সাহায্য

in hive-129948 •  7 months ago 

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম ।


image.png



লিংক


আমাদের এই পৃথিবীতে ধনী লোকের থেকে গরিব লোকের সংখ্যা তুলনামূলক হারে অনেক বেশি। কারণ আমরা যখন ঘর থেকে বাইরে বের হই তখন রাস্তার আশেপাশে বিভিন্ন অনাদরে অবহেলিত লোককে দেখতে পাই। যারা দিন রাত কঠোর পরিশ্রম করে নিজেদের পরিবারের লোকেদের মুখে একটু খাবার তুলে দেওয়ার জন্য। কিন্তু দারিদ্রতা তাদের এতই বেশি যে তাদের ইনকামের সম্পূর্ণ টাকাটাও তাদের চাহিদা কখনো পূরণ করতে পারে না। এছাড়াও তাদেরকে কাজ দেয়ার মত লোক এই সমাজের কোথাও খুঁজে পাওয়া যায় না।


আসলে দেশে যদি দরিদ্র লোকের সংখ্যা বেশি থাকে সেই দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। আর আমরা সবাই মিলে যদি এইসব গরিব লোকদেরকে একটু সাহায্য করি তাহলে হয়তোবা এইসব গরিব লোকেরা একটু ভালোভাবে তাদের দিন কাটাতে পারবে। যদিও সমাজের অনেক ধনী লোকেরা রয়েছে যারা প্রায় প্রতিবছর তাদের উপার্জনের অতিরিক্ত টাকা তারা এই গরিবদের মাঝে দান করে দেন। আসলে দান করা একটি মহৎ কাজ। যে কাজ করার মাধ্যমে আপনি মানুষের কাছ থেকে ভালোবাসা পেতে পারেন।



আসলে সব ধনী লোক যদি সামান্য একটু সাহায্য গরিবদেরকে করেন তাহলে হয়তোবা এই পৃথিবী থেকে গরিব নামটি চিরতরে মুছে যেতে পারে। আসলে কিছু কিছু ধনী লোক রয়েছে যারা কখনো এসব গরীবদেরকে মোটেও সাহায্য করে না। বরং সেই সব গরিবদেরকে দিয়ে অতিরিক্ত পরিশ্রম করিয়ে তাদের সঠিক পারিশ্রমিক সেসব গরিবদেরকে কখনোই দেয় না। আসলে এসব অসৎ ধনী লোক কখনো জীবনে সুখী হতে পারেনা। তাইতো জীবনে যতই অর্থই উপার্জন করুন না কেন আপনি যদি সেই অর্থ থেকে কিছু অর্থ গরিবদের মাঝে দান করেন তাহলে এতেই আপনি প্রকৃত সুখ খুঁজে পাবেন।


সাহায্য।


গরিব মানুষের এই পৃথিবীতে,

বড়ই কষ্টে বেঁচে থাকে।

দিনটা তাদের না খেয়ে যায়,

সারা বছরই তারা অনাদরে থাকে।


এই পৃথিবীতে কিছুই তারা,

চায় না কোন সময়ে কিছু।

শুধু তাদের একটু চাওয়া,

খাবার পায় তারা মাথাপিছু।


কত ধনী লোক এই সমাজে,

কত অর্থ উপার্জন করে।

তারা যদি একটু সাহায্য করে,

তাহলে খাবার জোটে গরীবের ঘরে।


এতে তাদের উপকার হবে,

বাচ্চারা দুবেলা দুমুঠো খেতে পারবে।

সাহায্য যারা করে পৃথিবীতে,

তারাই শ্রেষ্ঠ মানব হবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুবই চমৎকার একটি কবিতা পোস্ট করেছেন যেটা পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো ,একদম বাস্তবধর্মী কবিতা। প্রতিটা লাইনের সাথে লাইনের ভীষণ মিল খুঁজে পেলাম ,চমৎকার ভাষা দিয়ে কবিতা টি লিখেছেন। আসলে বর্তমান পৃথিবীতে ধোনি তুলনায় গরিব লোকের সংখ্যা সত্যি তুলনামূলকভাবে অনেক বেশি, গরিব মানুষ এই পৃথিবীতে বড়ই কষ্টে বেঁচে থাকে এই কথাগুলো না হৃদয় ছুঁয়ে যায়। অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Hai @steem-poem...
Whatever the problem, I really hope for your help. Please help vote for the post I made. Please help....