হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট।
এরকম পরিবেশে ঘোরাঘুরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। অনেকদিন পর আমার বাসায় হঠাৎ আমার একটা বান্ধবী চলে আসলো। আমাকে বলেন ওর গাইড লাগবে এজন্য একটা আপুর কাছে যেতে বলে। তো সেজন্যই একটু বেরোলাম গাইড নেওয়ার জন্য। যে আপুর কাছে থেকে গাইড নেই ওর বাসা ঠিক সামনেই এই বিলটা। তাই ভাবলাম বিলের পাড় থেকে একটু ঘুরে আসি। বিলটা ছোট হলেও বেশ কয়েকটি নৌকাও ছিল। তবে নৌকা গুলো নিজেদের কাজের জন্য ব্যবহার করা হয়। তারা তাদের কৃষিকাজে নৌকা গুলো ব্যবহার করে। যখন বৃষ্টির পানিতে বিল ডুবে যায় তখন বিলের ওই পাড় থেকে নৌকাতে করে যে ঘাস নিয়ে আসে। বিলের মধ্যে আবার বেশ কিছু কচুরি পানাও দেখতে পেলাম। ছোটবেলায় এই কচুরিপানা গুলা নিয়ে খেলা করতাম। এগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল।
বিলের পাশে একটা কলা গাছও ছিল। গাছে অনেকগুলো কলাও ধরেছিল।কলাগুলো বেশ লম্বা লম্বা ছিল। এরকম পরিবেশে ঘোরাফেরা করতে আমার কাছে খুবই ভালো লাগে। তাই এভাবে ঘুরার সুযোগ হয়েছিল আমার কাছে বেশ ভালই লাগছিল।
এগুলো হচ্ছে উলো ঘাস। দেখতে কিছুটা কাশফুলের মত। তবে কাশফুল সাদা কালার হয়ে থাকে। উলো ঘাস গুলো ও দেখতে ভালই লাগছিল। এভাবে ঘোরাফেরা করতে আমার ভালো লাগছিল। তার উপর ছিল পড়ন্ত বিকেল। বিকেল বেলা ঘোরাফেরা করতে অনেক ভালো লাগে। তার ওপর যদি সেটা বিলের পাড় অথবা নদীর পাড় হয়ে থাকে। আমরা যেদিন ঘুরতে গিয়েছিলাম তখন হালকা বাতাস হচ্ছিল। তাই ঘোরাঘুরি করতে ভালো লাগছিল।
ফটোগ্রাফি করতে যেমন ভাল লাগে।ঠিক তেমনি করে নিজের ফটো তুলতে অনেক ভালো লাগে। তাই ওখানে কিছু ফটো তুলি। জায়গাটা অনেক সুন্দর ছিল। আমাদের বাসার একদমই কাছে তবে আমি জানতামই না এত সুন্দর জায়গা আমাদের বাসার পাশে আছে। পান ধোয়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনেই এই বিল টা। ওখানকার দৃশ্যটা চমৎকার লাগছিল। তবে দুঃখের বিষয় হচ্ছে নৌকাদের চড়তে পারি নাই। এছাড়া ঘুরাঘুরি করতে ভালোই লাগছিল। তো ওইখান থেকে কিছু ফটো তুলে বাসার দিকে রওনা দিলাম।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিষয় | বিলের পাড় ভ্রমণ |
---|---|
লোকেশন | Location |
ফটোগ্রাফি ডিভাইস | realme note50 |
ফটোগ্রাফার | @sumiya23 |
দেশ | বাংলাদেশ |
আমি মোছাঃ সুমাইয়া, আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার, বিশ-মাইল। আমি বিবাহিত,একজন কলেজ ছাত্রী। আমার হাজব্যান্ড একজন বেসরকারি চাকুরীজীবী।আমি বর্তমান ইন্টার সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত রয়েছি। আমার কলেজের নাম বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, ঢাকা সাভার। আমরা দুই ভাই বোন। আমার @sumiya23 স্টিমিট আইডির নাম।
অনেক সুন্দর একটি স্থান ভ্রমণ করেছেন আপনারা। বেশ ভালো লাগলো বিলের পাড়ে ঘোরাঘুরি করতে গিয়েছেন দেখে। নৌকাটা আরো সুন্দরভাবে ক্যাপচার করতে পারতেন। কাশফুলগুলো নষ্ট হয়ে গেছে। তবে কাশফুলের ফটো আমার খুব ভালো লাগে। যাইহোক ভালো লাগলো ঘোরাঘুরির মুহূর্ত দেখতে পেরে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি ভাইয়া এরকম জায়গায় ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit