আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই, আসা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
সবেমাত্র আমি স্টিমেটে যাত্রা শুরু করেছি।
আমার নাম সুমাইয়া আক্তার ইমু, আমি খুলনা জেলাতে বসবাস করি। আমি পরিবারের বড় সন্তান এবং বাবা মায়ের একমাত্র মেয়ে।
খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এর কম্পিউটার টেকনোলজি বিভাগ থেকে ডিপ্লোমা ইন্জিনিয়ারিং সম্পন্ন করেছি।
বিভিন্ন কোর্সের মাধ্যমে আমি গ্রাফিক্স ডিজাইন শিখেছি (level-2) এবং Methodology level-4 (trainer part)সম্পন্ন করেছি।
আলহামদুলিল্লাহ কম্পিটেন্ট হয়েছিলাম।
এখন আমি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করি
যেমন - Business card design, Logo design, flyer design, Brochure (z fold, trifold, 4fold brochure design), t-shirt design, product packaging, mockup presentation, Book cover design, Typography, image retouch, image manipulation and many more items as per Industrial market needs.
আমার তৈরি করা বিজ্ঞাপনের পাতা
এটা আমার অনলাইন ক্লাসের জন্য বানানো
পাসাপাসি আমি এক সন্তানের মা।
আমার হাসবেন্ড কাজী মুহাম্মাদ জাকারিয়া। তিনি একজন ফ্রিলান্সার। www.extorfx.com অবসর সময়ে চাইলে ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। আমি তার হেল্পিং হ্যান্ডও বটে।
তার workstation এর কিছু চিত্র
বাবা ছেলে
এটাও আমার তৈরি করা বিজ্ঞাপন পাতা
হাসবেন্ড এর ডিজিটাল মার্কেটিং প্রচারণা বিষয়ে
এক ফ্রেমে আমরা তিনজন
আমি আমার হাসবেন্ড এবং আমাদের সন্তান
লার্নিং পিরিয়ডে আমার করা কিছু কাজের চিত্র
শিক্ষক তখন স্যামপল হিসাবে কিছু অনলাইন পিক দিতেন,
সেটা দেখে আমরা সেম ডিজাইন করার চেষ্টা করতাম।
কেউ ভাবিয়েন না ডাউনলোড করা পিকচার দিয়েছি, অবশ্য দেখলে বোঝাই জাচ্ছে কাজগুলি ১০০% পারফেক্ট না, শুরুর দিকে হাত স্মুথ ছিল না।
ছোট থেকে Art আমার ভালো লাগতো, তখন কাগজে কলমে আকা আকি করতাম, আর এই ডিজিটাল সময়ে কম্পিউটারে ফটোশপ, ইলাস্টেটর ব্যবহার করি
ক্লাসে ৪ ঘন্টা শেখানো হতো সাথে প্রাক্টিস, বাড়িতে এসেও আমি ৩-৪ ঘন্টা টাস্কগুলা করতাম। মন থেকে করতাম কাজ গুলা জানেন, বসতে বসতে পিঠে ব্যথা, চোখে ব্যথা হলেও মানসিক প্রতফুল্ল কাজ করতো
আপনাদের সাথে শেয়ার করতে জেয়ে পুরনো দিনের কথা মনে পড়ছে, ভালো লাগছে
বিজনেস কার্ড ডিজাইন with mockup presentation
বিভিন্ন ধরনের Flyer ডিজাইন
logo ডিজাইন উইথ mockup presentation
background এর পেজটি ও আমার তৈরি করা
রেডি মকআপ না নিয়ে ভেবেছিলাম নিজে কিছু চেষ্টা করি
Photo manipulation
আপাতাত এই কয়টি পেয়েছি, আরো অনেক কিছু আছে যা খুজে বের করতে হবে, সময় সুযোগ বুঝে আপনাদের সাথে শেয়ার করবো
সংসার সামলে,ছোট বাচ্চা রেখে বাহিরে জেয়ে চাকরি করাটা কষ্টকর, ঘরে বসে কাজ করতে ও নতুন কিছু শিখতে চেষ্টা করছি। তাই স্টিমেট যাত্রা শুরু করেছি।
আশা করি আপনারা আমার পাসে থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন সাফল্যমণ্ডিত হতে পারি।