্রায় 21 বছর।
মূলত এটা মেদ কমানোর জন্য নয় এটা আমার জীবন ধারণের জন্য।

গঠনমূলক সুন্দর এবং প্রশ্ন বোধক মন্তব্য শেয়ার করেছেন এর জন্য ভালোবাসা নিবেন

সত্যি ভাইয়া হঠাৎ করে এসব খাবার সামনে এলে খুশি হওয়া লাগবেই। কেননা সত্যিই এটা অনেক সুন্দর একটা খাবার। যা দৈনন্দিন খাবারের তালিকায় নয়। আপনি যে ভাষায় নিজেকে প্রকাশ করেছেন তা দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক খুশি আজকে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

ঠিক বলেছেন ভাই। হঠাৎ করে যদি পছন্দের খাবার সামনে চলে আসে তখন আর খুশি ধরে রাখা যায় না।

আমি অনেক অনেক খুশি ভাই যা আমি আমার বাংলা ব্লগিংয়ের মাধ্যমে প্রকাশ করেছি। আপনার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা

রাতে রুটি খবেন তবে শরীর ফিট থাকবে। তবে রাতে ইলিশ মাছ পুটি মাছ বাদ দেয়ার চেষ্টা করবেন। যদিও আপনার এখন ইয়ং তাই কোন কিছুই মনে হবে না। তবে আপনার রাতের খাবার আমিও বেশ উপভোগ করলাম। কারন বহু রাত কাটিয়েছে ডিম রুটি খেয়ে । ধন্যবাদ।

জি ভাই সাজেশন দেওয়ার জন্য ধন্যবাদ। আশা করছি আমি আপনার কথা মেনে কাজ করতে সক্ষম হব। আর অবশ্যই সাজেশন মুলক এবং অনেক সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। সব সময় পাশে থাকবেন সেই কামনা করি সব সময়