১। প্রশ্নঃ p2p কি?
২। প্রশ্নঃ p2p এর মাধ্যমে আপনার স্টিমিট একাউন্ট হতে @level4test একাউন্টে এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
- প্রথমে এক্টিভ কী দিয়ে৷ লগিন করে ওয়ালেটে যাবো।
- স্টিম এ ডলার এর পাশে থাকা ড্রপডাউন আইকনটিতে ক্লিক ক্লিক করলে একটি লিস্ট ওপেন হবে সেখান থেকে ট্রান্সফার এ ক্লিক করবো।
- to তে আইডি তে পাঠাতে চাই সেই আইডি অর্থাৎ
@level4test বসাবো। - amount এর ঘরে যত sbd পাঠাতে চাই সেটা বসাবো অর্থাৎ 0.001 বসাবো।
- Memo এর ঘরে যে কারনে এসবিডি পাঠানো হচ্ছে সেই কারন উল্লেখ করবো। আমার ক্ষেত্রে - test for level 4 exam।
(যেহেতু আমার একাউন্টে SBD নেই insufficient funds লেখা দেখাচ্ছে এবং নেক্সট বাটন এর একশন আমার জন্য প্রযোজ্য হবে না।) - এরপরে next বাটনে ক্লিক করে রিভিউ করে নিবো যে সব কিছু ঠিক আছে কিনা।
- সব কিছু ঠিক থাকলে ok বাটনে ক্লিক করে active key দিয়ে sign In করে sbd সেন্ড করবো।
৩। প্রশ্নঃ P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
- প্রথমে এক্টিভ কী দিয়ে৷ লগিন করে ওয়ালেটে যাবো।
- লিকুইড স্টিম এ ডলার এর পাশে থাকা ড্রপডাউন আইকনটিতে ক্লিক করলে একটি লিস্ট ওপেন হবে সেখান থেকে ট্রান্সফার এ ক্লিক করবো।
- to তে আইডি তে পাঠাতে চাই সেই আইডি অর্থাৎ
@level4test বসাবো। - amount এর ঘরে যত স্টিম পাঠাতে চাই সেটা বসাবো অর্থাৎ 0.001 বসাবো।
- Memo এর ঘরে যে কারনে steem পাঠানো হচ্ছে সেই কারন উল্লেখ করবো। আমার ক্ষেত্রে - test for level 4 exam।
- এরপরে next বাটনে ক্লিক করে দেখে নিবো যে সব কিছু ঠিক আছে কিনা।
- সব কিছু ঠিক থাকলে ok বাটনে ক্লিক করে active key দিয়ে sign In করে sbd সেন্ড করবো।
৪। প্রশ্নঃ P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
- প্রথমে ট্রন প্রাইভেট কী দিয়ে লগ ইন করে ওয়ালেটে যাবো।
- TRX এমাউন্ট এর পাশে থাকা ড্রপডাউন আইকনটিতে ক্লিক করলে একটি লিস্ট ওপেন হবে সেখান থেকে ট্রান্সফার এ ক্লিক করবো।
- to তে যে আইডি তে পাঠাতে চাই সেই আইডি অর্থাৎ
@level4test বসাবো। - amount এর ঘরে যত TRX পাঠাতে চাই সেটা বসাবো অর্থাৎ 0.01 বসাবো।
- Memo এর ঘরে যে কারনে TRX পাঠানো হচ্ছে সেই কারন উল্লেখ করবো। আমার ক্ষেত্রে - test for level 4 exam।
- এরপরে next বাটনে ক্লিক করে দেখে নিবো যে সব কিছু ঠিক আছে কিনা।
- সব কিছু ঠিক থাকলে ok বাটনে ক্লিক করে active key দিয়ে Transfer এ ক্লিক করে TRX সেন্ড করবো।
স্ক্রিনশট গুলো শেয়ার করা হলো :
৫। প্রশ্নঃ Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
- এক্টিভ কী দিয়ে লগইন করে ওয়ালেটে যাবো এরপর আমার প্রোফাইল পিকচার এর পাশে থাকা তিনটি বার যুক্ত আইকনটিতে ক্লিক করবো।
- একটি লিস্ট ওপেন হবে সেখান থেকে currency market এ ক্লিক করবো।
- এরপর Buy Steem এ থাকা price এর ঘরে অর্ডার বুক এ থাকা যে কোনো একটা price বসাবো।
- অ্যামাউন্টের ঘরে 0.1 SBD বসাতে হবে। এরপর bye steem বাটনটিতে ক্লিক করতে হবে
এবং পরবর্তীতে ওকে বাটনে ক্লিক করে কনফার্ম করবো এরপর একটিভ কি দিয়ে সাইন ইন করে SBD থেকে steem এ কনভার্ট সম্পন্ন করতে হবে।
৬। প্রশ্নঃ Poloniex Exchange site এ একটি Account Create করুন।
- প্রথমে একটি ব্রাউজারে poloniex.com লিখে সার্চ করবো।
- এরপর signup বাটনে ক্লিক করবো। সামনে নতুন একাউন্ট খোলার ফর্ম চলে আসবে।
- Email এ ই-মেইল আইডি দেবো। আমি এখানে [email protected] দিচ্ছি। পাসওয়ার্ডের ঘরে ৮ ক্যারেক্টর এর ওপর স্ট্রং পাসওয়ার্ড দিবো।
- এবারে ক্যাপচা মিলাতে হবে
- এবারে আমার ইমেল একাউন্টে একটি কোড যাবে সেটি কপি করে এনে ভেরিফিকেশন কোডের জায়গায় বসিয়ে activate account এ ক্লিক করলে একাউন্ট খোলা হয়ে যাবে।
৭। প্রশ্নঃ আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।
- প্রথমে আমি আমার poloniex site এ লগইন পেজে গিয়ে আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবো।
- এরপর ওয়ালেটে ক্লিক করে deposit/buy বাটনে ক্লিক করবো
- এখানে একটি লিস্ট ওপেন হবে সেখানে Deposit লেখাতে ক্লিক করবো।
- এখন একটি সার্চ বক্স দেখতে পাবো সেখানে স্টিম লিখে সার্চ করবো। এবং নিচে স্টিম লেখাতে ক্লিক করবো।
- এবার নেটওয়ার্ক হিসেবে স্টিম সিলেক্ট করবো।
- এরপর qr code সহকারে এড্রেস এবং মেমো দেখতে পাবো। এড্রেস এবং মেমোটি কপি করে রাখবো।
- এবারে আমি আমার স্টিমিট এ লগইন করে ওয়ালেটে যাবো।
- এখামে আমার লিকুইড স্টিমের একাউন্ট এর পাশে ড্রপডাউনে ক্লিক করলে একটি লিস্ট ওপেন হবে।
- সেখানে ট্রান্সফার লেখাতে ক্লিক করবো।
- এখন একটি ফর্ম ওপেন হবে। ওপেন হওয়া ফর্মটিতে To তে কপি করা poloniex এর address টি বসাবো।
এবং এমাউন্টে আমি যত স্টিম ট্রান্সফার করতে চাচ্ছি সেটি বসাবো। যেমন আমি 5 স্টিম ট্রান্সফার করতে চাচ্ছি। সুতরাং 5 বসাবো। আর মেমোতে poloniex থেকে কপি করা মেমোটি বসিয়ে দেবো এবং next এ ক্লিক করবো। - এবারে ফর্মটি রিভিউ করে ok এ ক্লিক করি।
- এবারে আমার স্টিম একাউন্টের প্রাইভেট কী দিয়ে sign in করে ট্রান্সফারটি সম্পন্ন করবো।
৮। প্রশ্নঃ আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।
- প্রথমে আমি আমার poloniex site এ লগইন পেজে গিয়ে আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবো।
- এরপর ওয়ালেটে ক্লিক করে deposit/buy বাটনে ক্লিক করবো
- এখানে একটি লিস্ট ওপেন হবে সেখানে Deposit লেখাতে ক্লিক করবো।
- এখন একটি সার্চ বক্স দেখতে পাবো সেখানে TRX লিখে সার্চ করবো। এবং নিচে TRX লেখাতে ক্লিক করবো।
- এবার নেটওয়ার্ক হিসেবে TRX Tron সিলেক্ট করবো।
- এরপর qr code সহকারে এড্রেস দেখতে পাবো। এড্রেসটি কপি করে রাখবো।
- এবারে আমি আমার স্টিমিট এ লগইন করে ওয়ালেটে যাবো।
- এখামে আমার TRX একাউন্ট এর পাশে ড্রপডাউনে ক্লিক করলে একটি লিস্ট ওপেন হবে।
- সেখানে ট্রান্সফার লেখাতে ক্লিক করবো।
- এখন একটি ফর্ম ওপেন হবে। ওপেন হওয়া ফর্মটিতে Switch to tron বাটনটিতে ক্লিক করবো। এবারে To তে কপি করা poloniex এর address টি বসাবো।
এবং এমাউন্টে আমি যত TRX ট্রান্সফার করতে চাচ্ছি সেটি বসাবো। যেমন আমি 1 TRX ট্রান্সফার করতে চাচ্ছি। সুতরাং 1 বসাবো এবং next এ ক্লিক করবো। - এবারে ফর্মটি রিভিউ করে ok এ ক্লিক করি।
- এবারে আমার স্টিমিট একাউন্টের প্রাইভেট কী দিয়ে transfer বাটনে ক্লিক এর মাধ্যমে ট্রান্সফারটি সম্পন্ন করবো।
৯। প্রশ্নঃ Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
poloniex এর steem কে USD তে কনভার্ট:
- প্রথমে আমি আমার poloniex site এ লগইন পেজে গিয়ে আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবো।
- এরপর ওয়ালেটে যাব এবং spot এ ক্লিক করবো। এরপর সার্চ বক্সে steem লিখে সার্চ করবো। এরপর নিচে লেখা steem এ ক্লিক করব। এরপর go to trade option এ লেখা steem/usdt তে ক্লিক করবো।
- এরপর sell বাটনে ক্লিক করবো এবং অর্ডার বুক থেকে প্রাইস সিলেক্ট করে প্রাইসের ঘরে বসাবো এবং এমাউন্ট এর ঘরে কত স্টিম কনভার্ট করতে চাচ্ছি সেটি বসাবো। এরপর sell steem বাটনে ক্লিক করে স্টিম থেকে USDT কনভার্ট সম্পন্ন করবো।
- প্রথমে আমি আমার poloniex site এ লগইন পেজে গিয়ে আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবো।
- এরপর ওয়ালেটে যাব এবং এরপর spot এ ক্লিক করবো। এরপর সার্চ বক্সে TRX লিখে সার্চ করবো। এরপর নিচে লেখা TRX তে ক্লিক করবো। এরপর go to trade option এ লেখা trx/usdt তে ক্লিক করবো।
- এরপর sell বাটনে ক্লিক করবো এবং অর্ডার বুক থেকে প্রাইস সিলেক্ট করে প্রাইসের ঘরে বসাবো এবং এমাউন্ট এর ঘরে কত TRX কনভার্ট করতে চাচ্ছি সেটি বসাবো। এরপর sell TRX বাটনে ক্লিক করে TRX থেকে USDT কনভার্ট সম্পন্ন করবো।
পোস্টে একটা জায়গায় একটু ভুল করেছেন। আপনি স্টিমেট ওয়ালেট থেকে টিআরএক্স সেন্ড করার সময় একটিভ কি দিয়ে পাঠাবেন সেটা লিখেছেন। ওটা হবে ট্রন প্রাইভেট কি। আর কখনো পোস্টে এড্রেস এবং মেমো এগুলো শেয়ার করবেন না। এগুলো সব সময় হাইড করে রাখবেন। বাকি বিষয়গুলো মোটামুটি ভালই বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া এডিট করে আমার ভুলটা সংশোধন করে দিয়েছি। যদি একটু দেখে নিতেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit