আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম ।
লিংক
আসলে দুই দিনের এই পৃথিবীতে আমরা সবাই জন্মগ্রহণ করি। দুই দিন বলার প্রধান কারণ হলো মানুষ খুব অল্প সময়ের জন্য এই পৃথিবীতে জন্ম গ্রহণ করে। একটা মানুষ জন্মের পর থেকে তার বয়স বাড়তে থাকে এবং দেখতে দেখতে একদম শেষ বয়সে সে চলে আসে। আসলে এত দ্রুত সময় যে চলে যায় তা কখনো আমরা বুঝতে পারি না। আসলে এই অল্প সময়ে আমরা সবাই যদি সবার প্রয়োজনে আসি এবং সবার উপকার করি তাহলে আমাদের জীবন সার্থক হবে। কারণ এই অল্প সময় যদি আমরা হিংসা-বিদ্বেষ নিয়ে বেঁচে থাকি তাহলে মানুষ আমাদের কখনো মনে রাখবে না।
আসলে জীবনের এই অল্প সময় জন্মগ্রহণ করে যদি আমরা ভালো কোন কাজ করে যেতে না পারি তাহলে আমাদের জন্ম বৃথা হবে। আসলে আমাদের পরিচয় আমরা কখনো বাঁচতে পারি না। আমরা বেঁচে থাকি আমাদের ভাল কাজকর্মের জন্য। এই পৃথিবীতে বহু মানুষ মারা গেছে অনেক আগে। কিন্তু তাদেরকেও এখনো মানুষ মনে রাখে কারণ তারা এই পৃথিবীতে অনেক ভালো কাজ করে গেছে এবং তাদের কাজকর্মের জন্য অনেক মানুষ উপকৃত হচ্ছে।
আসলে কথায় আছে না, মানুষ বাঁচে তার কর্মের মাঝে। আর এজন্যই জীবনে আমরা যতই ভালো কর্ম করি ততই আমাদের মানুষ মনে রাখবে। আর যদি আমরা অহংকার এবং হিংসাত্মবোধ নিয়ে বেঁচে থাকি তাহলে আমাদের মৃত্যুর পর পর আমাদের নাম এই পৃথিবী থেকে চিরতরের জন্য মুছে যাবে। মানুষ আমাদের যদিও মনে করবে সেটি কিন্তু ভালবাসায় মনে করবে না। মানুষ তখন এই খারাপ মানুষদের খারাপ কাজের জন্য গালাগালি করবে এবং খারাপ দিক থেকে মনে রাখবে। তাইতো আমাদেরকে সব সময় ভালো কাজ করতে হবে এবং অহংকারকে ত্যাগ করতে হবে।
অহংকার
জীবনে তুমি কি নিয়ে এসেছিলে,
আর মরার পরে কি নিয়ে যাবে।
কিসের এত অহংকার তোমার,
আর কি করলে এই ভবে।
মানুষ রূপের জন্ম নিয়ে,
ধন্য হলাম আমরা সবাই।
মানুষের উপকারে করে,
বাঁচতে পারো তুমি মানুষের মাঝে।
মানুষে মানুষে এত হিংসা কেন,
জীবনেও এত কিসের বড়াই।
জন্ম নিয়েছি এই পৃথিবীতে,
আবার একদিন মারা যাব সবাই।
তাইতো মানুষকে ভালোবাসো,
মানুষের উপকারে সবসময় আসো।
জীবনের এই ছোট সময়ে,
অনেক ভালো কাজ করে আসো।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
ঠিক বলেছেন জীবনের এই অল্প সময়ে আমাদের সকলের ভালো কাজ করা উচিত। কিন্তু আমরা কয়জনই বা সেই কাজ করি। সবাই হিংসা, বিদ্বেষ, অহংকার নিয়ে পড়ে থাকি। আর অহংকার যেকোনো পতনের মূল। যাই হোক আপনার কবিতাটি কিন্তু খুব সুন্দর হয়েছে। একেবারে বাস্তবসম্মত হয়েছে প্রতিটি লাইন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই পৃথিবীতে এই ক্ষণিকের জন্মগ্রহণ করে মানুষ্য জন্ম নিয়ে যদি ভালো কাজেই করতে না পারি তাহলে জন্মটি বৃথা হয়ে যাবে। সৃষ্টির সেরা জীব মানুষ তাই সৃষ্টির সেরা কাজটিও মানুষেরই করা উচিত। আপনার অহংকার নামক কবিতাটি খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা লিখে আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit