আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই, আসা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
পরিবারের সাথে খুবই আনন্দঘন মূহুর্ত কাটিয়েছি আজকের সন্ধ্যায়। আমার আনন্দ টুকু তাই ভাগ করে নিতে আসছি আপনাদের সাথে।
নান্দনিক কারুকার্য খচিত কাঠের তৈরি কাঠমান্ডু ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট।নেপালের রাজধানী কাঠমান্ডুর নামে নামকরণ করা হয়েছে রেস্তোরাঁ টির, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিরবাড়ি এবং শরৎচন্দ্র চট্টপাধ্যায়ের কাঠের তৈরি স্থাপনা থেকে উদ্বুদ্ধ হয়ে এই রেস্টুরেন্টটি তৈরি।
মনোমুগ্ধকর পরিবেশ, খাওয়া দাওয়া, গল্প আড্ডায় মুখোর সন্ধা।মেনুতে ছিল - খুলনার ঐতিহ্যবাহী চুইঝালের গরুর মাংস, হাঁসের মাংস দিয়ে কালাই রুটি, চালের গুড়ার রুটি, কয়লার আগুনে মাটির হাঁড়িতে দেশীয় খাটি সরিষার তেল দিয়ে বিহারী মাটন হান্ডি, বিপ, ফাস্টফুড, হালিমসহ ভোজন বিলাসীদের জন্য ছিল বাহারি খাবারের সমারোহ।
আশা করছি আপনারা আমার পাসে থাকবেন, আমার জন্য দোয়া করবেন।