আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম ।
লিংক
আসলে বন্ধু নামের তাৎপর্য যে কতটা গভীর তা আমরা সকলে বুঝতে পারি না। এই বন্ধুর গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম। আসলে ছোটবেলায় যারা বন্ধুহীনভাবে জীবন কাটিয়েছে তারা তাহলে শৈশবের তেমন কোন মধুর স্মৃতি কখনো থাকতে পারে না। কারণ বন্ধুহীন শৈশব স্মৃতিহীন শৈশব। আমাদের সবার জীবনের জন্মের পর থেকে বিভিন্ন বন্ধুদের সাথে আমরা পরিচিত হতে থাকি সর্বক্ষণ। আসলে এসব বন্ধুরা ছোটবেলা থেকে আমাদের সব সময় পাশে থেকে এসে এবং বিপদে-আপদে আমাদের সব সময় রক্ষা করেছে। আসলে বন্ধু ছাড়া আমরা ছোটবেলার শৈশব মোটেও ভালো ভাবে কাটাতে পারি না। তাইতো বন্ধুদের স্থান আমাদের সবার হৃদয়ে রয়েছে।
এই পৃথিবীতে কোন দুঃখ কষ্ট যদি আমরা পেয়ে থাকি তখন বন্ধুরাই এসে আমাদের সকল দুঃখ কষ্টকে ভুলিয়ে দেয় নিমেষে। তাদের কাছে আমাদের সকল অপরাধ নিমিষেই ক্ষমা হয়ে যায়। তারা একমাত্র ব্যক্তি যাদের সাথে আমরা যতই গ্যাঞ্জাম করি না কেন কিছুক্ষণ পরে সবকিছু আবার যেন ঠিক হয়ে যায়। আসলে যখন আমরা বড় কোন দুঃখ কষ্ট পেয়ে থাকি তখন আমরা কিন্তু সব সময় এই সব বন্ধু বান্ধবদেরকে খুঁজে থাকি। কারণ এই বন্ধুবান্ধবরা নিমেষেই আমাদের মনের সকল দুঃখ-কষ্ট দূর করে দিতে পারে। আসলে বন্ধুর জন্য বন্ধুরা তাদের নিজেদের জীবনও পর্যন্ত দিতে পারে।
তাইতো আমরা যখন শেষ বয়সে এসে একা একা বসে থাকি তখন সে সব বন্ধুদের কথা আমাদের সবসময় মনে পড়ে। আসলে তখন সময়টা আমাদের বড়ই একা লাগে। আমরা তখন আবার পুনরায় সেই শৈশবকালের বন্ধুদের কাছে আবার ফিরে যেতে ইচ্ছা করে। এছাড়াও সব সময় ইচ্ছে হয় যে সে সব বন্ধুদের সাথে যেন আমরা পুনরায় আবার একসাথে এক জায়গায় আড্ডা দিতে পারি। যদিও সেটি আর কখনো সম্ভব হয় না। সময়ের সাথে সাথে বন্ধুগুলো হারিয়ে যায় যে কিভাবে তা আমরা কখনো বুঝে উঠতে পারিনা। তাইতো যতদিন না আমরা বন্ধুদের সাথে সময় কাটাতে পারব ততদিন আমাদের সময়টা অন্যান্য সময়ের অপেক্ষা আরো বেশি ভালো যায়।
বন্ধুর খোঁজে
বন্ধুরা সব হারিয়ে গেল,
যৌবন কালে এসে দেখি।
কত স্মৃতি ছিল পূর্বে,
কত কিছুই না করেছি।
বন্ধুদের সাথে কাটানো সময়,
কত মধুর ছিল জীবনে।
এখন একা একা বসে আমি,
তাদের কথা স্মরণ করি মনে।
শত কষ্টের মাঝেও তারা,
কখনো ছাড়তো না বন্ধুর হাত।
যতই দুঃখ আসতো জীবনে,
তাদের কাছে হত সব কুপোকাত।
তাদের জন্য এখন মনটা খারাপ,
যদি আসতো তারা জীবনে ফিরে।
তাদের সাথে গল্প করতাম,
আমরা সারাটি বছর ধরে।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
একজন মানুষের জীবনে বন্ধুর প্রয়োজনটা যে কত তা বলে বোঝানো যাবে না। বিশেষ করে শৈশবের বন্ধুগুলো একেবারেই ভিন্ন থাকে। এদের স্মৃতি কখনোই ভোলা যায় না। শৈশবের এই বন্ধুগুলোই শৈশবকে আরো বেশি রাঙিয়ে তোলে। জীবনে একটা সময় এসে সেই সময়গুলোকে খুব মনে পড়ে। যাই হোক ভাইয়া কবিতাটি খুব ভালো লেগেছে। ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit